কালি ও কলম পুরস্কার পেলেন রাইজিংবিডির স্বরলিপি
Published: 26th, July 2025 GMT
সিটি ব্যাংক নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৪’ পেলেন পাঁচ জন তরুণ লেখক। তারা হলেন কবিতায় অস্ট্রিক রিষি, প্রবন্ধ গবেষণায় মুহাম্মদ ফরিদ হাসান ও স্বরলিপি, কথাসাহিত্যে সাজিদ উল হক আবির, শিশু কিশোর সাহিত্যে নিয়াজ মাহমুদ।
শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিস্থ বেঙ্গল শিল্পালয়ে লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালি ও কলম-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি এমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
স্বরলিপি অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডি ডটকমের ফিচার বিভাগে কর্মরত। পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে প্রকাশিত ‘সাগাই ফোর্ট এস্কেপ’- গ্রন্থের জন্য তিনি এ পুরস্কার পেলেন।
এর আগে ২০১৮ সালে কথাসাহিত্য শাখায় ‘এই বেশ আতঙ্কে আছি’ গ্রন্থের জন্য পুরস্কার পেয়েছেন রাইজিংবিডি ডটকমের নির্বাহী সম্পাদক তাপস রায়।
তরুণদের সাহিত্যচর্চাকে উৎসাহ প্রদান ও গতিশীল করার লক্ষ্যে মাসিক সাহিত্যপত্র কালি ও কলম ২০০৮ সাল থেকে প্রতি বছর প্রদান করে আসছে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’।
ঢাকা/এসবি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রস ক র ও কলম
এছাড়াও পড়ুন:
এআই খাতের অনেক বিনিয়োগই ব্যর্থ হতে পারে, আশঙ্কা বিল গেটসের
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের মতে, বিশ্ব বর্তমানে একটি এআই বুদ্বুদের মধ্যে রয়েছে। বর্তমান পরিস্থিতিকে ১৯৯০ দশকের শেষ দিকের ডটকম বুদ্বুদ বা বুমের সঙ্গে তুলনা করে এআই খাতের অনেক বিনিয়োগই ব্যর্থ হতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি।
কৃত্রিম বুদ্ধিমত্তা এখন সর্বত্র ছড়িয়ে পড়ছে। মেসেজিং অ্যাপ থেকে শুরু করে ব্রাউজার বা কোডিং করার জন্য নানা ধরনের এআই টুল আছে। প্রতিটি প্ল্যাটফর্মেই এখন কোনো না কোনো রূপে এআই ব্যবহার করা যাচ্ছে। আর তাই ওপেনএআই, পারপ্লেক্সিটি বা অ্যানথ্রোপিকের মতো এআই প্রতিষ্ঠানগুলোয় শত শত কোটি ডলার বিনিয়োগ করছে বিভিন্ন প্রতিষ্ঠান। বিল গেটস এই অবস্থাকে ডটকম বুদ্বুদের মতো একটি এআই বুদ্বুদ মনে করছেন।
বিল গেটস বলেন, ‘আমরা বর্তমানে একটি এআই বুদ্বুদে রয়েছি। এই পরিস্থিতি কোনো কাল্পনিক বিষয় নয়। এআই বুদ্বুদ ১৯৯০ দশকের শেষের দিকে ডটকম ধসের আগে প্রযুক্তিশিল্প যেমন অবস্থায় ছিল, তেমন। ১৯৯০ দশকের শেষের দিকে ডটকম বুমের ফলে বেশ কয়েকটি ইন্টারনেট প্রতিষ্ঠানকে অতিরিক্ত মূল্যায়ন করা হয়। ফলে ২০০০ সালে ডটকমে ধস নেমে আসে। কিছু প্রতিষ্ঠান তখন সফল হয়েছিল, কিন্তু পুঁজি নষ্ট করা বহু প্রতিষ্ঠান ছিল।
বিল গেটসের আগে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানও এআই ভবিষ্যতে একটি বুদ্বুদ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন। বিনিয়োগকারীরা এআই নিয়ে অতিরিক্ত উত্তেজিত হচ্ছেন বলেও মনে করেন তিনি। মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গও এ বছরের শুরুতে এআই বুদ্বুদ হতে পারে বলে জানিয়েছিলেন।
সূত্র: ইন্ডিয়া টুডে