হজ কার্যক্রমের জন্য ব্যাংকের সংশ্লিষ্ট শাখা কাল শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার এ–সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী জারি করা এই নির্দেশনায় বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের হজের নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ১৮ অক্টোবর শনিবার খোলা রাখতে হবে।

যতক্ষণ হজের নিবন্ধনের অর্থ জমা দেওয়ার জন্য গ্রাহক থাকবেন, ততক্ষণ অর্থ গ্রহণের প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

প্রার্থী মনোনয়নের জন্য সিপিবির বোর্ড গঠন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নের জন্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গঠন করেছে ১১ সদস্যের মনোনয়ন বোর্ড। 

সিপিবি কেন্দ্রীয় কমিটির অনলাইন সভায় এই বোর্ড গঠন করা হয় বলে রবিবার (৯ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মনোনয়ন বোর্ডের সদস্যরা হলেন— কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন, মুজাহিদুল ইসলাম সেলিম, রফিকুজ্জামান লায়েক, এস এ রশীদ, রাগীব আহসান মুন্না, জলি তালুকদার, মো. আমিনুল ফরিদ, মোহাম্মদ শাহ আলম, লক্ষ্মী চক্রবর্তী এবং দিবালোক সিংহ।

এর আগে, ২৫ অক্টোবর সিপিবির কেন্দ্রীয় কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে ৩০০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা হবে। নির্বাচনে সিপিবি নেতৃত্বাধীন জোট, বামপন্থী দল, গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠন ও ব্যক্তিরা একত্রিতভাবে অংশগ্রহণ করবেন।

সভায় আরো সিদ্ধান্ত হয়, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা ‘জনতার সনদ’ মেনে চলবেন। এছাড়া, সাংগঠনিক কাজ ত্বরান্বিত করা এবং রাজনৈতিক কার্যক্রম জোরদার করার মাধ্যমে নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ