ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিস্টিং বিধিমালা অনুযায়ী, ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য ‘বন্ধক রাখা শেয়ার বাজেয়াপ্তকরণ’ বিষয়ক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) ডিএসই লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের উদ্যোগে ডিএসই ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত এই কর্মশালাটি হাইব্রিড (অনলাইন ও ফিজিক্যাল) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো.

শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়েছে।

আরো পড়ুন:

বিএসইসির বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বিএসইসির বিনিয়োগ শিক্ষা লিংক জাতীয় তথ্য বাতায়নে যুক্ত 

ডিএসইর পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান কর্মশালার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, “শুধু আইন জানা যথেষ্ট নয়, নৈতিকতার চর্চাও জরুরি—তাহলেই আমরা একটি পরিছন্ন পুঁজিবাজার গড়ে তুলতে পারব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান পরিচালনা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান, ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান, লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সহকারী মহাব্যবস্থাপক মো. রবিউল ইসলাম এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-এর মহাব্যবস্থাপক রাকিবুল ইসলাম চৌধুরী।

কর্মশালায় সিকিউরিটিজ বন্ধক, অবমুক্তকরণ এবং বাজেয়াপ্তকরণের প্রক্রিয়া, ডিএসই তালিকাভুক্তি নিয়ন্ত্রণ, সিডিবিএল এর ডিপি অপারেশন এবং সংশ্লিষ্ট আইন-বিধিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ঢাকা/এনটি/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ড এসই

এছাড়াও পড়ুন:

সাপ্তাহিক দাম কমার শীর্ষে প্রাইম ফাইন্যান্স কোম্পানি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৪ থেকে ১৮ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে।বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স

পুঁজিবাজারে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে: ডিএসই চেয়ারম্যান

বিদায়ী সপ্তাহে কোম্পানির শেয়ার দর কমেছে ২৭.৪৯ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানির শেয়ারের সমাপনী মূল্য ছিল ২.৯০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২.১০ টাকা। এর ফলে কোম্পানির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোস্যাল ইসলামী ব্যাংকের ২৪.০৭ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ২১.৭৪ শতাংশ, সিএপিএম বিডিবিএল ফান্ডের ২০.১৬ শতাংশ, এক্সিম ব্যাংকের ১৮.১৮ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়েরে ১৬.৬৭ শতাংশ, বিবিএস ক্যাবলসের ১৫.৪২ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ১৪.৪১ শতাংশ, ডমিনেজ স্টিল ১৪.২৯ শতাংশ ও ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের ১৪.২৯ শতাংশ শেয়ার দর কমেছে।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • আদালতের স্থগিতাদেশ সত্ত্বেও সেই প্রকৌশলীদের পদোন্নতির প্রস্তাব এলজিইডির
  • রাকসুতে শিবিরের ইশতেহার, ১২ মাসের ২৪ প্রস্তাবনা
  • গোল্ডেন হারভেস্টের নিরীক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ
  • রাকসু নির্বাচনে ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের ২৪ দফা ইশতেহার ঘোষণা
  • সাপ্তাহিক দাম কমার শীর্ষে প্রাইম ফাইন্যান্স কোম্পানি
  • ‎ডিএসইর পিই রেশিও কমেছে ১.০৪ শতাংশ
  • বড় বিনিয়োগকারীদের মুনাফার তথ্য চেয়ে সকালে চিঠি, বিকেলে না
  • জেনেক্স ইনফোসিসের নয় পরিচালককে সোয়া ৯ কোটি টাকা জরিমানা
  • ব্যাংক এশিয়ার এমডির শেয়ার কেনা সম্পন্ন
  • রিয়াজ-শিবলীকে পুঁজিবাজারে আজীবন নিষিদ্ধসহ কঠোর সুপারিশ