শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিন শিক্ষার্থীর দল ‘ইকো জেনেসিস’ আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট (এসিআই) এগ প্রোটেকশন ডিভাইস কম্পিটিশন ২০২৫-এ অংশ নিতে যাচ্ছেন।

আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। তবে যাত্রার আগে আর্থিক সংকটে পড়ে দলটি। বিষয়টি জানার পর সহায়তার হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখা।

আরো পড়ুন:

বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে এগিয়ে নিতে সিকৃবি উপাচার্যের অঙ্গীকার

সিলেটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ে দলটির হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন সংগঠনটির শাখা সভাপতি তারেক মনোয়ার ও সাধারণ সম্পাদক মাসুদ রানা তুহিন।

তারেক মনোয়ার বলেন, “আমরা সবসময় ইতিবাচক ও গঠনমূলক কাজে শিক্ষার্থীদের পাশে থাকি। শাবিপ্রবির শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে—এটা আমাদের জন্য গর্বের বিষয়। সরকারের উচিত বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণায় পর্যাপ্ত ফান্ডের ব্যবস্থা করা, যাতে শিক্ষার্থীরা নিরুৎসাহিত না হয়।”

ইকো জেনেসিস দলের গবেষণা প্রকল্পের লক্ষ্য ‘আল্ট্রা হাই পারফর্মেন্স কনক্রিট’ বা অতি শক্তিশালী কংক্রিট তৈরি করা। এতে ব্যবহৃত হয়েছে ফেলে দেওয়া স্যানিটারি ন্যাপকিন থেকে সংগৃহীত পলিপ্রোপিলিন ফাইবার ও স্টিল মাইক্রোফাইবার, যা কংক্রিটের শক্তি ও নমনীয়তা বাড়ায়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া দলের সদস্য ফারহানা ইসলাম প্রমা, মো.

নাদির উজ জামান নাঈফ এবং আবু ইয়াহিয়া—তিনজনই শাবিপ্রবির সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

এর আগে, ‘ইকো জেনেসিস’ দলটি জাতীয় পর্যায়ে এসিআই চুয়েট আয়োজিত ন্যাশনাল কংক্রিট সল্যুশন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং সাস্ট ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়। ধারাবাহিক এই সাফল্যের ভিত্তিতেই তারা এবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে।

দক্ষিণ এশিয়া থেকে একমাত্র দল হিসেবে ‘ইকো জেনেসিস’ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

ঢাকা/ইকবাল/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ ব প রব

এছাড়াও পড়ুন:

১৫০০ কোটি আয়! রাশমিকাদের বাজিমাত

ভারতে আগে হরর-কমেডি নিয়ে সেভাবে কাজ হয়নি। দক্ষিণ ভারতীয় সিনেমায় কিছু কাজ হলেও হিন্দি সিনেমায় এই ঘরানা ছিল প্রায় অনুপস্থিত। তবে প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মসের হাত ধরে আসে হরর-কমেডি ইউনিভার্স। ‘স্ত্রী’, ‘স্ত্রী ২’ সিনেমার সাফল্যের পথ ধরে এবার দেওয়ালিতে মুক্তি পেয়েছে এই ইউনিভার্সের নতুন সিনেমা ‘থামা’। সব মিলিয়ে এই ফ্র্যাঞ্চাইজির আয় ১ হাজার ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে। গতকাল রোববার প্রযোজনা সংস্থা ইনস্টাগ্রামে এ তথ্য জানায়।

আয়ের দিক থেকে ম্যাডক হরর-কমেডি ইউনিভার্স পেছনে ফেলেছে রোহিত শেঠির ‘কপ ইউনিভার্স’ ও ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজি। আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত ভ্যাম্পায়ার কমেডি ‘থামা’র সাফল্যের পর ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্স এখন ১ হাজার ৫০০ কোটি রুপির মাইলফলক ছুঁয়ে ফেলেছে। ‘স্ত্রী’ দিয়ে শুরু হওয়া এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির আরও তিনটি হিট ছবি—‘মুনজ্যা’, ‘ভেড়িয়া’ ও ‘স্ত্রী ২’।

‘স্ত্রী ২’–এর দৃশ্য। এক্স থেকে

সম্পর্কিত নিবন্ধ