সি-স্যুট সম্মাননা পেলেন দেশের ২৪ জন করপোরেট ব্যক্তিত্ব
Published: 23rd, November 2025 GMT
দেশের করপোরেট জগতের ২৪ জন ব্যক্তি পেয়েছেন বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস বা পুরস্কার। গত শনিবার ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। চতুর্থবারের মতো এই পুরস্কার দিয়েছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।
আর্থিক প্রতিষ্ঠানে ২০২৫ সালের সেরা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শ্রেণিতে সম্মাননা পেয়েছেন সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন। বর্ষসেরা প্রধান ব্যবসা কর্মকর্তা বা ব্যবসায় পরিচালক শ্রেণিতে সম্মাননা পেয়েছেন প্রাণ–আরএফএল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম মইনুল ইসলাম এবং নেস্লে বাংলাদেশের পরিচালক এ এস এম হাফিজুল ইসলাম।
বর্ষসেরা প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শ্রেণিতে সম্মাননা পেয়েছেন গ্রামীণফোনের সিএমও ফারাহ নাজ জামান এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কাজী মো.
বর্ষসেরা প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরএ) শ্রেণিতে সম্মাননা পেয়েছেন ট্রান্সকম গ্রুপের করপোরেট হেড অব এইচআর ও পরিচালক এম সাব্বির আলী এবং আকিজবশির গ্রুপের পরিচালক দিলরুবা শারমীন খান। বর্ষসেরা করপোরেটবিষয়ক কর্মকর্তা (সিসিএও) শ্রেণিতে সম্মাননা পেয়েছেন গ্রামীণফোনের সিসিএও তানভীর মোহাম্মদ। বছরে ১০০ কোটি টাকার কম আয় করা প্রতিষ্ঠানের বর্ষসেরা সিইও শ্রেণিতে সম্মাননা পেয়েছেন ওয়ালটন মাইক্রো–টেক করপোরেশনের সিইও নিশাত তাসনিম শুচি। এ ছাড়া বর্ষসেরা প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) শ্রেণিতে ট্রান্সকমের হেড অব টেকনোলজি আরিফ উজ জামান এবং বর্ষসেরা প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শ্রেণিতে আকিজবশির গ্রুপের ক্লাস্টার ৩ এর সিইও মো. মফিজুল হোসেন আইরাজ সম্মাননা পেয়েছেন।
ইলেকট্রনিক খাতের বর্ষসেরা সিইও শ্রেণিতে ইলেক্ট্রো মার্টের সিইও মো. নূরুল আফসার, তৈরি পোশাক খাতের বর্ষসেরা সিইও বা এমডি শ্রেণিতে উর্মি গ্রুপের এমডি আসিফ আশরাফ এবং এফএমসিজি খাতের বর্ষসেরা সিইও শ্রেণিতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক তাহমিনা মোস্তফা সম্মাননা পেয়েছেন। বর্ষসেরা প্রধান আর্থিক (সিএফও) বা অর্থ পরিচালক শ্রেণিতে প্রাণ–আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী এবং বিকাশের সিএফও মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর, বর্ষসেরা প্রধান সরবরাহ ব্যবস্থা কর্মকর্তা (সিএসসিও) বা সরবরাহ ব্যবস্থা পরিচালক প্রাণ–আরএফএল গ্রুপের সিএসসিও মো. তানজীর হেলাল এবং রেকিটের সরবরাহ ব্যবস্থা পরিচালক মোহাম্মদ জিয়া উদ্দীনও সম্মাননা পেয়েছেন।
এ ছাড়া বর্ষসেরা ট্রানজিশনাল সি–স্যুট শ্রেণিতে কীরনের সিইও মো. তাজদীন হাসান, বর্ষসেরা উদ্যোক্তা এসিআইয়ের এমডি আরিফ দৌলা এবং বর্ষসেরা টেকসই উদ্ভাবনে অগ্রদূত সম্মাননা পেয়েছেন টিম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত আবদুল্লাহ হিল রাকিব এবং বর্ষসেরা ইতিবাচক প্রভাব সৃষ্টিকারী নেতৃত্বের সম্মাননা পুরস্কার পেয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সৈয়দ মাহবুবুর রহমান।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ইউনাইটেড গ্রুপ ও টুয়েলভ ক্লথিংয়ের সহযোগিতায় এই ফ্ল্যাগশিপ আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। এ বছর সম্মাননাটির জন্য ৫১টি প্রতিষ্ঠান থেকে ১০২টি মনোনয়ন জমা পড়ে। বাছাই প্রক্রিয়াটি পরিচালনা করেছে একটি বিশেষায়িত কাউন্সিল বোর্ড।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শরিফুল ইসলাম বলেন, ‘আজ বাংলাদেশের প্রয়োজন এমন নেতৃত্ব, যা ব্যবসায়িক প্রবৃদ্ধির ঊর্ধ্বে বৃহত্তর দায়িত্বকে অনুধাবন করে কাজ করবে এবং সততা ধরে রেখে প্রতিষ্ঠান ও দেশের উন্নয়নে দিকনির্দেশনা দিতে পারবে। সি-স্যুট অ্যাওয়ার্ড শুধু সম্মাননা নয়, এটি করপোরেট নেতৃত্বের মানোন্নয়নের জন্য একটি প্রয়োজনীয় আহ্বান।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর মকর ত ম হ ম মদ প রস ক র করপ র ট ব যবস থ র এমড
এছাড়াও পড়ুন:
উড়ালসড়কের পাইলিংয়ের সময় তিতাসের পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ
নারায়ণগঞ্জ সদর উপজেলায় পঞ্চবটী-মুক্তারপুর উড়ালসড়কের পাইলিংয়ের সময় আবারও তিতাস গ্যাসের প্রধান পাইপলাইন ফেটে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। আজ রোববার সকাল ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টাতেও এ লাইন মেরামত করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বিকেলে ১২ ইঞ্চি ব্যাসের পাইপলাইন ফেটে শোঁ শোঁ শব্দে গ্যাস বের হতে থাকলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ সিদ্ধিরগঞ্জের গোদনাইল অঞ্চল থেকে সরবরাহ বন্ধ করে দেয়। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় জেলার বেশির ভাগ আবাসিক গ্রাহক ভোগান্তিতে পড়েছেন। শিল্পকারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে।
পঞ্চবটী-মুক্তারপুর উড়ালসড়কের পাইলিংয়ের কাজ শুরুর পর থেকে ফতুল্লায় অন্তত ২৫ বার তিতাসের প্রধান পাইপলাইন ফাটার ঘটনা ঘটেছে। এতে অগ্নিকাণ্ডসহ বহুবার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। সেই সঙ্গে শিল্প উৎপাদনও ব্যাহত হচ্ছে।
আজ সকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ব্যবস্থাপক মশিউর রহমান প্রথম আলোকে বলেন, উড়ালসড়কের পাইলিংয়ের সময় প্রধান পাইপলাইন ফেটে গেছে। ২০ থেকে ২৫ ফুট গভীরে পাইপ থাকা অবস্থায় মাটি খুঁড়তে গিয়ে বারবার মাটি ভেঙে পড়ছে। মাটি যাতে ভেঙে না পড়ে সে জন্য চারদিকে লোহার পাত দিয়ে সুরক্ষা তৈরির কাজ চলছে। মাটি খোঁড়াসহ পাইপলাইন মেরামতে আরও পাঁচ–ছয় ঘণ্টা সময় লাগবে। মেরামতকাজ সম্পন্ন হলে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।
উড়ালসড়ক প্রকল্পের পরিচালক মো. ওয়াহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, শাসনগাঁও এলাকায় পাইলিংয়ের সময় তিতাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটি দ্রুত মেরামত করার কাজ চলছে।