সিদ্ধিরগঞ্জে সাংবাদিক ইমরানের বাসায় চুরি
Published: 11th, December 2025 GMT
সিদ্ধিরগঞ্জে দৈনিক গণমুক্তি পত্রিকার সাংবাদিক আবু হানিফ ইমরানের বাসায় চুরির ঘটনা ঘটেছে।
চোরের দল বাসার থাই গ্লাসের লক ও জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ ২ লাখ ৭২ হাজার টাকা এবং ৬ ভরি স্বর্ণালঙ্কারসহ মোট ১২ লাখ ৭৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে দাবি করেন ভুক্তভোগী।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর বারিক।
এরআগে সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে নিমাইকাশারীর মাদানীনগর এলাকায়
এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৪র্থ ভবনের তৃতীয় তলায় অবস্থিত সাংবাদিক আবু হানিফ ইমরানের বাসায় চোরেরা পরিকল্পিতভাবে প্রবেশ করে।
থাই গ্লাসের জানালার লক ভেঙে ভেতরে ঢুকে তারা স্টিলের ফাইল কেবিনেট ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
সাংবাদিক ইমরান জানান, “ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। ফোনে খবর পেয়ে ফিরে এসে দেখি পুরো ঘর তছনছ অবস্থায় পড়ে আছে।
পরিবারের সদস্যরা শব্দ পেয়ে দরজা খুলতে না পারায় পাশের বাড়ির ছাদ দিয়ে লোক পাঠিয়ে ভেতরে প্রবেশ করা হয়। তখনই দেখা যায় কেবিনেট ভাঙা এবং সব মূল্যবান জিনিস নেই।”
ঘটনার পর পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুর বারিক বলেন, “চুরির ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলছে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: হ মক স দ ধ রগঞ জ স দ ধ রগঞ জ ইমর ন
এছাড়াও পড়ুন:
তারেক রহমান ১০ দিনের মধ্যে দেশে ফিরবেন: এ্যানি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১০ দিনের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আরো পড়ুন:
চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, গুজব ছড়াবেন না: জাহিদ
যেকোনো মূল্যে ধানের শীষকে জেতাতে হবে: তারেক রহমান
এ্যানি বলেন, “আগামী দুই–চারদিন অথবা ১০ দিনের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন। নির্বাচনে অংশ নেবেন। দেশের নেতৃত্বে দেবেন। সেই অপেক্ষায় রয়েছি।”
খালেদা জিয়ার বর্তমান অবস্থার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে দায়ী করে বিএনপির এ নেতা বলেন, “গত ১৭ বছর হাসিনার অত্যাচার-নির্যাতনে বেগম খালেদা জিয়ার এখনকার এই অবস্থা। মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দি রাখা হয়েছে। শুধু তাই না, যে খাবারগুলো খেতেন, সেগুলোতে বিষ মিশিয়ে দিয়েছেন। সুস্থ মানুষ জেলে গেছেন। সেখান থেকে অসুস্থ হয়ে বের হয়েছেন। এটার জন্য শেখ হাসিনা দায়ী।”
দলের চেয়ারপারসন সম্পর্কে এ্যানি বলেন, “খালেদা জিয়া বর্তমান মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি এত বেশি অসুস্থ, আল্লাহ জানেন কবে নাগাদ তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। খালেদা জিয়া বেঁচে থাকা মানে, বাংলাদেশের গণতন্ত্রের ভীত শক্তিশালী থাকা। খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা। তিনি বিএনপির মনোবল ও সাহস। ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, বেগম খালেদা জিয়া আমাদের পাশে আছেন– এটা আমাদের শক্তি।”
অদৃশ্য শক্তির বিরুদ্ধে এবারের নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, “দেশের রাজনীতিবিদদের গুণগত পরিবর্তন হয়নি। গুণগত পরিবর্তন করতে হবে, তা না হলে সমাজের মানুষ যাবে কোথায়– কে তাদের নেতা হবে, কে নেতৃত্বে দেবে?”
এ্যানি বলেন, “বর্তমানে নারীরা দেশকে নেতৃত্ব দিচ্ছেন। দেশ বদলে গেছে। এখন আর দেশ আগের জায়গায় নেই। বাসায় বসে আয় করার সুযোগ রয়েছে। তাই আগামীতে বিএনপি ক্ষমতায় এলে নারীদের অধিকার নিশ্চিত করা হবে। আপনাদের অধিকার বুঝে নেওয়ার সময় এসেছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া।
ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ