সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান
Published: 23rd, October 2025 GMT
সৌদি আরব শেখ সালেহ বিন ফাওজান বিন আবদুল্লাহ আল-ফাওজানকে নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ দিয়েছে। বুধবার রাতে দেশটির সরকারি বার্তা সংস্থা এসপিএ এই তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থাটি জানিয়েছে, গত সেপ্টেম্বরে মারা যান গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আল শেখ। পদ শূন্য হওয়ায় রাজকীয় ডিক্রির মাধ্যমে ৯০ বছর বয়সী শেখ সালেহ বিন ফাওজানকে নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বাল্যবিবাহ এবং সংখ্যালঘু শিয়া মুসলিমদের নিয়ে মন্তব্যের কারণে পশ্চিমাদের কাছে বিতর্কিত ব্যক্তি হচ্ছেন শেখ সালেহ বিন ফাওজান।
২০১১ সালে সৌদি বিচার মন্ত্রণালয় বয়ঃসন্ধিকালীন মেয়েদের বিয়ে দেওয়ার প্রথা বাতিল করার পদক্ষেপ নেওয়ার পরে ফাওজান প্রকাশ্যে বিয়ের জন্য ন্যূনতম বয়স নির্ধারণের বিরোধিতা করেছিলেন।
২০১৭ সালে হিউম্যান রাইটস ওয়াচ জানায়, একটি রেকর্ড করা প্রশ্নোত্তর পর্বে শেখ সালেহ বিন ফাওজান শিয়া মুসলিমদের ‘শয়তানের ভাই’ বলে সম্বোধন করেছিলেন।
২০১৬ সালের মে মাসে বিড়ালের সঙ্গে ছবি তোলার ব্যাপারে প্রশ্ন করা হলে শেখ সালেহ বলেছিলেন, “কি? আপনি বিড়ালের সাথে ছবি তোলা বলতে কি বোঝাচ্ছেন? অকারণে ছবি তোলাই নিষিদ্ধ, বিড়াল এখানে বিষয় না।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু
কুড়িগ্রামের রৌমারীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালের দিকে উপজেলার জাদুরচর ইউনিয়নের কর্তিমারী এলাকায় মারা যায় তারা। দুই শিশু সম্পর্কে মামা-ভাগ্নে।
মারা যাওয়া শাহবাব মণ্ডল কর্তিমারী এলাকার শাহজাহানের ছেলে। তোহা মণ্ডল দিগলাপাড়া এলাকার আবু তালেবের ছেলে।
আরো পড়ুন:
মানিকগঞ্জে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
‘আমরা দেশে গুম ও মিথ্যা মামলার সংস্কৃতি বন্ধ করেছি’
স্থানীয়রা জানান, সকালে দুই শিশু বাড়ির সামনে খেলাধুলা করছিল। অসাবধানতাবশত তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহনেয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে।
ঢাকা/বাদশাহ/মাসুদ