জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিম নিবন্ধনে নতুন সীমা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী নির্বাচনের আগেই একজন ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে সর্বোচ্চ সাতটি সিম নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (২৬ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম সভা শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অনেক ক্ষেত্রে একজনের নামে রেজিস্ট্রেশন করা সিম অন্য কেউ ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটায়। এতে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এই সমস্যা রোধে সিম ব্যবহারে সীমা আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “আমরা চাই, একজন ব্যক্তি যেন সর্বোচ্চ সাতটি সিমকার্ড নিজের নামে রাখতে পারেন। নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা চলছে।”

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর নিয়ম অনুযায়ী  একজন ব্যক্তির নামে সর্বোচ্চ ১০টি মোবাইল সিম নিবন্ধন করা যেত। পূর্বে এই সীমা ১৫টি ছিল, যা ২০১৭ সালে নির্ধারণ করা হয়েছিল।

ঢাকা/এএএম/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ইন্দোরে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারের শ্লীলতাহানি, গ্রেপ্তার একজন

ভারতে নারী বিশ্বকাপ খেলতে যাওয়া অস্ট্রেলিয়া দলের দুই নারী ক্রিকেটার ইন্দোরে শ্লীলতাহানির শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে, এক মোটরসাইকেল আরোহী তাঁদের ‘অযাচিতভাবে স্পর্শ করেছেন’।

গত বুধবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারায় অস্ট্রেলিয়া। পরদিন সকালে ক্যাফেতে যাওয়ার পথে দলের দুই ক্রিকেটার এই অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হন। আজ একই ভেন্যুতে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আগেই সেমিফাইনালে ওঠা অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা হয়, ‘সিএ নিশ্চিত করছে, অস্ট্রেলিয়া নারী দলের দুজন সদস্য ইন্দোরে একটি ক্যাফেতে হেঁটে যাওয়ার সময় একজন মোটরসাইকেল আরোহী তাঁদের অনুপযুক্তভাবে স্পর্শ করেন। দলের নিরাপত্তা কর্মকর্তারা বিষয়টি পুলিশকে জানিয়েছেন, তাঁরা বিষয়টি সামলাচ্ছেন।’

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অস্ট্রেলিয়া দল ইন্দোরের র‌্যাডিসন ব্লু হোটেলে অবস্থান করছে। ঘটনার পরপরই দুই ক্রিকেটার দলের নিরাপত্তাকর্মীদের কাছে ‘এসওএস’ বার্তা পাঠান। বার্তা পেয়েই কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্স বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্দোরের এমআইজি থানায় অভিযোগ দাখিল করেন। পুলিশ অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আকিল খান।

‘দৈনিক ভাস্কর’-এর খবরে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি দুই ক্রিকেটারকে অনুসরণ করেন। হাত দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গিও করেন। এমনকি একজনকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়। একই প্রতিবেদনে আরও জানানো হয়, ইন্দোরের রিং রোডে সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এক পথচারী অভিযুক্তের মোটরসাইকেলের নম্বর টুকে রাখেন বলেও জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

আরও পড়ুনরোহিত, রাহুল, গিল—অধিনায়ক বদলাচ্ছে, বদলাচ্ছে না ভারতের টস–ভাগ্য৯ মিনিট আগে

ইন্দোর ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত ডিসিপি রাজেশ দান্দোতিয়া টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আমরা অস্ট্রেলিয়ার নিরাপত্তা দলের কাছ থেকে অভিযোগ পেয়েছি যে দুজন খেলোয়াড় অনুপযুক্ত আচরণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।’

মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমপিসিএ) জানিয়েছে, ঘটনাটি দুর্ভাগ্যজনক। খেলোয়াড়েরা কীভাবে নিরাপত্তাব্যূহের বাইরে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

নারী বিশ্বকাপে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া। সমান ম্যাচে ১০ পয়েন্ট দক্ষিণ আফ্রিকার। তবে শীর্ষস্থান নিশ্চিত করতে আজ জিততেই হবে অস্ট্রেলিয়াকে। শীর্ষে থাকলে ৩০ অক্টোবর সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে তারা।

আরও পড়ুনবিগ ব্যাশে খেলবেন বাবররা, বিপিএলেও কি দেখা মিলবে৪ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • মেট্রোরেল দুর্ঘটনা: তদন্ত কমিটি গঠন, ক্ষতিপূরণ পাবে নিহত ব্যক্তির পরিবার
  • মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে চায়ের দোকানের সামনে
  • মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন নিহত
  • বিয়ারিং প্যাড খুলে পড়ে ফার্মগেটে নিহত ১, মেট্রোরেল চলাচল বন্ধ
  • বিশ্বযুদ্ধে ‘মৃত্যু’র ১৫ বছর পর টেস্ট অভিষেক আর ক্যাপ–নাটকের একজন হ্যারি লি
  • বিদেশে উচ্চশিক্ষার খুঁটিনাটি জানলেন আগ্রহী শিক্ষার্থী-অভিভাবকেরা
  • আবারো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কমলা হ্যারিস
  • গ্রেপ্তার বাবাকে ধরে কাঁদতে থাকা শিশুটিকে কে চড় মারল, খতিয়ে দেখছে পুলিশ
  • ইন্দোরে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারের শ্লীলতাহানি, গ্রেপ্তার একজন