‘র‍্যাগিংয়ের’ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া চার শিক্ষার্থীকে ক্লাস কার্যক্রম থেকে বিরত রাখা ও সতর্ক করা হয়েছে।

রোববার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের থেকে পাওয়া র‍্যাগিংয়ের অভিযোগের ভিত্তিতে রোববার বিভাগে জরুরি একাডেমিক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের তিনজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন যুবরাজ হাসান, মোছা রাজিয়াতুন নাহার নিশু, রহমাতুল্লাহ মাজী।

অন্য আরেকটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সভার সিদ্ধান্ত অনুযায়ী ৪ শিক্ষার্থীকে ক্লাস কার্যক্রম থেকে বিরত রাখা ও সতর্ক করা হয়। তাঁরা হলেন সামিয়া আঁখি, মো.

মুইনদ্দীন, মো. মাজহারুল ইসলাম ও মো. রাকিব হোসেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ওই শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে এ ব্যাপারে মুচলেকা নেওয়ার জন্য ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মো. রইছ উদ্‌দীন প্রথম আলোকে বলেন, ‘নবীন শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার সাথে সাথে বিকেলে বিভাগের জরুরি একাডেমিক সভা আয়োজনের নির্দেশ দিই। একাডেমিক সভায় শিক্ষার্থীদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আমরা বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করি। আমাদের বিশ্ববিদ্যালয় র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। নবীন শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা র‍্যাগিংয়ে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসল ম ক স ট ড জ ব ভ গ র শ ক ষ বর ষ র

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিল ২ কোম্পানি

‎পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। কোম্পানি দুইটি হলো- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ও এনসিসি ব্যাংক।

‎২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ দিয়েছে কোম্পানি দুইটি।

‎রবিবার (১০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

‎তথ্য মতে, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ও এনসিসি ব্যাংককের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

‎তথ্য মতে, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দেয়। সে হিসাবে কোম্পানিটির প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা করে নগদ লভ্যাংশ পেয়েছেন শেয়ারহোল্ডাররা।

‎এদিকে, এনসিসি ব্যাংক ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। সে হিসাবে কোম্পানিটির প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১.৩০ টাকা করে নগদ লভ্যাংশ পেয়েছেন শেয়ারহোল্ডাররা।

‎ঢাকা/এনটি/ইভা

সম্পর্কিত নিবন্ধ

  • যবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু সোমবার
  • রাউজানে দেড় শ বছরের পুরোনো পুকুর ভরাট, জনপ্রতিনিধিসহ ৫ জন কারাগারে
  • শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিল ২ কোম্পানি
  • গাজায় উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণের বাক্সের নিচে চাপা পড়ে কিশোর নিহত
  • জিরো ট্যাক্স রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয়: এনবিআর
  • তরুণীর সঙ্গে বন্ধুত্ব গড়ে বৃদ্ধ হারালেন ১২ কোটি টাকা
  • গাজীপুরে সাংবাদিক হত্যায় দুই কারণ সামনে রেখে তদন্ত করছে পুলিশ
  • পাল্টা শুল্ক ও এনবিআরে কর্মবিরতির কারণে তৈরি পোশাক রপ্তানি কমেছে ১২%
  • নওগাঁর দুই সীমান্ত দিয়ে আরও ১৮ জনকে ঠেলে পাঠাল বিএসএফ