শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিন শিক্ষার্থীর দল ‘ইকো জেনেসিস’ আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট (এসিআই) এগ প্রোটেকশন ডিভাইস কম্পিটিশন ২০২৫-এ অংশ নিতে যাচ্ছেন।

আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। তবে যাত্রার আগে আর্থিক সংকটে পড়ে দলটি। বিষয়টি জানার পর সহায়তার হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখা।

আরো পড়ুন:

বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে এগিয়ে নিতে সিকৃবি উপাচার্যের অঙ্গীকার

সিলেটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ে দলটির হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন সংগঠনটির শাখা সভাপতি তারেক মনোয়ার ও সাধারণ সম্পাদক মাসুদ রানা তুহিন।

তারেক মনোয়ার বলেন, “আমরা সবসময় ইতিবাচক ও গঠনমূলক কাজে শিক্ষার্থীদের পাশে থাকি। শাবিপ্রবির শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে—এটা আমাদের জন্য গর্বের বিষয়। সরকারের উচিত বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণায় পর্যাপ্ত ফান্ডের ব্যবস্থা করা, যাতে শিক্ষার্থীরা নিরুৎসাহিত না হয়।”

ইকো জেনেসিস দলের গবেষণা প্রকল্পের লক্ষ্য ‘আল্ট্রা হাই পারফর্মেন্স কনক্রিট’ বা অতি শক্তিশালী কংক্রিট তৈরি করা। এতে ব্যবহৃত হয়েছে ফেলে দেওয়া স্যানিটারি ন্যাপকিন থেকে সংগৃহীত পলিপ্রোপিলিন ফাইবার ও স্টিল মাইক্রোফাইবার, যা কংক্রিটের শক্তি ও নমনীয়তা বাড়ায়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া দলের সদস্য ফারহানা ইসলাম প্রমা, মো.

নাদির উজ জামান নাঈফ এবং আবু ইয়াহিয়া—তিনজনই শাবিপ্রবির সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

এর আগে, ‘ইকো জেনেসিস’ দলটি জাতীয় পর্যায়ে এসিআই চুয়েট আয়োজিত ন্যাশনাল কংক্রিট সল্যুশন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং সাস্ট ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়। ধারাবাহিক এই সাফল্যের ভিত্তিতেই তারা এবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে।

দক্ষিণ এশিয়া থেকে একমাত্র দল হিসেবে ‘ইকো জেনেসিস’ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

ঢাকা/ইকবাল/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ ব প রব

এছাড়াও পড়ুন:

আরও একবার নাকভিকে ট্রফি ফেরত দিতে বলল ভারত, দিল সতর্কবার্তাও

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চলমান টানাপোড়েন নতুন মোড় নিয়েছে। এশিয়া কাপ ট্রফি ইস্যুতে বিসিসিআই নতুন করে নাকভিকে সতর্কবার্তা দিয়েছে।

অবশ্য এটিকে সতর্কবার্তা না বলে প্রচ্ছন্ন হুমকিও বলা যায়। কারণ, নাকভিকে ই–মেইলে পাঠানো সর্বশেষ চিঠিতে বিসিসিআই লিখেছে, ভারতীয় দলকে ট্রফি না দিলে তাঁকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও এনডিটিভি এবং বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দুবাইয়ে গত ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপ ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। কিন্তু নরেন্দ্র মোদির সরকারের নির্দেশনা অনুযায়ী, সূর্যকুমার যাদবের দল নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। কারণ, নাকভি শুধু এসিসির সভাপতিই নন; পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান।

ভারত মনে করে, এপ্রিলে পেহেলগামে যে হামলাকে কেন্দ্র করে মে মাসে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়েছিল, তাতে মদদ ছিল নাকভির। এ কারণে তাঁর কাছ থেকে ট্রফি নেননি সূর্যকুমার–বুমরা–কুলদীপ–অভিষেকরা।

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি ছাড়াই উদ্‌যাপন করেছে ভারত

সম্পর্কিত নিবন্ধ