মিরপুরে বিসিবি কার্যালয়ের সামনে হঠাৎই স্লোগান। আজ দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে হাজির হন শখানেক বিক্ষোভকারী। গতকাল পদত্যাগ করা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও বিসিবির সহসভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা।

‘আসিফের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’—এ ধরনের স্লোগান দিতে থাকেন তাঁরা। এ সময় বিসিবি কার্যালয়ের সামনের রাস্তায় যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।

কোনো ধরনের ব্যানার ছাড়াই তাঁরা মিছিল করেন। কেন তাঁরা এই বিক্ষোভ করছেন জানতে চাইলে একজন বলেন, ‘এটা আমাদের জনতার দাবি। বিসিবির এই দুর্নীতি আমরা মানি না।’ তাঁরা কারা জানতে চাইলে ‘স্থানীয় সাধারণ জনগণ’ বলে দাবি করেন।
কেন আসিফ মাহমুদের পদত্যাগের পরদিনই মিছিল করছেন, এ বিষয়ে জানতে চাইলে বিক্ষোভকারীরা সদুত্তর দিতে পারেননি। তাঁদের দাবি কী জানতে চাইলে তাঁরা জানান, আসিফ মাহমুদের দুর্নীতির তদন্ত চান তাঁরা।

বিক্ষোভকারীরা নিজেদের সাধারণ জনগন বলে দাবি করেন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বগুড়ায় ২৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ জনের কারাদণ্ড

বগুড়ায় গুদামে মজুত রাখা ২৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদেরকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (১০ ডিসেম্বর) বগুড়া শহরের কালিতলা এলাকায় জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও র‍্যাবের যৌথ অভিযানে এসব পলিথিন জব্দ করা হয়।

র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই গুদামে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুত রেখে বাজারজাত করা হচ্ছে, এমন গোপন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম এবং র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ। অভিযানকালে ওই গুদামে ২৬ হাজার কেজি পলিথিন পাওয়া যায়। এসব পলিথিনের বাজারমূল্য প্রায় ৫২ লাখ টাকা। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটকের পর পরিবেশ সংরক্ষণ আইনে দণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম।

ব্যবসায়ী হেলালুজ্জামানকে (৪৫) ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রফিকুল ইসলামকে (৪০) ৩০ দিনের ও জাকারিয়াকে (২২) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেছেন, অভিযানকালে নিষিদ্ধ পলিথিন পাওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক) এবং ১৫(১) ধারা ভঙ্গের অপরাধে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা/এনাম/রফিক

সম্পর্কিত নিবন্ধ