খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- দীঘিনালা কবাখালি এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক ও অনিল চাকমা।
আরো পড়ুন:
তিস্তা রক্ষায় আলো জ্বেলে বাড়ি ফেরা হলো না কলেজ শিক্ষক সাবুর
টাঙ্গাইলে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
স্থানীয়রা জানান, চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস আলুটিলার সাপমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। দুইজন মারা গেছেন।
মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী জানান, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। তাদের মধ্যে কয়েকজনকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিদের খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি পাঠানো হয়েছে। দুর্ঘটনায় দুইজন মারা গেছেন।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন- মো.
খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের লাইন নিয়ন্ত্রক মো. সাহিদুল ইসলাম জানান, শান্তি পরিবহনের বাসটি বাঘাইহাট থেকে চট্টগ্রাম যাচ্ছিল। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। আহত হয়েছেন ১৩ থেকে ১৪ জন। প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক দিপা ত্রিপুরা বলেন, “এখন পর্যন্ত ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের সবার চিকিৎসা চলছে। অধিকাংশের শরীরে কাটাছেঁড়া থাকলেও কেউ আশঙ্কাজনক নয়।”
ঢাকা/রূপায়ন/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত আহত হয় ছ ন
এছাড়াও পড়ুন:
কিয়েভের আবাসিক এলাকায় রাশিয়ার ড্রোন হামলা
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) ভোরে এই হামলা হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। খবর বিবিসির।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, রাশিয়ার ড্রোন রাজধানীর বেশ কয়েকটি এলাকার আবাসিক ভবনে আঘাত হেনেছে। শহরজুড়ে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
আরো পড়ুন:
ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তিতে পৌঁছানোর নির্দিষ্ট সময়সীমা নেই: ট্রাম্প
ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির ‘খুব কাছাকাছি চলে এসেছি’: ট্রাম্প
তিনি জানান, হামলায় আহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক শিশু রয়েছে। চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, এই সপ্তাহের শুরুতে কিয়েভে একই ধরনের হামলায় সাতজন নিহত হয়। ইউক্রেনীয় আলোচকরা এই সপ্তাহান্তে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সংশোধিত মার্কিন শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার প্রস্তুতি নেওয়ার সময় সর্বশেষ বোমা হামলাটি ঘটেছে।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কো নিশ্চিত করেছেন যে, শনিবারের হামলা রাজধানীর উপকণ্ঠে একাধিক লক্ষ্যবস্তুতে’ আঘাত হেনেছে।
তিনি টেলিগ্রামে লিখেছেন, ‘শত্রুর ড্রোন শহরের উপর দিয়ে রয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিক্রিয়া দিচ্ছে।বর্তমানে কিয়েভে মোট একজন নিহত ও সাতজন আহত হয়েছে, যার মধ্যে একজন শিশুও রয়েছে।’
তাকাচেঙ্কো জানান, শহরের পশ্চিমে সভিয়াতোশিনস্কি জেলায় উদ্ধারকারীরা একজনের মরদেহ উদ্ধার করেছে।
কিয়েভের পূর্বে ব্রোভারি শহরে আহতদের মধ্যে দুই নারী রয়েছেন। আঞ্চলিক গভর্নর অভিযোগ করেছেন যে, আবাসিক এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
এই সপ্তাহের শুরুতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রাতভর মারাত্মক হামলা-পাল্টা হামলার ঘটনায় কিয়েভে একটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুন ধরে যায় ও সাতজন নিহত হয়, অন্যদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবারের হামলাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি খসড়া শান্তি পরিকল্পনা গ্রহণের জন্য উভয় পক্ষকে চাপ দেওয়ার মধ্যেই ঘটল। খসড়া পরিকল্পনাটি প্রাথমিকভাবে মস্কোর অনুকূলে ছিল। পরবর্তীতে জেনেভায় ইউক্রেনীয় ও মার্কিন আলোচকদের মধ্যে আলোচনার সময় এটি সংশোধন করা হয়েছে।
বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের অবসানের জন্য তার মূল দাবিতে দ্বিগুণ জোর দিয়ে বলেন, রাশিয়া কেবল তখনই আক্রমণ বন্ধ করবে যদি ইউক্রেনের সৈন্যরা মস্কোর দাবিকৃত অঞ্চল থেকে প্রত্যাহার করে নেয়।
পুতিন জানান, মার্কিন খসড়া শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য আগামী সপ্তাহের প্রথমার্ধে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সহ একটি মার্কিন প্রতিনিধিদল মস্কোতে আসবেন।
ঢাকা/ফিরোজ