সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইইনূস।

শুক্রবার (২১ নভেম্বর) এক বার্তায় তিনি এ নির্দেশ দেন।

আরো পড়ুন:

কুমিল্লা ইপিজেডে ভূমিকম্পের সময় অজ্ঞান-আহত ৮০ নারী শ্রমিক 

ভূমিকম্প: আতঙ্কের অভিজ্ঞতা জানালেন তারকারা

বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনায় সৃষ্ট জনমনের উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার অবগত। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে।”

গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে বার্তায় বলা হয়, “ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে তাৎক্ষণিকভাবে যেসব ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে, সেগুলোতে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুততার সঙ্গে রেসপন্স করছেন। কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে। প্রয়োজনে হটলাইনসহ সরকারি চ্যানেলে পরবর্তী দিকনির্দেশনা জানানো হবে। নাগরিকদের নিরাপত্তা বিধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

পৃথক এক শোকবার্তায় ভূমিকম্পে হতাহতের খবরে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, ভূমিকম্পে পুরান ঢাকার বংশালে ৫ তলা ভবনের রেলিং ধসে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও নারায়ণগঞ্জেও দেয়াল ধসে একজন নিহত হয়েছেন।

ভূমিকম্পটি আঘাত হানার পরপর তাৎক্ষণিকভাবে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে প্রাথমিক তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে এক ক্ষুদেবার্তায় এসব তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজেও ফায়ার সার্ভিসের দেওয়া এসব তথ্য শেয়ার করা হয়েছে। 

ক্ষুদে বার্তায় জানানো হয়, ভূমিকম্পের পর পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলিতে ৮ তলা ভবন ধসে পড়ার খবর পাওয়া যায়। পরে সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ভবনের কোনো ক্ষতি সাধন হয়নি। পলেস্তারার কিছু আলগা অংশ ও কিছু ইট খসে পড়েছিল। এ ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে ১০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ভ ম কম প ড ম হ ম মদ ইউন স ভ ম কম প র খবর সরক র

এছাড়াও পড়ুন:

টয়লেট বিরতি ও মাসাজ: যে নিয়মের কারণে ওপেন করতে পারেননি খাজা

টেস্ট ক্যারিয়ারে ১৫৩ ইনিংসে ব্যাট করেছেন উসমান খাজা। এর মধ্যে ৪ নম্বরে ব্যাট করেছেন দুবার, যার সর্বশেষটি আজ অ্যাশেজে প্রথম টেস্টে। এর আগে তিনি ৪ নম্বরে ব্যাট করেছেন ২০১৬ সালে, সেবার শ্রীলঙ্কার বিপক্ষে ‘নাইট ওয়াচম্যান’ হিসেবে তিনে খেলেন নাথান লায়ন।

তাতে সেই সিরিজে ৩ নম্বরে খেলা খাজা নামেন চারে। আজ কেন ৪ নম্বরে খেলতে হলো খাজাকে? ওপেন তো নয়ই, এমনকি ৩ নম্বরেও তাঁকে দেখা যায়নি।

খাজা আজ পার্থ টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ২৯তম ওভার শেষে মাঠ থেকে বের হন এবং ৩২তম ওভারে মাঠে ফিরে আসেন। তিনি মোট ১৯ মিনিট মাঠের বাইরে ছিলেন। এই সময়েই ইংল্যান্ড বাকি ৩ উইকেট হারিয়ে ১৭২ রানে অলআউট হয়।

উইকেটে এসে আর্চারদের তোপের মুখে পড়েন খাজা

সম্পর্কিত নিবন্ধ