ফিলিস্তিনি জনগণকে নিশ্চিহ্ন করে দিতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য র‍্যান্ডি ফাইন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ফাইন দম্ভ করে আরও বলেছেন, এ জন্য তাঁকে ইসলামবিদ্বেষী বলা হলেও তিনি পরোয়া করেন না।
এর আগেও অনেকবার ইসলামবিদ্বেষী ও ফিলিস্তিনবিরোধী মন্তব্য করেছেন ফাইন। গত মঙ্গলবার কংগ্রেসে এক শুনানিতে ফাইন বলেন, বসতি স্থাপনকারীদের ওপর ‘বর্ণবৈষম্যমূলক’ নিষেধাজ্ঞা আরোপের কারণে অধিকৃত পশ্চিম তীরের কয়েকটি এলাকায় ইসরায়েলিরা যেতে পারেন না।

তবে বাস্তবতা হলো, ইসরায়েলি সামরিক বাহিনীই নিরাপত্তার কারণে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের ফিলিস্তিনি শহরগুলোতে প্রবেশ না করতে সতর্কতামূলক সাইন টানিয়ে রাখে। ফিলিস্তিনিদের এই ভূখণ্ডটির নিয়ন্ত্রণ ইসরায়েলি সেনাদের হাতে।

আরও পড়ুনপশ্চিম তীরের ইব্রাহিমি মসজিদে মুসল্লিদের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল১৬ নভেম্বর ২০২৫

ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় থেকে সশস্ত্র ইহুদি অবৈধ বসতি স্থাপনকারীরাই বরং ফিলিস্তিনি গ্রামগুলো দখল ও লুটপাট করে। চলতি বছরে অন্তত দুজন মার্কিন নাগরিক বসতি স্থাপনকারীদের হামলায় নিহত হয়েছেন।

ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় থেকে সশস্ত্র ইহুদি বসতি স্থাপনকারীরাই বরং ফিলিস্তিনি গ্রামগুলো দখল ও লুটপাট করে। চলতি বছরে অন্তত দুজন মার্কিন নাগরিক বসতি স্থাপনকারীদের হামলায় নিহত হয়েছেন।

মঙ্গলবার কংগ্রেসে শুনানিতে যুক্তরাষ্ট্রের জায়নবাদী সংগঠনের প্রেসিডেন্ট মর্টন ক্লেইনকে ফাইন প্রশ্ন করেন, ‘যখন আপনাকে এমন মানুষদের মুখোমুখি হতে হয়, যারা প্রতিনিয়ত ইসরায়েল রাষ্ট্রের ধ্বংস কামনা করে, “ইহুদিরা এখানে প্রবেশ করতে পারবে না”, “আমরা ইহুদিমুক্ত হতে চাই”—এমন সাইন দেখতে কারই–বা ভালো লাগতে পারে, এমন অবস্থায় আপনি কীভাবে শান্তি আনবেন?’

এরপর ক্লেইনকে পরামর্শের সুরে ফাইন আরও বলেন, ‘এ পরিস্থিতিতে আপনি কীভাবে একটি দীর্ঘমেয়াদি সমাধানে আসবেন? নাকি আমাদের অন্য কোনো পথ বেছে নিতে হবে?’

আরও পড়ুনপশ্চিম তীর দখলে ইসরায়েলি পার্লামেন্টে বিল অনুমোদন, কাতার–সৌদি আরব–জর্ডানের নিন্দা২৩ অক্টোবর ২০২৫

জবাবে ক্লেইন বলেন, ইসলামের একটি সংস্কারের ভেতর দিয়ে যাওয়া এবং ইসরায়েলকে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে মেনে নেওয়া প্রয়োজন। কিন্তু এ নিয়ে কেউ কথা বলতে চায় না। ইসলামবিদ্বেষী হিসেবে চিহ্নিত হতে পারেন, এই ভয় পান।

এ পরিস্থিতিতে আপনি কীভাবে একটি দীর্ঘমেয়াদি সমাধানে আসবেন? নাকি আমাদের অন্য কোনো পথ বেছে নিতে হবে? র‍্যান্ডি ফাইন, কংগ্রেসম্যান

এ পর্যায়ে ক্লেইনকে থামিয়ে ফাইন তাঁকে বলে ওঠেন, ‘আমি এসবে ভয় পাই না।’
ফ্লোরিডার একটি আসন থেকে কংগ্রেস সদস্য হয়েছেন ফাইন। রিপাবলিকান এই নেতা আরও বলেন, ‘যারা আপনার ধ্বংস কামনা করে, তাদের সঙ্গে কীভাবে শান্তিতে আসা যায়—আমি জানি না। আমার মনে হয়, আপনি আগে তাদের নিশ্চিহ্ন করুন।’

আরও পড়ুনপশ্চিম তীরের ১৩টি ইহুদি বসতি এলাকার স্বাধীনতা অনুমোদন করল ইসরায়েল২৪ মার্চ ২০২৫আরও পড়ুনপশ্চিম তীরে গ্রামের পর গ্রাম ধ্বংস করছে ইসরায়েল, ‘নতুন নাকবা’র ছায়া দেখছেন ফিলিস্তিনিরা১৬ অক্টোবর ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স থ পনক র দ র ইসর য় ল ক ল ইন ইসল ম

এছাড়াও পড়ুন:

মগডালে অজগর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাছের মগডাল থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। এটি দীর্ঘদিন ধরে ওই এলাকার আশপাশের বাড়ি-ঘরে ঢুকে গৃহপালিত পশু-পাখি খেয়ে সাবার করেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। 

বুধবার (১০ সেম্বর) বিকেলে শ্রীমঙ্গলের সিন্দুরখান রোডের পাশে গাছের মগডাল কেটে অজরটিকে উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল। পরে অজগরটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

স্বপন দেব সজল জানিয়েছেন, বুধবার দুপুর দেড়টার দিকে সিন্দুরখান রোডের একটি গাছের মগডাল পেঁচিয়ে থাকা অজগরটি নিচে রাস্তার দিকে মুখ বের করে থাকিয়ে থাকে। সেই সাথে হিস হিস শব্দ করছিল। তা পথচারীদের চোখ পড়ে। ভয়ে সবাই একত্রিত হয়ে চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন জড়ো হন। অনেকে অজগরটিকে লক্ষ্য করে গাছের ডালে ইট-পাটকেল মারেন। বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেবকে জানলে দ্রুত ঘটনাস্থলে চলে আসেন। তারা বিদ্যুতের লাইন বন্ধ করে গাছের মগডালে উঠে গাছের ডাল কেটে অজগরটিকে মাটিতে নামান। পরে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। 

স্থানীয় লোকজন জানিয়েছেন, অজগর সাপটি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন বাড়ি-ঘরে ঢুকে গৃহপালিত পশু-পাখি খেয়ে আসছিল। এটি ধরা পড়ায় খুশি এলাকাবাসী।    

ঢাকা/আজিজ/রফিক

সম্পর্কিত নিবন্ধ