চার ম্যাচ হেরে আট ধাপ পেছাল বাংলাদেশের মেয়েরা
Published: 11th, December 2025 GMT
গত ৭ আগস্টে প্রকাশিত মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪তম স্থানে উঠে এসেছিল বাংলাদেশ। চার মাস পর আজ প্রকাশিত মেয়েদের নতুন ফিফা র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশ দলের। ৮ ধাপ নিচে নেমে ১১২ নম্বরে নেমে গেছে বাংলাদেশের মেয়েদের জাতীয় ফুটবল দল।
বাংলাদেশ নারী ফুটবল দল গত চার মাসে চারটি ম্যাচ খেলে সবগুলোই হেরেছে। গত অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে ৩-০ ও ৫-১ গোলে হারে বাংলাদেশ। নভেম্বর ও ডিসেম্বরে তিন জাতি নিয়ে টুর্নামেন্টেও দুটি ম্যাচে হারে তারা। মালয়েশিয়ার কাছে ১-০ ও আজারবাইজানের কাছে ২-১ গোলে হারে বাংলাদেশ দল। এই চার ম্যাচেই হারের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। এই চার ম্যাচে ১১টি গোল হজমের বিপরীতে মাত্র ২ গোল করতে পারে বাংলাদেশ।
বাংলাদেশের মেয়েরা গত চার মাসে চার ম্যাচেই হেরেছে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভাব–ই লোকদের মাতিয়ে তোলে
বাংলা: বহুনির্বাচনি প্রশ্ন
১. ‘অতিথির স্মৃতি’ রচনায় কী প্রকাশ পেয়েছে?
ক. প্রাণীপ্রেম খ. প্রকৃতিপ্রেম গ. জীবপ্রেম ঘ. স্মৃতি
২. কী দিয়ে লোককে মাতিয়ে তুলতে হবে?
ক. কাজ খ. ভাব
গ. চিন্তা ঘ. সংস্কৃতি
৩. ‘পড়ে পাওয়া’ গল্পে কিশোরদের সর্দার কে?
ক. বিধু খ. বাদল
গ. সিধু ঘ. নিধু
৪. ‘আমি কি পাগল হয়ে গেছি?’—কথাটি কে লেখেন?
ক. পরেশ খ. নগেন
গ. খামোল ঘ. নৃপেন
৫. ‘আমার ঘরে কিছু নাই’—উক্তিটি কার?
ক. হাসু খ. কবিরাজ গ. সুখী লোক ঘ. বাসেত
৬. ‘শিল্পকলা’ চর্চা করা সবার অপরিহার্য কেন?
ক. চিত্রকলা বলে খ. সংস্কৃতির বিষয় গ. নন্দনভক্ত বলে
ঘ. দেশ ও দেশের মানুষকে জানা যায় বলে
৭. ভারতীয় আর্য ভাষার প্রথম স্তর কোনটি?
ক. বৈদিক খ. প্রাকৃত
গ. আগামী ঘ. বাংলা
৮. ২০২৪ সালের আন্দোলনে মানুষের আকাঙ্ক্ষা কী ছিল?
ক. গণতন্ত্র প্রতিষ্ঠা খ. অধিকার পাওয়া
গ. একটি সুন্দর বাংলাদেশের
ঘ. কোটার বৈষম্য দূর
৯. বাংলা নববর্ষে প্রথম ছুটির প্রচলন হয় কবে?
ক. ১৯৫২ সালে খ. ১৯৫৪ সালে গ. ১৯৫৮ সালে ঘ. ১৯৬০ সালে
১০. প্রকৃত সুখী মানুষ কে?
ক. যে বনে বাস করে
খ. সব সময় তুষ্ট হৃদয় যার
গ. যার চোখে ঘুম নেই
ঘ. যার জামা নেই
সঠিক উত্তর
১. গ ২. খ ৩. ক ৪. খ ৫. খ ৬. ঘ ৭. ক ৮. গ
৯. গ ১০. খ।
মোস্তাফিজুর রহমান, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা