ফতুল্লায় সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার
Published: 11th, December 2025 GMT
ফতুল্লায় নিজাম উদ্দিন (২৫)নামের এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ফতুল্লা মডেল থানার হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের তজুমুদ্দিনের পঞ্চম তলায় নিহতের শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রবাসীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহত নিজাম উদ্দিন দিনাজপুর জেলার খানসামা থানার আড়াজি গ্রামের মৃত মনসুর আলীর পুত্র। নিহতের স্ত্রী ৫ বছর বয়সী নাফিসা নামের নিজ কণ্যা সন্তান কে নিয়ে হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের তজুমুদ্দিনের ভাড়া বাড়ির ৫ম তলায় ভাড়াটিয়া বাসায় বসবাস করতো এবং একই ভবনের চতূর্থ তলায় তার শ্বশুর-শ্বাশুড়ী বসবাস করতো।
নিহতের স্ত্রী মনিরা বেগম (২১) জানায়, সোমবার দিবাগত রাত তিনটার দিকে সৌদি আরব থেকে হাজীগঞ্জ বাসায় আসে। তিনি নিট কনসার্ট নামের পোষাক তৈরি কারখানায় কাজ করে। বুধবার রাত ১১ দিকে অফিস ছুটি হলে স্বামী নিজাম উদ্দিনের সাথে বাসায় আসে। রাতের খাবার খেয়ে ১২ টার দিকে ঘুমিয়ে পরে। রাত দেড়টার দিকে শারিরিক মেলামেশার জন্য প্রস্তাব করে।
অসুস্থতা থাকায় তিনি অপরাগতা প্রকাশ করলেও তারা শারিরীক সম্পর্কে লিপ্ত হয় । এ সময় কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে নিজাম উদ্দিন ডিভোর্সের প্রসঙ্গে কথা বললে তিনি ডিভোর্সের বিষয়ে সম্মত্তি প্রদান করে। তারপর তারা শুয়ে পরে।
পর্বরর্তীতে রাত আড়াইটার দিকে গোঙানির শব্দ পেয়ে তার ঘুম ভেঙ্গে যায়। ঘুম ভেঙ্গে দেখতে পায় তার ওড়না দিয়ে গলায় পেচানে শয়ন কক্ষের জানালায় স্বামী নিজাম উদ্দিন ঝুলে আছে। এ সময় সে ডাক-চিৎকার করলে সকলে এগিয়ে এসে জানালার সাথে পেচানো ওড়না খুলে বিছানায় শোয়ায়।
পরবর্তীতে হাসপাতালে নিয়ে যেতে চাইলেও তার স্বামীর বড় ভাই মইনুদ্দিন ও খালাতো ভাই আশরাফুল হাসপাতালে নিতে দেয়নি। তাদের সংসারে নুসরাত জাহান নাফিসা নামের ৫ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
কারো সাথে পরকিয়া সম্পর্ক রয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, একজনের সাথে সম্পর্ক ছিলো তবে বর্তমানে নেই। এ বিষয়টিও তিনি তার স্বামীকে রাতে জানিয়েছেন।
নিহতের ভাই মইনুদ্দিন জানান, তার ভাই দুই বছর পর সৌদি আরব থেকে সোমবার বাংলাদেশে এসে হাজীগঞ্জস্থ স্ত্রীর সাথে ভাড়া বাসায় উঠে।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সংবাদ পেয় ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বিছানার উপর তার ভাইয়ের মৃতদহ। নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। পরে পুলিশে সংবাদ দিলে পুলিশ ভোর রাতের দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, নিহত নিজাম উদ্দিন সৌদি প্রবাসী। সে সোমবার বাংলাদেশে আসে। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে সংবাদ পেয়ে সে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে
ফতুল্লা মডেল থানার পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় মৃতের স্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ আরও জানায়, বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা— তা নিশ্চিত করতে পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তদন্তের অগ্রগতি জানাতে পরবর্তীতে আরও তথ্য দেওয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী কে থানায় নিয়ে আসা হয়েছে বলে তিনি জানান।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন জ ম উদ দ ন তদন ত র র জন য ন হত র প রব স
এছাড়াও পড়ুন:
সাকিবুল হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ
তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
বুধবার (১০ ডিসেম্বর) রাতে বাহাদুর শাহ পার্কের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি রায় সাহেব মোড় প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, “ছাত্রদলের খুনীরা আমার ভাইকে খুন করেছে। আমরা আশা করেছিলাম ৫ আগস্টের পর বাংলাদেশে আর খুনের রাজনীতি চলবে না। কিন্তু ছাত্রদলের সন্ত্রাসীরা আবার সেই খুন–চাঁদাবাজির রাজনীতি শুরু করেছে।”
একই বিভাগের শিক্ষার্থী ইয়ামিন সাদাত বলেন, “মাদকসেবনকে কেন্দ্র করে একজনকে খুন হতে হলো। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে এই হত্যার সুষ্ঠ বিচার দাবি করছি।”
২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিফাত বলেন, “ছাত্রদল আবার হত্যার রাজনীতি শুরু করেছে। তাদের মধ্যকার মাদক–সংক্রান্ত বিরোধের জেরে একজন শিক্ষার্থীকে প্রাণ দিতে হলো। আজ তেজগাঁও কলেজে হয়েছে, কাল অন্য ক্যাম্পাসে হবে—অথবা আমাদের ক্যাম্পাসেও হতে পারে। আমরা চাই না ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে আবার হত্যা–রাজনীতি ফিরে আসুক।”
উল্লেখ্য, এর আগে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত হন উচ্চমাধ্যমিক ২০২৪-২৫ সেশনের সাকিবুল হাসান রানা নামে এক শিক্ষার্থী। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঢাকা/লিমন/জান্নাত