বগুড়ার ধুনট উপজেলায় মোবাইল ফোন চুরি করে পালানোর সময় স্থানীয়‌দের ধাওয়া খে‌য়ে নদীতে লাফ দেওয়ার পর পানিতে ডুবে টুটুল না‌মের এক যুবকের (৪৫) মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় বথুয়াবাড়ী গ্রামের পাশে বাঙালি নদীতে এ দুর্ঘটনা ঘটে। টুটুল ধুন‌ট সদ‌রের বা‌সিন্দা।

বৃহস্পতিবার বেলা ১১টায় বথুয়াবাড়ী বাজারে অজ্ঞাত ব‌্যক্তির মোবাইল ফোন চুরি করে টুটুল। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে তাকে ধাওয়া করেন। টুটু‌ল আত্মরক্ষার জন্য দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি বথুয়াবাড়ী শ্মশান ঘাট এলাকায় বাঙালি নদীতে ঝাপ দেন। কিছু সময় পর নদীর পানিতে টুটু‌লের লাশ ভেসে ওঠে। পরে খবর পেয়ে থানা পুলিশ তা লাশ উদ্ধার করে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেছেন, টুটুলের লাশ উদ্ধার ক‌রে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শে‌ষে লাশ স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌বে। এ ঘটনায় এখনো থানায় কেউ মামলা ক‌রে‌নি।

ঢাকা/এনাম/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কাশবনের হাতছানিতে ব্রহ্মপুত্রের তীরে ভিড়

চারদিকে জেগে ওঠা ব্রহ্মপুত্র নদের বালুচর। এর মাঝখানে স্বচ্ছ পানির আধার। ওপরে নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ। আর চরজুড়ে শুভ্র কাশফুল। প্রকৃতির দানেই তৈরি হয়েছে এ মনোমুগ্ধকর দৃশ্য। বাতাসে দুলতে থাকা কাশফুলের এ সৌন্দর্য ভ্রমণপিপাসুদের মনে দেয় একধরনের প্রশান্তি। তাই প্রতিদিনই দূরদূরান্ত থেকে মানুষ ভিড় করছেন এখানে।

এ অপার সৌন্দর্যের দেখা মিলবে জামালপুর শহরের ফৌজদারি এলাকার ব্রহ্মপুত্র নদের তীরে। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত নদের ধারে ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষের। সবাই নিজেদের মতো করে ছবি তুলছেন, কেউবা কাশফুল ছিঁড়ে তৈরি করছেন তোড়া।

গত মঙ্গলবার বিকেলে গিয়ে দেখা যায়, শহরের মোড় থেকে শুরু করে নদের তীর পর্যন্ত মানুষের ভিড়। ছোট্ট একটি সেতু পার হয়ে সবাই ছুটছেন নদীর ধারে। প্রায় এক কিলোমিটারজুড়ে ফুটেছে কাশফুল। সবুজ লম্বা পাতার বুক থেকে বেরিয়ে আসা শুভ্র কাশফুল কোথাও থোকা থোকা, কোথাও গুচ্ছ আকারে। দূর থেকে মনে হবে, বালুচরে যেন সাদা চাদর বিছানো। হাওয়ায় দুলে ওঠা কাশফুলে মন ভরে যাচ্ছে দর্শনার্থীদের।
চরের যে অংশে কাশবনের সৃষ্টি হয়েছে, সেখানে জনবসতি নেই। আছে স্বচ্ছ পানির লেকের মতো একটি ডোবা। কাশফুলঘেরা সেই পানিতে ডিঙিনৌকা নিয়ে ঘুরছেন দর্শনার্থীরা। শহরের বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ কেউ ছবি তুলছেন, কেউবা সন্তানদের নিয়ে খেলায় মেতে উঠেছেন।

ব্রহ্মপুত্র নদের চরের যে অংশে কাশবনের সৃষ্টি হয়েছে, সেখানে জনবসতি নেই। আছে স্বচ্ছ পানির লেকের মতো একটি ডোবা

সম্পর্কিত নিবন্ধ