জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত পুলিশ: ডিএমপি কমিশনার
Published: 23rd, October 2025 GMT
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন,“জাতীয় নির্বাচনকে ঘিরে যেকোনো অপশক্তি মোকাবিলা করতে সক্ষম আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীতে ট্রাফিক সচেতনতাবিষক এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আরো পড়ুন:
নোয়াখালীতে শিবির-যুবদল সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা
নেত্রকোণায় মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২
ডিএমপি কমিশনার বলেন, “আসন্ন নির্বাচনে পুলিশ পক্ষপাতদুষ্ট আচরণ করলে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে।”
তিনি বলেন, “গুপ্তভাবে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন ছোট ছোট মিছিল করার চেষ্টা করছে। তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ সোচ্চার আছে।”
এস এম সাজ্জাত আলী বলেন, পুলিশের একার পক্ষে দেশের ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করা সম্ভব নয়। সড়ক ব্যবস্থাপনা ও ফুটপাত ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সদিচ্ছা থাকলে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন সম্ভব হবে। সেক্ষেত্রে সবার সহযোগিতা দরকার।”
ঢাকা/এমআর/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
প্রধান উপদেষ্টাকে বলেছি, এখনো গণভোটের সময় আছে
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, “আমরা গণভোটের বিষয়ে কথা বলছি। গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হবে–এমনটা চায় বিএনপি। কিন্তু আমরা চাই নির্বাচনের আগে গণভোট। কারণ এর ওপর নির্ভর করবে আগামী নির্বাচন। যেমন আপার হাউসের বিষয়টি।”
বুধবার (২২ অক্টোবর) বৈঠকের পর এ ব্যাপারে বিস্তারিত জানান এই নেতা। এ সময় তিনি বলেন, “বাংলাদেশে খুব অল্প সময়ে দুটি গণভোটের নজির রয়েছে। আমরা মনে করি এখনো যথেষ্ট সময় আছে গণভোটের।”
আরো পড়ুন:
জুলাই সনদ শুধু কাগজে নয়, বাস্তবায়নের নিশ্চয়তা থাকতে হবে
ভ্রান্ত তথ্য নির্বাচনের আগে বড় চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা
তাহের বলেন, “বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব নিয়েও কথা হয়েছে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা জোরদার করা দরকার। তা না হলে নির্বাচন সুষ্ঠু হবে না।”
তিনি বলেন, “আমরা সরকারের উপদেষ্টাদের বিষয়ে বলেছি, এই সরকারের কিছু উপদেষ্টা বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করে–এই বিষয়ে কথা বলেছি। নির্বাচনের আগে যেসব জায়গায় রদবদল করা দরকার সেখানে বদলের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এবং লটারির মাধ্যমে প্রশাসনের রদবদল করা হবে।”
মোহাম্মদ তাহের বলেন, “আমরা সংস্কারের কতিপয় বিষয়ে একমত হয়েছি এবং দলিলেও স্বাক্ষর করেছি। বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে আমরা ৮০টির বেশি বিষয়ে একমত হয়েছি। এবং এখন প্রয়োজন তার আইনি ভিত্তি দেওয়া এবং তা বাস্তবায়ন করা এবং এর ভিত্তিতে আগামী নির্বাচন পরিচালনা করা। আমরা বাস্তবায়নের জন্য অনুরোধ জানিয়েছি, না হলে এতদিনের পরিশ্রম বৃথা। একটি আদেশের মাধ্যমে তা বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা।”
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ