কিলঘুষিতে আহত গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি
Published: 11th, December 2025 GMT
গোপালগঞ্জের সাভানা ইকোপার্ক ও রিসোর্টের মেইন গেটের সামনে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন (৩২)। তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বড় ডুমরাশুর এলাকায় অবস্থিত পার্কের গেটের সামনে তার ওপর হামলা হয়।
আরো পড়ুন:
গবিতে ধর্ষণবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীকে মারধর, থানায় অভিযোগ
নোয়াখালীতে গণপিটুনিতে যুবক নিহত, পরিবারের দাবি, পরিকল্পিত হত্যা
আহত মিকাইল হোসেন জানান, বিকেলে সাতপাড় এলাকায় গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা.
তিনি জানান, পার্কের ম্যানেজারসহ অন্যরা বিষয়টি মীমাংসা করে দেন। রাতে পার্ক থেকে বের হয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। তাকে লাঠি দিয়ে পিটিয়ে ও কিলঘুষি মেরে আহত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
গোপালগঞ্জের বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আফজাল হোসেন জানান, পার্কের এক স্টাফের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রদলের সভাপতির সঙ্গে থাকা এক যুবক ওই স্টাফকে থাপ্পড় মারেন। পরে মিকাইল পার্ক থেকে বের হয়ে চলে আসার সময় স্থানীয় লোকজন ও পার্কের স্টাফরা তার ওপর হামলা করে। থানায় কোনো অভিযোগ হয়নি।
ঢাকা/বাদল/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম রধর ছ ত রদল অভ য গ গ প লগঞ জ
এছাড়াও পড়ুন:
‘তুমিহীনা’ গানে ভিন্ন নদী
মিষ্টি গায়কি ও হৃদয়ছোঁয়া সুরের সংগীতশিল্পী মৌমিতা তাশরিন নদী। এবার শ্রোতাদের জন্য নিয়ে এসেছেন নতুন উপহার—নতুন একক গান ‘তুমিহীনা’। বুধবার (১০ ডিসেম্বর) শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি।
গানটির কথা লিখেছেন নদী। তাকে লেখায় সহযোগিতা করেছেন হৃদয় হাসিন ও হেমা। সুর করেছেন নদী ও হৃদয় হাসিন, আর সংগীতায়োজন করেছেন হৃদয় হাসিন। রিদম প্রোগ্রামিংয়ে ছিলেন সায়েম রহমান। ‘তুমিহীনা’ গান নিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। এতে মডেল হয়েছেন শিল্পী নদী নিজেই।
আরো পড়ুন:
আফগান সীমান্তের কাছে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের ৬ সেনা নিহত
তবুও স্বীকৃতি নেই তার!
নতুন গান নিয়ে নদী বলেন, “এই গান আমার কাছে অনেক বিশেষ। নানা কারণে আমরা শিল্পীরা সবসময় নিজের পছন্দমতো কাজ করতে পারি না। কিন্তু এবার একেবারে নিজের ভালো লাগাকে কেন্দ্র করেই ‘তুমিহীনা’ করেছি। কথা, সুর, অ্যারেঞ্জমেন্ট থেকে ভিডিও নির্মাণ—সব জায়গায় আমার নিজের অনুভূতি ও পছন্দকে গুরুত্ব দিয়েছি। নিজের ভালো লাগার একটি কাজ করতে পেরে সত্যিই আনন্দিত।”
ভালো লাগার কথা জানিয়ে নদী বলেন, “গানটি একটু ভিন্ন আঙ্গিকের, তাই হয়তো সবার কাছে ভালো নাও লাগতে পারে। কিন্তু আমি এমন গানই করতে চেয়েছি বহুদিন ধরে। কোনো গান আমার ব্যক্তিত্বের সাথে মানিয়ে না নিলে আমি গাইতে পারি না। সেদিক থেকে ‘তুমিহীনা’ পুরোপুরি আমার মতো—যেমন আমি, তেমনই এই গানটি।”
শ্রোতাদের উদ্দেশে নদী বলেন, “আপনারাই একজন শিল্পীর কাজকে বাঁচিয়ে রাখেন ভালোবাসা ও উৎসাহ দিয়ে। ‘তুমিহীনা’ আমার খুব প্রিয় একটি কাজ। শুনবেন, মতামত জানাবেন।”
‘তুমিহীনা’ গানটি নির্মিত হয়েছে শিল্পীর প্রযোজনা প্রতিষ্ঠান ‘নদীমাতৃক প্রোডাকশন’ এর ব্যানারে। ইউটিউব ছাড়াও গানটি শোনা যাবে, স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ দেশি–বিদেশি বেশ কয়েকটি প্ল্যাটফর্মে।
এর আগে নদীর গাওয়া ‘জলছায়া’, ‘নিঃশ্বাস’, ‘রঙিলা আকাশ’, ‘অচিনপুর’, ‘মুগ্ধতা’, ‘আমারতো কেউ নেই তুমি ছাড়া’, ‘দেশি গার্ল’, ‘হারানো যাবে না’, ‘কথা দিলাম’, ‘তোমাকে দেব না হারাতে’ এবং ‘পোড়ামন ২’ সিনেমায় গাওয়া ‘সুতো কাটা ঘুড়ি’ শ্রোতাদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে।
ঢাকা/রাহাত/শান্ত