চট্টগ্রাম বন্দরে বেসরকারি কন্টেইনার ডিপোর মালিকদের ডাকা ধর্মঘট কর্মসূচি স্থগিত করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দর কার্যালয়ে বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস এবং বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস অ্যাসোসিয়েশন প্রতিনিধিদের যৌথ বৈঠকের পর এক মাসের জন্য কর্মসূচি স্থগিত করার কথা জানানো হয়েছে।

আরো পড়ুন:

৯০০ মে.

টন পেঁয়াজ আমদানির অনুমতি, দাম কমছে

কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর, বেড়েছে রাজস্ব আয়

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

চট্টগ্রাম বন্দরের অফডক মাশুল বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সব কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছিলেন বেসরকারি ডিপো মালিকরা। তাদের দাবি, বর্তমান মাশুল দিয়ে পরিচালনা সম্ভব নয়। নতুন মাশুল অনুমোদিত না হওয়ায় তারা রপ্তানিপণ্য লোড বা খালি কন্টেইনার হ্যান্ডলিং বন্ধের সিদ্ধান্ত নেন।

এরই প্রেক্ষিতে গতকৃল বুধবার বন্দর কার্যালয়ে বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস এবং বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন প্রতিনিধিদের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বেসরকারি ডিপো মালিকরা আজ বৃহস্পতিবারের কর্মসূচি থেকে সরে আসেন।  তারা এক মাসের জন্য কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন। 

ডিপো মালিকরা বলেন, ২০১৬ সালের পর থেকে ট্যারিফ অপরিবর্তিত। এই সময়ে শ্রমিকদের মজুরি বেড়েছে। ব্যয় বেড়েছে। পুরোনো হার ধরে কাজ চালানো কঠিন হয়ে পড়েছে। এজন্যই তারা কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হয়েছিলেন।

ঢাকা/রেজাউল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব সরক র

এছাড়াও পড়ুন:

এনআরবিসি ব্যাংকে আইএফআরএস-৯ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকে ‘ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস’ (আইএফআরএস-৯) বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ব্যাংকের হিউম্যান রিসোর্স অ্যান্ড ট্রেনিং ডেভেলপমেন্ট সেন্টারে (এইচআরটিডিসি) অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান।

কর্মশালায় আন্তর্জাতিক নিরীক্ষক প্রতিষ্ঠান কেপিএমজি শ্রীলঙ্কার পার্টনার রদিথা আলহাকুন “আইএফআরএস ৯–ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস” বাস্তবায়নের ধাপসমূহ তুলে ধরেন। তিনি বিশেষভাবে সম্ভাব্য ঋণ ক্ষতি (ইসিএল) মডেলভিত্তিক ঋণ শ্রেণীকরণ এবং শ্রেণীকৃত ঋণের বিপরীতে প্রভিশন নির্ধারণ প্রক্রিয়া নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। 

বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ব্যাংকিং খাতে আইএফআরএস-৯ বাস্তবায়নে নির্দেশনা দিয়ে নীতিমালা জারি করেছে।

ড. মো. তৌহিদুল আলম খান বলেন, “এ নীতিমালার বাস্তবায়ন বাংলাদেশের ব্যাংকগুলোতে ঋণঝুঁকি মূল্যায়ন ও ব্যবস্থাপনায় কাঠামোগত পরিবর্তন আনবে। প্রচলিত নিয়ম-ভিত্তিক পদ্ধতি থেকে বৈশ্বিক মানসম্মত ‘ফরোয়ার্ড-লুকিং স্ট্যান্ডার্ড’-এ রূপান্তরের এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইসিএল মডেল বাস্তবায়নের ক্ষেত্রে এটিই প্রথম পূর্ণাঙ্গ উদ্যোগ।”

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিএমজি বাংলাদেশের সহযোগী পরিচালক নাজিব উল্লাহ। এছাড়া, এনআরবিসি ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের প্রধান কর্মকর্তারা এতে অংশ নেন।

ঢাকা/ইভা   

সম্পর্কিত নিবন্ধ