তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবিতে তার সহপাঠীরা ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ কারণে ওই এলাকার সড়কে প্রবল যানজট সৃষ্টি হয়েছে।

সহপাঠীর খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টা থেকে ফার্মগেট সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সড়ক অবরোধের কারণে আশেপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। 

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের শান্তিপূর্ণ অবস্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এরইমধ্যে হোস্টেল সুপার বাদি হয়ে একটি মামলা করেছেন।

নিহত সাকিবুল হাসান রানা তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ২০২৪–২৫ সেশনের শিক্ষার্থী ছিলেন। গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক নিয়ন্ত্রণ ও সেবন নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে রানা গুরুতর আহত হন। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা/এমআর/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক অবর ধ ও কল জ

এছাড়াও পড়ুন:

মগডালে অজগর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাছের মগডাল থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। এটি দীর্ঘদিন ধরে ওই এলাকার আশপাশের বাড়ি-ঘরে ঢুকে গৃহপালিত পশু-পাখি খেয়ে সাবার করেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। 

বুধবার (১০ সেম্বর) বিকেলে শ্রীমঙ্গলের সিন্দুরখান রোডের পাশে গাছের মগডাল কেটে অজরটিকে উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল। পরে অজগরটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

স্বপন দেব সজল জানিয়েছেন, বুধবার দুপুর দেড়টার দিকে সিন্দুরখান রোডের একটি গাছের মগডাল পেঁচিয়ে থাকা অজগরটি নিচে রাস্তার দিকে মুখ বের করে থাকিয়ে থাকে। সেই সাথে হিস হিস শব্দ করছিল। তা পথচারীদের চোখ পড়ে। ভয়ে সবাই একত্রিত হয়ে চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন জড়ো হন। অনেকে অজগরটিকে লক্ষ্য করে গাছের ডালে ইট-পাটকেল মারেন। বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেবকে জানলে দ্রুত ঘটনাস্থলে চলে আসেন। তারা বিদ্যুতের লাইন বন্ধ করে গাছের মগডালে উঠে গাছের ডাল কেটে অজগরটিকে মাটিতে নামান। পরে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। 

স্থানীয় লোকজন জানিয়েছেন, অজগর সাপটি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন বাড়ি-ঘরে ঢুকে গৃহপালিত পশু-পাখি খেয়ে আসছিল। এটি ধরা পড়ায় খুশি এলাকাবাসী।    

ঢাকা/আজিজ/রফিক

সম্পর্কিত নিবন্ধ