সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান
Published: 23rd, October 2025 GMT
সৌদি আরব শেখ সালেহ বিন ফাওজান বিন আবদুল্লাহ আল-ফাওজানকে নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ দিয়েছে। বুধবার রাতে দেশটির সরকারি বার্তা সংস্থা এসপিএ এই তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থাটি জানিয়েছে, গত সেপ্টেম্বরে মারা যান গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আল শেখ। পদ শূন্য হওয়ায় রাজকীয় ডিক্রির মাধ্যমে ৯০ বছর বয়সী শেখ সালেহ বিন ফাওজানকে নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বাল্যবিবাহ এবং সংখ্যালঘু শিয়া মুসলিমদের নিয়ে মন্তব্যের কারণে পশ্চিমাদের কাছে বিতর্কিত ব্যক্তি হচ্ছেন শেখ সালেহ বিন ফাওজান।
২০১১ সালে সৌদি বিচার মন্ত্রণালয় বয়ঃসন্ধিকালীন মেয়েদের বিয়ে দেওয়ার প্রথা বাতিল করার পদক্ষেপ নেওয়ার পরে ফাওজান প্রকাশ্যে বিয়ের জন্য ন্যূনতম বয়স নির্ধারণের বিরোধিতা করেছিলেন।
২০১৭ সালে হিউম্যান রাইটস ওয়াচ জানায়, একটি রেকর্ড করা প্রশ্নোত্তর পর্বে শেখ সালেহ বিন ফাওজান শিয়া মুসলিমদের ‘শয়তানের ভাই’ বলে সম্বোধন করেছিলেন।
২০১৬ সালের মে মাসে বিড়ালের সঙ্গে ছবি তোলার ব্যাপারে প্রশ্ন করা হলে শেখ সালেহ বলেছিলেন, “কি? আপনি বিড়ালের সাথে ছবি তোলা বলতে কি বোঝাচ্ছেন? অকারণে ছবি তোলাই নিষিদ্ধ, বিড়াল এখানে বিষয় না।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাংবাদিক হেনস্তা: একজনকে শাস্তি দিল বিএনপি
বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিবেদক জাহিদুল ইসলামসহ কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, সংঘর্ষ ও হেনস্তার ঘটনায় জড়িত থাকার দায়ে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের আইটি সেকশনের সদস্য বিল্লাল হোসেন ফয়সলের এক মাসের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে বিল্লালের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরো পড়ুন:
ডিভি লটারিতে বাংলাদেশের নাম না থাকা নিয়ে বিভ্রান্তির অপচেষ্টা
ডিজিটাল সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল পিআইবি
শুক্রবার (২৪ অক্টোবর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ১৯ অক্টোবর বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আমার দেশ পত্রিকার প্রতিবেদক জাহিদুল ইসলামসহ কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, সংঘর্ষ ও হেনস্তার ঘটনা ঘটে। ঘটনাটির তদন্তের জন্য বিএনপির পক্ষ থেকে দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের আইটি সেকশনের সদস্য বিল্লাল হোসেন এক মাসের জন্য তার সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। উক্ত সময়ের মধ্যে তিনি বিএনপির কোনো কার্যালয়ে কর্মরত থাকবেন না বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
ঢাকা/নঈমুদ্দীন/এসবি