প্রিমিয়ার লিগের হতাশা ঝেড়ে ফেলে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে জমজমাট মঞ্চে যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে আর্সেনাল। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে বেলজিয়ামের ক্লাব ব্রুজের দুর্গে গিয়ে মিকেল আর্তেতার দল ছিনিয়ে আনল দাপুটে এক জয়, ৩-০ ব্যবধানে। এই জয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের টিকিট প্রায় নিশ্চিত হয়ে গেল ‘গানারদের’ জন্য।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালই একমাত্র দল যারা গ্রুপ পর্বের টানা ছয়টি ম্যাচেই জয়ের হাসি হাসল। যা নিখুঁত পারফরম্যান্সের অনন্য দৃষ্টান্ত।

আরো পড়ুন:

শেষ মুহূর্তের নাটকীয়তায় সান সিরো জয় করল লিভারপুল

আবারো ইতিহাস গড়লেন মেসি, দ্বিতীয়বার এমভিপি

ব্রুজের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আর্সেনালের আক্রমণ ছিল বিদ্যুৎগতির। দলের ফরোয়ার্ড ননি মাদুয়েকে তার গতি ও ফিনিশিংয়ে মুগ্ধতা ছড়িয়ে একাই করলেন জোড়া গোল। তৃতীয় গোলটি আসে ব্রাজিলিয়ান সেনসেশন গ্যাব্রিয়েল মার্টিনেল্লির পা থেকে।

ম্যাচের শুরুতেই মার্টিন ওডেগোর প্রচেষ্টায় সুযোগ তৈরি হয়। যদিও গোলের খাতা খোলেন মাদুয়েকেই। প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাটিয়ে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার জোরালো শট জড়িয়ে যায় জালে। বিরতির পরও মাদুয়েকের দাপট অব্যাহত থাকে। দুর্দান্ত এক হেডে তিনি নিজের দ্বিতীয় গোলটি পূরণ করেন। এর অল্প সময় পরই দূরপাল্লার শটে গোল করে ৩-০ ব্যবধান নিশ্চিত করেন মার্টিনেল্লি। ব্রুজ কিছু পাল্টা আক্রমণ সাজালেও আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া দক্ষ হাতে সেগুলো প্রতিহত করে ক্লিন শিট নিশ্চিত করেন।

এ পর্যন্ত ছয় ম্যাচ খেলে ছয়টিই জিতে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে আর্সেনাল এখন গ্রুপ টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে। ১৫ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে বায়ার্ন মিউনিখ। এছাড়া পিএসজি, ম্যানচেস্টার সিটি এবং আটালান্টার মতো হেভিওয়েট দলগুলোও ১৩ পয়েন্ট করে সংগ্রহ করেছে। অন্যদিকে, ব্রুজ মাত্র ৪ পয়েন্ট নিয়ে তালিকার ৩১তম স্থানে অবস্থান করছে। যা তাদের চ্যাম্পিয়নস লিগ অভিযানকে আরও কঠিন করে তুলল।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল চ য ম প য়নস ল গ আর স ন ল

এছাড়াও পড়ুন:

তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ফার্মগেটে তীব্র যানজট

তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবিতে তার সহপাঠীরা ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ কারণে ওই এলাকার সড়কে প্রবল যানজট সৃষ্টি হয়েছে।

সহপাঠীর খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টা থেকে ফার্মগেট সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সড়ক অবরোধের কারণে আশেপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। 

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের শান্তিপূর্ণ অবস্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এরইমধ্যে হোস্টেল সুপার বাদি হয়ে একটি মামলা করেছেন।

নিহত সাকিবুল হাসান রানা তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ২০২৪–২৫ সেশনের শিক্ষার্থী ছিলেন। গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক নিয়ন্ত্রণ ও সেবন নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে রানা গুরুতর আহত হন। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা/এমআর/এস

সম্পর্কিত নিবন্ধ