৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে আজ মঙ্গলবার বিকেলে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ৯ জন আহত হয়েছেন বলে আন্দোলকারীরা দাবি করেন। একই দাবিতে তাঁরা আগামীকাল বুধবার অবরোধ কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন।

আন্দোলনকারী প্রার্থী রাজিকুল ইসলাম রাত সাড়ে ৯টার দিকে প্রথম আলোকে বলেন, ‘আমরা আজকের কর্মসূচি শেষ করে দিয়েছি। আগামীকাল আবারও অবরোধ কর্মসূচি পালন করব। একই সঙ্গে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা বর্জন করার ঘোষণা দেব। পিএসসির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছি। তিনি আমাদের সঙ্গে স্বৈরাচারী আচরণ করছেন। পুলিশের লাঠিপেটায় ৯ জন আহত হয়েছে।’

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি বলে মনে করছেন কিছু পরীক্ষার্থী। তাই তাঁরা পরীক্ষা পিছিয়ে ‘যৌক্তিক সময়ে’ নেওয়ার দাবিতে প্রায় এক মাস ধরে আন্দোলন করছেন। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে বিক্ষোভ-অবস্থানের পর তাঁদের কর্মসূচি ছড়িয়ে পড়েছে দেশের কয়েকটি স্থানে। ২২ ও ২৩ নভেম্বর রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। এতে টানা কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরই ধারাবাহিকতায় আজ ঢাকায় কর্মসূচি পালিত হয়।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে। ২৫ নভেম্বর.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ অবর ধ

এছাড়াও পড়ুন:

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার রুটিন ও আসনবিন্যাস প্রকাশ

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর শুরু হবে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) গতকাল সোমবার (২৪ নভেম্বর ২০২৫) লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

আগামী ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলমান এই পরীক্ষায় প্রার্থীরা নির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা ও নিয়ম মেনে পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষার হলে মোবাইল ফোন, ঘড়ি, স্মার্টওয়াচ, ইলেকট্রনিক ডিভাইসসহ অন্যান্য নিষিদ্ধ সামগ্রী ব্যবহার নিষিদ্ধ। একইসঙ্গে, কোনো প্রার্থী যদি পরীক্ষার সময় নিয়ম ভাঙেন বা অসদুপায় অবলম্বন করেন, তবে তার প্রার্থিতা বাতিল করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পিএসসি জানিয়েছে।

আবশ্যিক বিষয়ের পরীক্ষার সময়সূচি—

২৭ নভেম্বর: বাংলা (০০১)

৩০ নভেম্বর: বাংলা (০০২)

১ ডিসেম্বর: ইংরেজি (০০৩)

৩ ডিসেম্বর: বাংলাদেশ বিষয়াবলি (০০৫)

৪ ডিসেম্বর: আন্তর্জাতিক বিষয়াবলি (০০৭)

৭ ডিসেম্বর: গাণিতিক যুক্তি (০০৮) ও মানসিক দক্ষতা (০০৯)

৮ ডিসেম্বর: সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (০১০) 

১০ ডিসেম্বর থেকে শুরু হবে পদ–সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা।

আরও পড়ুনজুডিশিয়াল সার্ভিস কমিশনে বিশাল নিয়োগ, পদ ১১৫২২৩ নভেম্বর ২০২৫

উল্লেখ্য, চলতি বছরের ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ চাকরিপ্রার্থী। এতে মোট উত্তীর্ণ হন ১০ হাজার ৬৪৪ জন। গত ২৮ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

৪৭তম বিসিএসের রুটিন প্রকাশ.pdfডাউনলোডআরও পড়ুনবিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রি অনলাইন কোর্স: ২০টির বেশি ভাষা শেখার সুযোগ২৪ নভেম্বর ২০২৫

এদিকে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পিছিয়ে ‘যৌক্তিক সময়ে’ নেওয়ার দাবিতে প্রায় এক মাস ধরে আন্দোলন করছেন কিছু চাকরিপ্রার্থী। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে বিক্ষোভ-অবস্থানের পর তাঁদের কর্মসূচি ছড়িয়ে পড়েছে দেশের কয়েকটি স্থানে। পরীক্ষা পেছানো না হলে অনশনের হুঁশিয়ারিও দেন প্রার্থীরা। এরপর পিএসসির পক্ষ থেকে গতকাল রোববার (২৩ নভেম্বর ২০২৫) বলা হয়েছে, লিখিত পরীক্ষা শুরুর তারিখটি পূর্বঘোষিত। অনেক আগেই এ বিসিএসের রোডম্যাপ (রূপরেখা) প্রকাশ করা হয়েছিল। পরীক্ষা গ্রহণের প্রস্তুতিও শেষ। এখন তা পেছানো সম্ভব নয়। এরই মধ্য আজ সোমবার রুটিন প্রকাশ করা হলো।

সম্পর্কিত নিবন্ধ

  • ৪৭তম বিসিএস: আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিপেটা, জলকামান
  • ৪৭তম বিসিএস: লিখিত পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা পিএসসির
  • জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের আবারও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
  • ৪৭তম বিসিএস: লিখিত পরীক্ষার দুই দিন পরে, পেছানোর দাবিতে আন্দোলন অব্যাহত
  • ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার রুটিন ও আসনবিন্যাস প্রকাশ
  • বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
  • শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, যানচলাচল স্বাভাবিক 
  • বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগে অবরোধ 
  • বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ময়মনসিংহে ফের রেল অবরোধ, যাত্রীদের দুর্ভোগ