যুক্তরাষ্ট্রে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অর্থ সহায়তা দিল শিবির
Published: 21st, October 2025 GMT
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিন শিক্ষার্থীর দল ‘ইকো জেনেসিস’ আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট (এসিআই) এগ প্রোটেকশন ডিভাইস কম্পিটিশন ২০২৫-এ অংশ নিতে যাচ্ছেন।
আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। তবে যাত্রার আগে আর্থিক সংকটে পড়ে দলটি। বিষয়টি জানার পর সহায়তার হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখা।
আরো পড়ুন:
বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে এগিয়ে নিতে সিকৃবি উপাচার্যের অঙ্গীকার
সিলেটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ে দলটির হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন সংগঠনটির শাখা সভাপতি তারেক মনোয়ার ও সাধারণ সম্পাদক মাসুদ রানা তুহিন।
তারেক মনোয়ার বলেন, “আমরা সবসময় ইতিবাচক ও গঠনমূলক কাজে শিক্ষার্থীদের পাশে থাকি। শাবিপ্রবির শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে—এটা আমাদের জন্য গর্বের বিষয়। সরকারের উচিত বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণায় পর্যাপ্ত ফান্ডের ব্যবস্থা করা, যাতে শিক্ষার্থীরা নিরুৎসাহিত না হয়।”
ইকো জেনেসিস দলের গবেষণা প্রকল্পের লক্ষ্য ‘আল্ট্রা হাই পারফর্মেন্স কনক্রিট’ বা অতি শক্তিশালী কংক্রিট তৈরি করা। এতে ব্যবহৃত হয়েছে ফেলে দেওয়া স্যানিটারি ন্যাপকিন থেকে সংগৃহীত পলিপ্রোপিলিন ফাইবার ও স্টিল মাইক্রোফাইবার, যা কংক্রিটের শক্তি ও নমনীয়তা বাড়ায়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া দলের সদস্য ফারহানা ইসলাম প্রমা, মো.
এর আগে, ‘ইকো জেনেসিস’ দলটি জাতীয় পর্যায়ে এসিআই চুয়েট আয়োজিত ন্যাশনাল কংক্রিট সল্যুশন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং সাস্ট ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়। ধারাবাহিক এই সাফল্যের ভিত্তিতেই তারা এবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে।
দক্ষিণ এশিয়া থেকে একমাত্র দল হিসেবে ‘ইকো জেনেসিস’ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
ঢাকা/ইকবাল/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
প্রাইম সাসপেক্টকে খুঁজছি, হোপফুলি হিট করতে পারব: ডিএমপি কমিশনার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
ডিএমপি কমিশনার বলেছেন, 'আমরা প্রাইম সাসপেক্টকে খুঁজতেছি। হোপফুলি আমরা হিট করতে পারব। আমরা জনগণের সহযোগিতা চাইছি।'
আজ শনিবার রাজধানীর রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন।
আরও পড়ুনহাদির ওপর হামলার চরিত্র ভিন্ন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ৫ ঘণ্টা আগেএখনো ২৪ ঘণ্টা পার হয়নি, শিগগিরই হত্যাচেষ্টায় জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছেন ডিএমপি কমিশনার।
ওসমান শরিফ বিন হাদির ওপর হামলার ঘটনায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এ বিষয়ে জানতে চাইলে কমিশনার বলেন, 'তাঁদের নিরাপত্তার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি।'
নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠনের আহ্বায়ক ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে।
আরও পড়ুনআশঙ্কামুক্ত নন ওসমান হাদি, ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে: ইনকিলাব মঞ্চ ১ ঘণ্টা আগেইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, ওসমান হাদি এখনো আশঙ্কামুক্ত নন। ৪৮ ঘণ্টা পার হওয়ার আগে তাঁর শারীরিক অবস্থা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না।
আরও পড়ুনওসমান হাদিকে গুলি: একজনকে শনাক্ত করেছে পুলিশ, তথ্য দিতে অনুরোধ ২৩ মিনিট আগেজাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীতে দিনের বেলায় সম্ভাব্য একজন প্রার্থীকে গুলির ঘটনায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উৎকণ্ঠা তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলো বলছে, নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
আরও পড়ুনবছরজুড়ে আলোচনায় ওসমান হাদি১৬ ঘণ্টা আগে