রেলপথ মন্ত্রণালয় ও প্রাণ-আরএফএল গ্রুপে সদ্য স্নাতক বা শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ
Published: 3rd, August 2025 GMT
রেলপথ মন্ত্রণালয়
৩ মাস মেয়াদে ১০ জনকে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে রেলপথ মন্ত্রণালয়। সদ্য যাঁরা স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অর্জন করেছেন, তাঁরা আবেদন করতে পারেন। শেষ বর্ষের পরীক্ষায় অবতীর্ণ (অ্যাপিয়ার্ড) হয়েছেন যাঁরা, তাঁদের জন্যও সুযোগ আছে।
ইন্টার্নশিপের আওতায় মূলত রেলপথ মন্ত্রণালয়–সম্পর্কিত গবেষণা কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ থাকবে। যাঁরা বিবিএ, এমবিএ, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট স্টাডিজ, অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, কম্পিউটারবিজ্ঞান, ইলেকট্রিক্যাল প্রকৌশল, পদার্থবিজ্ঞান, আইসিটি, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ভূগোল, পুরকৌশল, স্থাপত্য, সমাজবিজ্ঞান, পরিবেশবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন বা এ–সংক্রান্ত বিষয়ে পড়েছেন, তাঁরা আবেদন করতে পারেন।
ইন্টার্নশিপ চলাকালে ১০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের www.
৪ থেকে ২৮ আগস্টের মধ্যে [email protected] ই–মেইলে আবেদন ফরম পাঠাতে হবে।
আরও পড়ুনগ্যাস্ট্রিকের সমস্যা কমাবে এই ৫ অভ্যাস৪ ঘণ্টা আগেপ্রাণ-আরএফএল গ্রুপপ্রাণ-আরএফএল গ্রুপের লিপ (লার্ন আর্ন অ্যান্ড প্রোগ্রেস) ইন্টার্ন প্রোগ্রাম শুরু হচ্ছে। ব্যবসায় শিক্ষায় স্নাতক অথবা চূড়ান্ত বর্ষের পরীক্ষায় অবতীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারেন।
বয়স অনূর্ধ্ব–৩০ হতে হবে। ৩ মাসের এই ইন্টার্নশিপে বিভিন্ন বিভাগে কাজের অভিজ্ঞতা ছাড়াও ১৫ হাজার টাকা বেতন মিলবে।
আবেদন করতে হবে ৩১ আগস্টের মধ্যে। আবেদন ফরম: https://shorturl.at/nNhVl
আরও পড়ুনতৌসিফ, সাফা, সিয়াম, টয়া ও জোভানদের বন্ধুত্বটা যেমন২ ঘণ্টা আগেউৎস: Prothomalo
কীওয়ার্ড: ইন ট র ন
এছাড়াও পড়ুন:
আলোনসো যেভাবে রিয়ালকে ভয়ংকর এক দল বানালেন
সব ম্যাচ এক রকম হয় না। কিছু ম্যাচ শুধু জয়-পরাজয়ের হিসাব দেয় না, একটা নতুন অধ্যায়ের সূচনা করে। সেই ম্যাচের পর মনে হয়, দলের ভেতরে কিছু একটা বদলে গেছে। লা লিগায় এই মৌসুমের প্রথম এল ক্লাসিকো ছিল তেমনই এক ম্যাচ। রিয়াল মাদ্রিদ সে জয়টা উদ্যাপন করেছিল দারুণভাবে। যদিও সেটা কোনো শিরোপা জেতার ম্যাচ ছিল না। বড় ব্যাপার হলো, এমন জয়েও রিয়ালের মধ্যে আত্মতুষ্টি চলে আসেনি। বরং আরও লড়াই চালিয়ে যেতে উজ্জীবিত করেছে।
এল ক্লাসিকোর পর রিয়াল গতকাল রাতে মাঠে নেমেছিল ভ্যালেন্সিয়ার বিপক্ষে। এই ম্যাচেও জাবি আলোনসোর দল দেখিয়েছে একই তীব্রতা, শৃঙ্খলা আর জয়ের ক্ষুধা। সব মিলিয়ে এটা সম্ভবত আলোনসোর অধীনে রিয়ালের অন্যতম সেরা পারফরম্যান্স। কারণ, এই জয় শুধু ভালো খেলার নয়, দলের মানসিকতা ও কাঠামোগত পরিবর্তনের প্রতীকও।
চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৪ ম্যাচের ১৩টিতে জিতেছে রিয়াল। লিগে ১১ ম্যাচের মধ্যে জয় ১০টিতে, চ্যাম্পিয়নস লিগে তিনের তিনটিতেই। এর মধ্যেই নিজেদের আলাদা একটা পরিচয় তৈরি করে ফেলেছে আলোনসোর রিয়াল।
আরও পড়ুনএমবাপ্পের আরেকটি গোল, নাম লেখালেন ডি স্টেফানো, রোনালদোদের পাশে ২০ অক্টোবর ২০২৫শুধু কৌশলগত দিক থেকেই নয়, দার্শনিক ও মানসিক দিক থেকেও দলে পরিবর্তন আনতে পেরেছেন এই স্প্যানিশ কোচ। খেলোয়াড়রা এখন মাঠে আরও স্বতঃস্ফূর্ত, গতিময় এবং আত্মবিশ্বাসী। খেলোয়াড়েরা পরস্পরের সঙ্গে বোঝাপড়ায়ও যেন আগের চেয়ে আরও পরিণত। ফলাফল, রিয়াল এখন এমন এক দল, যারা প্রতিপক্ষকে দমিয়ে রাখার পাশাপাশি নিজেদের পরিকল্পনাও নিখুঁতভাবে বাস্তবায়ন করতে পারে।
এমবাপ্পে ও বেলিংহামের উদ্যাপন