রংপুরে শুরু হয়েছে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার কার্যক্রম। দুপুর পর্যন্ত ইজতেমা মাঠে বয়স ও ঠান্ডাজনিত কারণে দুই মুসল্লির মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার মাঠের ৬ নং হালকার জিম্মাদার ইঞ্জিনিয়া আবুল হোসেন।

আরো পড়ুন:

কোহিনূর কেমিক্যালসের পরিচালক এবাদুল করিম মারা গেছেন

কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

মারা যাওয়া মুসল্লিরা হলেন- রংপুর জেলার পীরগঞ্জ থানার সাঈদুর রহমান (৬২) এবং টাঙ্গাইল জেলার তারা মিয়া। তিনি ৪০ দিনের চিল্লায় রংপুর এসে ইজতেমায় অংশ নিয়েছিলেন। মরহুমের জানাজা ইজতেমা ময়দানে বাদ জোহর অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্র জানায়, রংপুর নগরীর ৪ নম্বর ওয়ার্ডের আমাশু কুকরুল এলাকায় কয়েক লাখ মুসল্লি নিয়ে শুরু হয়েছে রংপুর বিভাগীয় ইজতেমা। ইজতেমার প্রথম দিনে দুপুর পর্যন্ত দুইজন মুসল্লির মৃত্যু হয়েছে।

ইজতেমার মাঠের ৬ নম্বর হালকার জিম্মাদার ইঞ্জিনিয়া আবুল হোসেন বলেন, ‍“ইজতেমার মাঠে বয়স ও ঠান্ডাজনিত কারণে আজ দুপুর পর্যন্ত দুইজন মুসল্লির মৃত্যু হয়েছে।”

রংপুর মেট্রোপলিটন পশুরাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইদুল ইসলাম বলেন, “ইজতেমার মাঠে শ্বাসকষ্ট জনিত কারণে দুইজন মুসল্লির মৃত্যু হয়েছে। তাদের দুজনের মৃত্যুই স্বাভাবিক। বাদ জোহর জানাজা শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

ঢাকা/আমিরুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইজত ম র ম ঠ

এছাড়াও পড়ুন:

অবৈধ অনুপ্রবেশ: খাগড়াছড়িতে ৩ ভারতীয় আটক

খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের অভিযোগে তিন ভারতীয়কে আটক করেছে পুলিশ। 

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে পানছড়ি উপজেলার পূজগাং এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—জেমস কুমার রিয়াং (৩৩), তরসেন রিয়াং (৩০) ও লাল থাকমা রিয়াং (৩২)।

পুলিশ জানিয়েছে, পূজগাং এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাদেরকে থামতে বলা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানান, ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার নতুন বাজার থানার গ্রুইনাং পাড়া গ্রামের বাসিন্দা তারা।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেছেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে তাদেরকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা/রূপায়ন/রফিক

সম্পর্কিত নিবন্ধ