কক্সবাজারের ৩ আসনে হেভিওয়েটের বিপক্ষে লড়বেন যেসব এনসিপি প্রার্থী
Published: 11th, December 2025 GMT
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথম ধাপে ১২৫ আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে কক্সবাজারের চারটি আসনের তিনটিতে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। তবে একটি আসন ফাঁকা রেখেছে দলটি।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে দলের সদস্য সচিব আখতার হোসেন প্রার্থীর নাম ঘোষণা করেন।
এনসিপির ঘোষণা অনুযায়ী, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক ড.
এই আসনে হেভিওয়েট প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপি মনোনিত এ প্রার্থী।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন।
এই আসনে আরেক হেভিওয়েট প্রার্থী জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন এ এনসিপি নেতা।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে এনসিপির শাপলা কলি প্রতীকে নির্বাচন করবেন দলের জেলা শাখার দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসাইন।
তবে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে প্রথম ধাপে কোনো প্রার্থী ঘোষণা করেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
কক্সবাজারের চারটি নির্বাচনী আসনে মোট ৫৮৭টি ভোটকেন্দ্র রয়েছে। ভোটার রয়েছেন ১৮ লাখ ২৯ হাজার ১৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৬৬ হাজার ২৮ জন, নারী ভোটার ৮ লাখ ৬৩ হাজার ১০৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৬ জন।
ঢাকা/তারেকুর/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর করব ন এনস প
এছাড়াও পড়ুন:
সংঘর্ষে আহত শিক্ষার্থীর মৃত্যু: ফার্মগেটে সড়ক অবরোধ, তীব্র যানজট
রাজধানীর ফার্মগেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন একদল শিক্ষার্থী। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজট।
তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে আহত এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই বিক্ষোভ শুরু হয়। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান এই তথ্য জানান।
ইবনে মিজান বলেন, সংঘর্ষে আহত ছাত্র গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনার প্রতিবাদে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা আজ সকালে শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা ফার্মগেট এলাকার সড়কে বিক্ষোভ দেখান।
পুলিশ সূত্র জানায়, ফার্মগেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন কয়েক শ শিক্ষার্থী। এতে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে তীব্র যানজট তৈরি হয়। যানজটে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা।