মবতন্ত্র কায়েমের ধারা দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে: গণসংহতি
Published: 29th, July 2025 GMT
ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুধর্মাবলম্বীদের বসতঘরে হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন। মবতন্ত্র কায়েমের এ ধারা দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে বলেও মন্তব্য করেছেন দলটির নেতারা।
আজ মঙ্গলবার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে এমন মন্তব্য করেছেন।
বিবৃতিতে নেতারা বলেন, গঙ্গাচড়ায় মাইকিং করে হিন্দুপল্লিতে হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা প্রমাণ করছে, মবতন্ত্রকে কঠোরভাবে দমনের ব্যাপারে অন্তর্বর্তী সরকার চরমভাবে উদাসীন ও ব্যর্থ। গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে কোনোভাবেই এ ধরনের ঘটনা ঘটতে পারে না।
বিবৃতিতে বলা হয়, কথিত ধর্ম অবমাননা কিংবা মহানবী (সা.
অবিলম্বে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের নেতারা। তাঁরা বলেন, গঙ্গাচড়ায় আক্রমণের মাত্রা এতই নির্মম ছিল যে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতির পরও এলাকাবাসী এখনো ভয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন।
বিবৃতিতে বলা হয়, অবিলম্বে সরকারের দায়িত্বশীল ব্যক্তিকে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে আশ্বস্ত করে তাঁদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে। দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার ব্যবস্থা করতে হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ঘটন
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট