ফতুল্লায় নকল খাদ্য উৎপাদন কারখানায় যৌথ অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও র‌্যাব।

এসময় কারখানার মাকিককে এক লক্ষ টাকা জরিমানা ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। রোববার (২৬ অক্টোবর) বিকেলে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় অভিযানে দেখা যায়, কারখানাটি জীবন বিপন্নকারী রং এবং কেমিক্যাল মিশিয়ে বিদেশি লেভেল লাগিয়ে বিদেশি সস তৈরি করছে। এসকল সস কালীবাজার ও দিগুবাজারে সরবরাহ করা হত যা স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

নারায়ণগঞ্জ জেলার সহকারী কমিশনার মো.

তারিকুল ইসলাম জানান, অভিযানে নকল সস উৎপাদন ও বাজারজাতকরণ করায় কারখানার মালিক মো: ওয়াহিদকে (৪৩) নিরাপদ খাদ্য আইনে এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় বিআরটিসি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ফতুল্লায় বিআরটিসি দোতালা বাস (ডাবল ডেকার) এর ধাক্কায় শাহজাদা আল ইমরান (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার ভুইগড়স্থ এসবি গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। নিহত শাহজালাল আল ইমরান ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হোসাইনীনগর এলাকার প্রয়াত সামছুল ইসলামের ছেলে।

ইমরান ঢাকা ওয়াসার ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তার বড় ছেলে আব্দুল্লাহ আল জোবায়ের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের সহকারী প্রকৌশলী।

ফতুল্লার হোসাইননগর এলাকার মৃত সামছুল ইসলামের ছেলে। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল জোবায়ের বাবা।

পুলিশ সূত্রে জানা যায়, আল ইমরান মোটরসাইকেলযোগে সাইনবোর্ড থেকে বাসায় যাওয়ার পথে এসবি গার্মেন্টের সামনে পৌঁছালে পেছন থেকে বিআরটিসির একটি বাস ধাক্কা দেয়। তখন মোটরসাইকেল থেকে তিনি সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি। তাৎক্ষনিকভাবে বাসের চালক দ্রুত পালিয়ে যান।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম বলেন, আমরা নিহতের সুরতহাল সম্পন্ন করে মরদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা সম্পন্ন হয় নি।
 

সম্পর্কিত নিবন্ধ

  • শিল্পপতি বাবুলের উদ্যোগে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ফুল ও ফলজ বৃক্ষ রোপন
  • পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে আ’লীগ নেতা আবু খায়ের গ্রেপ্তার
  • তারেক রহমানের নির্দেশে ডেঙ্গু কিট প্রদানের কার্যক্রম চলমান থাকবে : মামুন মাহমুদ
  • ফতুল্লায় বিআরটিসি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • জনগণের সেবা নিশ্চিত করতেই মাঠ প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বয় করছি : ডিসি
  • ফ্যাসিষ্ট হাসিনার দোসররা বিভিন্ন দপ্তরে ঘাপটি মেরে বসে আছে  
  • নওগাঁয় গরুবাহী ভটভটি উল্টে ২ ব্যবসায়ী নিহত
  • এনসিপির জেলা প্রধান সমন্বয়কারীর পদত্যাগের দাবি
  • লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান