ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি যেন প্রতিবারই নতুন চমক নিয়ে হাজির হন অনুরাগীদের সামনে। সিনেমা থেকে ব্যক্তিজীবন—সবকিছুই তিনি খোলামেলা ভাগ করে নেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার তার দেখা মিলল একেবারেই ভিন্ন রূপে।
দুই সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য ও সাফিরা সুলতানা প্রিয়মকে টিকা দিতে হাসপাতালে যান পরীমণি। বুধবার (১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, কালো রঙের বোরকা পরে সন্তানদের নিয়ে বের হচ্ছেন পরীমণি। গাড়ির ভেতরে মা-সন্তানের কথোপকথন আর খুনসুটির দৃশ্যও ধরা পড়েছে সেখানে। এরপর হাসপাতালে ভ্যাকসিন নেয় রাজ্য ও প্রিয়ম।
আরো পড়ুন:
এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি, পরীমণির ইঙ্গিতপূর্ণ পোস্ট
নতুন প্রেমের আভাস দিলেন পরীমণি, কে সেই প্রেমিক?
ভিডিওর ক্যাপশনে পরীমণি লেখেন, “আজকে দুজনের ভ্যাকসিন ছিল। এটা হলো ছোটখাটো একটা যুদ্ধের মতো। আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা বেশি কান্না করে নাই। বড়জনকে দেখেন কী করে।”
কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়ে অনুরাগীদের মাঝে। অনেকেই প্রশংসা করে লিখেছেন, “মাশাআল্লাহ, বোরকায়ও অপূর্ব লাগছে পরীমণিকে।” আবার কেউ লিখেছেন, “হিজাব-নিকাবে আরো বেশি মানিয়েছে।”
শিশুদের টিকা দেওয়ার সেই সাধারণ মুহূর্তকেও অনন্য করে তুললেন পরীমণি—এবার মায়ের রূপে, আবারো আলোচনার কেন্দ্রে।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।