Risingbd:
2025-12-11@10:36:06 GMT

আপেল হাতে নজরকাড়া জয়া

Published: 11th, December 2025 GMT

আপেল হাতে নজরকাড়া জয়া

খয়েরি রঙের ব্লাউজে পাথরের কাজ, সঙ্গে ধূসর জিন্স পরেছেন জয়া আহসান। তার চোখে রোদচশমা। কপালে টিপ। চুলের খোপায় গোঁজা লাল-সাদা রঙের গোলাপ। তার হাতে মানানসই ডিজাইনের চুড়ি। দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীর অনবদ্য লুক এখানেই শেষ নয়। কারণ তার হাতে রয়েছে লাল টুকটুকে রঙের একটি আপেল।  

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একাধিক ছবির মধ্যে একটি স্থিরচিত্রে এমন দৃশ্য দেখা যায়। ইনস্টাগ্রামে পোস্ট করা এসব ছবির ক্যাপশনে জয়া আহসান লেখেন—“ইডেন গার্ডেনে আদমের চেয়েও বেশি সাহস দেখিয়েছিলেন ইভ; সাপটি যখন নিষিদ্ধ ফলটি দিয়েছিল, সে জানত স্বর্গের চেয়েও ভালো কিছু নিশ্চয়ই আছে।” একই ছবি জয়া আহসান তার ফেসবুকে পোস্ট করেছেন। তাতে এ অভিনেত্রী লেখেন, “আপেল হইও না।”  

আরো পড়ুন:

জয়ার ঘরোয়া ভিডিওতে নেটিজেনদের মাতামাতি

পাওনা দিতে পারলে শিল্পটা আজ হারিয়ে যেত না: জয়া

জয়া আহসানকে এমন লুকে দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে তুলনা টেনে এক ভক্ত লিখেছেন, “এ তো একেবারেই আমাদের নিজেদের ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’।” কারো মতে, “একদম আগুন। কে কোথায় আছিস জল নিয়ে আয়।” তবে অনেকে জয়াকে নিয়ে ‘নোংরা’ মন্তব্যও করেছেন। এ নিয়ে জোর চর্চা চলছে নেট দুনিয়ায়। 

তবে জয়া আহসান তার গুচ্ছ ছবিতে কেন এমন ক্যাপশন দিয়েছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। যদিও তার এই বার্তাকে নানাভাবে ব্যাখ্যা করা যায়।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জয় আহস ন চলচ চ ত র আহস ন

এছাড়াও পড়ুন:

আপেল হাতে নজরকাড়া জয়া

খয়েরি রঙের ব্লাউজে পাথরের কাজ, সঙ্গে ধূসর জিন্স পরেছেন জয়া আহসান। তার চোখে রোদচশমা। কপালে টিপ। চুলের খোপায় গোঁজা লাল-সাদা রঙের গোলাপ। তার হাতে মানানসই ডিজাইনের চুড়ি। দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীর অনবদ্য লুক এখানেই শেষ নয়। কারণ তার হাতে রয়েছে লাল টুকটুকে রঙের একটি আপেল।  

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একাধিক ছবির মধ্যে একটি স্থিরচিত্রে এমন দৃশ্য দেখা যায়। ইনস্টাগ্রামে পোস্ট করা এসব ছবির ক্যাপশনে জয়া আহসান লেখেন—“ইডেন গার্ডেনে আদমের চেয়েও বেশি সাহস দেখিয়েছিলেন ইভ; সাপটি যখন নিষিদ্ধ ফলটি দিয়েছিল, সে জানত স্বর্গের চেয়েও ভালো কিছু নিশ্চয়ই আছে।” একই ছবি জয়া আহসান তার ফেসবুকে পোস্ট করেছেন। তাতে এ অভিনেত্রী লেখেন, “আপেল হইও না।”  

আরো পড়ুন:

জয়ার ঘরোয়া ভিডিওতে নেটিজেনদের মাতামাতি

পাওনা দিতে পারলে শিল্পটা আজ হারিয়ে যেত না: জয়া

জয়া আহসানকে এমন লুকে দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে তুলনা টেনে এক ভক্ত লিখেছেন, “এ তো একেবারেই আমাদের নিজেদের ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’।” কারো মতে, “একদম আগুন। কে কোথায় আছিস জল নিয়ে আয়।” তবে অনেকে জয়াকে নিয়ে ‘নোংরা’ মন্তব্যও করেছেন। এ নিয়ে জোর চর্চা চলছে নেট দুনিয়ায়। 

তবে জয়া আহসান তার গুচ্ছ ছবিতে কেন এমন ক্যাপশন দিয়েছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। যদিও তার এই বার্তাকে নানাভাবে ব্যাখ্যা করা যায়।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ