Risingbd:
2025-11-04@14:00:36 GMT

বিয়ের ছবিতে শবনম ফারিয়া যেমন

Published: 20th, September 2025 GMT

বিয়ের ছবিতে শবনম ফারিয়া যেমন

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া আবারও আলোচনায়—কারণ তার বিয়ে। শুক্রবার বাদ আসর ঢাকার মাদানী অ্যাভিনিউয়ের একটি মসজিদে পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ফারিয়া ও তানজিম তৈয়ব বিবাহবন্ধনে আবদ্ধ হন। একেবারেই সীমিত আয়োজনে সম্পন্ন হওয়া এই বিয়ের ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফারিয়ার বন্ধু-বান্ধব ছাড়াও বিয়ের বিশেষ মুহূর্তগুলো প্রকাশ করেছে ড্রিম উইভার। ফারিয়ার বিয়ের ছবিতে আজকের ফটোফিচার।

শবনম ফারিয়া ও তানজিম তৈয়ব—একসঙ্গে জীবনের নতুন পথে। ঢাকার মাদানী অ্যাভিনিউয়ের মসজিদে সম্পন্ন হলো বিয়ের আনুষ্ঠানিকতা।

লাল–সোনালি সাজে সেজেছিলেন অভিনেত্রী ফারিয়া। ফারিয়ার বর তানজিম তৈয়ব—রাজশাহীর ছেলে, বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।

বিয়ের দিনে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা ছিলেন সঙ্গে। মসজিদে উপস্থিত অতিথিদের বাদাম ও খেজুর খাইয়ে আপ্যায়ন করলেন নবদম্পতি।

বন্ধুরা শেয়ার করেছেন ফারিয়ার বিয়ের বিশেষ মুহূর্ত। বিয়ের ছবি প্রকাশ করেছে ড্রিম উইভারও। একেবারেই হঠাৎ সিদ্ধান্তে বিয়ে—জানালেন ফারিয়া। ফারিয়ার ভাষায়—“বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল। তবে পরিবারের সিদ্ধান্তেই এই অধ্যায়।”

তানজিম তৈয়ব অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।ভবিষ্যতে সহকর্মী ও আত্মীয়দের নিয়ে হবে বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান। নতুন জীবনের জন্য সবার দোয়া ও শুভকামনা চেয়েছেন ফারিয়া।

উল্লেখ্য, ২০১৮ সালে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন ফারিয়া, টেকেনি সেই সংসার। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে অভিনয়ে দর্শকপ্রিয় হয়েছেন শবনম ফারিয়া।

ঢাকা/রাহাত/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শবনম ফ র য়

এছাড়াও পড়ুন:

চারপাশের গ্যাস দ্রুত গ্রাস করা গ্রহের সন্ধান

চারপাশের গ্যাস দ্রুত গ্রাস করা গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ‘চা ১১০৭-৭৬২৬’ নামের দ্রুতগতির গ্রহটি পৃথিবী থেকে প্রায় ৬২০ আলোকবর্ষ দূরে অবস্থিত। এর ভর বৃহস্পতি গ্রহের ভরের পাঁচ থেকে দশ গুণ বলে অনুমান করা হচ্ছে।

বিজ্ঞানীদের তথ্যমতে, গ্রহটি গ্যাস ও ধূলিকণার একটি পুরু স্তর দিয়ে আবৃত। দ্রুত বিবর্তনকালীন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে গ্রহটি। গ্রহটির পৃষ্ঠ প্রতি সেকেন্ডে ৬০০ কোটি টন গ্যাসের উপাদান গ্রহণ করছে। কয়েক মাস ধরে এই হার হঠাৎ বেড়ে গেছে। বিরল বিস্ফোরণে ঘটনা দেখা যাচ্ছে সেখানে। ধারণা করা হচ্ছে, গ্রহটির চুম্বকীয় আকর্ষণশক্তির কারণেই এ ধরনের ঘটনা ঘটছে।

গ্রহটির চারপাশের ডিস্কে জলীয় বাষ্পের উপস্থিতি এত বেশি মাত্রায় শনাক্ত হয়েছে, যা আগে কখনো দেখা যায়নি। সামগ্রিক তথ্য গ্রহটির গঠনের জটিল, গতিশীল প্রকৃতিকে তুলে ধরছে। গ্রহটির অস্বাভাবিক আচরণ নক্ষত্র ও গ্রহের মধ্যকার সম্পর্ককে চ্যালেঞ্জ করেছে। বিজ্ঞানীরা মনে করছেন, কিছু বিপথগামী গ্রহ নক্ষত্রদের মতোই গঠিত হতে পারে। গ্রহটির আকস্মিক বৃদ্ধি প্রথমে ভেরি লার্জ টেলিস্কোপের এক্স-শুটার স্পেকট্রোগ্রাফের মাধ্যমে শনাক্ত করা হয়। পরে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ও পূর্ববর্তী পর্যবেক্ষণের তথ্যের ভিত্তিতে গ্রহটির উপস্থিতি নিশ্চিত করা হয়।

বিপথগামী গ্রহের তীব্র রূপান্তর প্রমাণ করে, বিভিন্ন গ্রহ গঠনের প্রক্রিয়া পূর্বে ধারণার চেয়েও আরও বিশৃঙ্খল ও বিস্ফোরক হতে পারে। এমন তীব্র বিস্ফোরণ বিভিন্ন গ্রহের বায়ুমণ্ডলকে প্রভাবিত করতে পারে আর তার চাঁদের গঠনের গতিপথও পরিবর্তন করতে পারে। আর তাই গ্রহ গঠনের বিদ্যমান তত্ত্বকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে কাজ করছেন বিজ্ঞানীরা।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত নিবন্ধ