চোট নেইমারের জন্য নতুন নয়। ব্যাপারটা এতই বেশি হয়ে গেছে যে তাঁর চোট নিয়ে কেউ কেউ নির্মম রসিকতাও করেন। চোটে থাকা নেইমার নাকি মাঝেমধ্যে খেলতে নামেন। অবশ্য পরিস্থিতি যত দূর গড়িয়েছে, তাতে নিন্দুকদের আর কী দোষ! চোট তো ব্রাজিলিয়ান তারকার নিত্যসঙ্গী। এবার আবারও যেমন নতুন চোটে পড়েছেন নেইমার।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো স্পোর্ত’ জানিয়েছে, বাঁ হাঁটুতে মেনিসকাস চোটে পড়েছেন সান্তোস ফরোয়ার্ড। চিকিৎসার কারণে ব্রাজিলের এ বছর আর মাঠে না নামার সম্ভাবনাই বেশি। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সান্তোসের সামনে আছে আরও তিনটি ম্যাচ।

বাংলাদেশ সময় ২০ নভেম্বর সকালে ব্রাজিলিয়ান সিরি আ–তে মিরাসলের বিপক্ষে সান্তোসের ১–১ ড্র ম্যাচে বাঁ হাঁটুতে অস্বস্তি অনুভব করেন নেইমার। এ কারণেই গতকাল ইন্টারন্যাসিওনালের বিপক্ষে ১–১ ড্র ম্যাচে তাঁকে বিশ্রামে রাখা হয়। মঙ্গলবার সাও পাওলোয় পরীক্ষা–নিরীক্ষার পর তাঁর বাঁ হাঁটুর চোট নিশ্চিত হয়। আরেক মিডিয়া ‘ও গ্লোবো’ বলছে—চলতি মৌসুমে এ নিয়ে চারবার চোট পেলেন নেইমার।

চোট পাওয়ার আগে সান্তোসের হয়ে টানা তিন ম্যাচ খেলেছেন তিনি—পালমেইরাসের বিপক্ষে জয়, ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে হার আর মিরাসলের বিপক্ষে ড্র। মিরাসলের বিপক্ষে গোলও করেছিলেন। ৪ আগস্টের পর প্রতিযোগিতামূলক ম্যাচে সেটাই ছিল তাঁর প্রথম গোল। তবে গোল করার আনন্দ বেশিক্ষণ টেকেনি। তাঁর ফাউল থেকে দেওয়া পেনাল্টিতেই সান্তোস গোল খেয়ে ফেলে। সমতাও করে মিরাসল।

আরও পড়ুননেইমারকে ৬ মাস সময় বেঁধে দিলেন আনচেলত্তি১৮ নভেম্বর ২০২৫২০২৫ সালে নেইমারের চোটগুলো

ব্রাজিলের হয়ে নেইমার সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচে বাঁ হাঁটুর এসিএল ছিঁড়ে যায়। এরপর আর আগের ফর্মে ফেরা হয়নি। এ বছরই তাঁর চারটি চোট ধরা পড়েছে।

মার্চ: সান্তোসের হয়ে খেলতে গিয়ে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা পান। জায়গাটা ফুলে ওঠে। ফলে পউলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলতে পারেননি।

এপ্রিল: আতলেতিকো মিনেইরোর বিপক্ষে ম্যাচে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন। পরে জানা যায়, বাঁ উরুর সেমিমেমব্রানোসাস পেশিতে চোট।

সেপ্টেম্বর: ডান উরুর রেক্টাস ফেমোরিস পেশিতে গ্রেড–টু পর্যায়ের চোট। পেশি ছিঁড়ে যায়।

নভেম্বর: বাঁ হাঁটুতে মেনিসকাস চোট।

বিশ্বকাপে কী হবে

নতুন এই চোট নেইমারের জাতীয় দলে ফেরার পথ আরও কঠিন করে দিল। ২০২৬ বিশ্বকাপে তিনি থাকতে পারবেন কি না, সেটা এখনই বলা কঠিন। আগামী মার্চে ব্রাজিল দুটি প্রীতি ম্যাচ খেলবে। এর পরই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবে তারা।

অর্থাৎ নেইমারের সামনে সময় খুবই কম। সান্তোসের হয়ে আগামী মৌসুমে দারুণ কিছু দেখাতে পারলে তবেই খুলবে জাতীয় দলে ফেরার দরজা। আর যদি প্রত্যাশা পূরণ করতে পারেন—তাহলে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি হয়তো আবারও ভাববেন তাঁকে বিশ্বকাপ পরিকল্পনায় রাখার কথা।

আরও পড়ুনপেলের ব্র্যান্ড কিনল নেইমারের বাবার প্রতিষ্ঠান১৯ নভেম্বর ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব শ বক প

এছাড়াও পড়ুন:

সখীপুরে বিএনপির পদত্যাগ করা ১১ নেতার মধ্যে ৩ জনের পদত্যাগপত্র প্রত্যাহার

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বিএনপি-মনোনীত প্রার্থী আহমেদ আযম খানের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ তুলে পদত্যাগ করা ১১ নেতার মধ্যে ৩ জন পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আজ বুধবার বিকেলে সখীপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে তাঁরা পদত্যাগপত্র প্রত্যাহারের ঘোষণা দেন।

পদত্যাগপত্র প্রত্যাহার করা তিনজন হলেন সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, দারিয়াপুর ইউনিয়ন শ্রমিক দলের সদস্যসচিব শামীম শিকদার ও একই কমিটির সদস্য মিয়া হোসেন।

শামীম শিকদার প্রথম আলোকে বলেন, ‘আবেগের বশবর্তী হয়ে পদত্যাগ করেছিলাম। পরে বিবেকের তাড়নায় পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছি।’

জানতে চাইলে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দীন প্রথম আলোকে বলেন, বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ আছে। জনগণ এবার ধানের শীষে ভোট দেওয়ার জন্য ঐক্যবদ্ধ। আবেগের বশবর্তী হয়ে অনেকেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আশা করছেন, ভুল বুঝতে পেরে অনেকেই আবার দলে ফিরে আসবেন। যাঁরা ফিরে আসবেন, তাঁদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে।

আরও পড়ুনটাঙ্গাইলে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ তুলে বিএনপির ১১ নেতার পদত্যাগ২৫ নভেম্বর ২০২৫

এদিকে পদত্যাগ করা সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি (সাময়িক অব্যাহতি পাওয়া) বীর মুক্তিযোদ্ধা শাহজাহান (সাজু), সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান ও উপজেলার গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফের পদত্যাগপত্র গ্রহণ করেছে জেলা বিএনপি। আজ দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত পৃথক চারটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। ফরহাদ ইকবাল চিঠিগুলো নিজের ফেসবুকে পোস্ট করেছেন। প্রতিটি চিঠিতে উল্লেখ করা ছিল, ‘এই মর্মে জানানো যাচ্ছে যে আপনার পদত্যাগপত্র গ্রহণ করা হলো।’

গত সোমবার রাতে ওই ৪ নেতাসহ ১১ জন বিএনপির পদধারী নেতা পদত্যাগ করেন। এরপর গত ২৪ ঘণ্টায় আরও ২২ জন পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে প্রথম আলোর অনলাইনে ‘টাঙ্গাইলে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ তুলে বিএনপির ১১ নেতার পদত্যাগ’ ও ‘দলীয় প্রার্থীর বিরোধিতা করে টাঙ্গাইলে বিএনপির আরও ২২ নেতার পদত্যাগের ঘোষণা’ শীর্ষক শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।

আরও পড়ুনদলীয় প্রার্থীর বিরোধিতা করে টাঙ্গাইলে বিএনপির আরও ২২ নেতার পদত্যাগের ঘোষণা৩ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ