খুলনায় সোহেল হত্যার দায় স্বীকার করলেন আসাদুল
Published: 27th, November 2025 GMT
খুলনার রূপসায় সোহেল হাওলাদার হত্যা মামলার আসামি আসাদুল খাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে সোহেল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
বুধবার (২৬ নভেম্বর) রাতে রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের রামনগর এলাকা থেকে রূপসা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের রামনগর এলাকায় গত ৬ নভেম্বর সোহেলকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের মা নুরজাহান বেগম বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আশরাফুল আলম বলেছেন, সোহেল হাওলাদার হত্যা মামলার আসামি বি-কোম্পানির সদস্য ও মাদক ব্যবসায়ী আসাদুলকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে সোহেল হত্যার দায় স্বীকার করেছে আসাদুল। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ঢাকা/নূরুজ্জামান/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাতক্ষীরায় খাদ্যে বিষক্রিয়ায় শিশুসহ ১১ জন অসুস্থ
সাতক্ষীরার শ্যামনগরের এক বাড়িতে নতুন ঘর নির্মাণ উপলক্ষে পারিবারিক পিঠা উৎসব করা হয়েছে। সেই খাবারে বিষক্রিয়ায় শিশুসহ ওই পরিবারের ১১ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
সোমবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার সোনাখালী গ্রামে সাইদ গাজীর বাড়িতে ওই পিঠা উৎসব হয়।
অসুস্থরা হলেন—সুমাইয়া (২২), আইজা (২), মেহজাবিন (১০), সামিয়া (৪), আকলিমা (৩৫), জান্নাতি (১৫), আইয়ুব খান (৬০), আজিহা (১), শারমিন (২৩), মিতা (৩৫) ও উম্মে হাবিবা (২১)।
পরিবার ও হাসপাতাল সূত্র জানিযেছে, পিঠা বানানোর সময় কালো জিরার পরিবর্তে অসাবধানবশত দানাদার কীটনাশক ব্যবহার করা হয়। রাতে পিঠা খাওয়ার কিছুক্ষণ পর সবাই অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশীরা টের পেয়ে দ্রুত তাদেরকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শামিম হোসেন বলেন, সবাইকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তবে, সবাই শঙ্কামুক্ত নন।
ঢাকা/শাহীন/রফিক