বন্দরে পেশাদার সাংবাদিকদের নৌভ্রমণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
Published: 1st, August 2025 GMT
বন্দর উপজেলায় কর্মরত মাঠপর্যায়ের পেশাদার সাংবাদিকদের অংশগ্রহণে একদিনব্যাপী নৌভ্রমণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সকালে কলাগাছিয়া ট্রলার ঘাট থেকে একটি ট্রলারে করে স্থানীয় সাংবাদিকদের একটি দল মেঘনা নদীতে আনন্দ নৌভ্রমণে অংশ নেন। নদীভ্রমণ শেষে তারা হাজরাদী এলাকার একটি বিনোদন পার্কে এসে বিশ্রাম নেন এবং পরে সেখানে একটি আলোচনা সভায় মিলিত হন।
আলোচনা সভায় পেশাগত উন্নয়ন, সাংবাদিকতার মানোন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, বন্দরসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে সাংবাদিকতা চর্চা অনেক সময় নানা প্রতিবন্ধকতার মুখে পড়ে। তাই পেশাদারিত্ব বজায় রেখে একতাবদ্ধভাবে কাজ করাই সাংবাদিকদের জন্য আজ সবচেয়ে জরুরি।
বন্দরে প্রেসক্লাবের সাবেক সহ সাধারন সম্পাদক ও সিনিয়র সাংবাদিক জি এম সুমনের আয়োজনে নৌভ্রমন ও আলোচনায় অংশ নেন: দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট গণমাধ্যমকর্মী সাব্বির আহমেদ সেন্টু, বাংলা টেলিভিশনের নিউজ প্রেজেন্টার কাজী সাঈদ, দৈনিক ইত্তেফাক পত্রিকার বন্দর প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক নাসির উদ্দিন, বন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাবেক দপ্তর সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস.
সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা ভবিষ্যতে এ ধরনের সাংগঠনিক কার্যক্রম ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে আরও বেশি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
দিনব্যাপী এ আয়োজনটি স্থানীয় সাংবাদিকদের মধ্যে বন্ধন, যোগাযোগ এবং পেশাগত শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ভ রমণ
এছাড়াও পড়ুন:
ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল
ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।
ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ