খাটিয়ায় বাবার লাশ, মাথার পাশে নির্বাক ১৩ বছরের ছেলে
Published: 11th, January 2025 GMT
কক্সবাজার সমুদ্রসৈকতে গুলিতে নিহত খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর (৫৪) লাশ বাড়িতে পৌঁছেছে। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে লাশ খুলনা নগরের দৌলতপুর এলাকার দেয়ানার হোসেন শাহ রোডের নিজ বাড়িতে লাশটি পৌঁছায়।
এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে তাঁর লাশ নিয়ে খুলনার পথে রওনা হন স্বজনেরা। রব্বানীর লাশবাহী অ্যাম্বুলেন্স বাড়িতে পৌঁছানোর পর তাঁকে শেষবারের মতো দেখতে ভিড় করেন বন্ধু-স্বজন, প্রতিবেশী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। স্থানীয় বাসিন্দারা বলেন, রব্বানীর এমন মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে তাঁদের। এলাকার একজন জনপ্রিয় কাউন্সিলরকে হারিয়ে তাঁরা শোকাহত।
দেয়ানা উত্তর পাড়ার বাসিন্দা মুন্না গাজী সাবেক কাউন্সিলর রব্বানীর সঙ্গেই থাকতেন। তিনি প্রথম আলোকে বলেন, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে লাশ এসেছে। রব্বানী জনপ্রিয় কাউন্সিলর ছিলেন। ছোট-বড়, মুরব্বি—এমন কোনো লোক নেই, যাঁকে তিনি ভালোবাসতেন না। তাঁর জনপ্রিয়তাই কাল হয়েছে। এখন অসংখ্য লোক আসছেন তাঁকে শেষবারের মতো দেখতে।
আজ সকাল পৌনে ৯টার দিকে নিহত গোলাম রব্বানীর বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির মূল ফটকের বাইরে রাস্তার পাশে অনেক মানুষের ভিড়। রাস্তায় ছোট ছোট দল নিচু স্বরে কথা বলছেন নিজেদের মধ্যে। বাড়ির উঠানে থাকা গ্যারেজের পাশে একটি খাটিয়ার ওপর চাদরে ঢাকা লাশ রাখা। কেউ এলে মুখটা দেখানো হচ্ছে। খাটিয়া ঘিরে বসে আছেন কয়েকজন। মাথার কাছে তাঁর ১৩ বছরের ছেলে রাহাত বসে আছে। সে একদম নির্বাক। সাত বছরের মেয়ে অধরা বুঝতেই পারছে না, তার বাবা আর ফিরবেন না।
এলকায় মাইকিং করে জানানো হচ্ছে, আজ দুপুরে উত্তর দেয়ানা মাঠে সাবেক কাউন্সিলর গোলাম রব্বানীর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সরকারপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
রব্বানীদের প্রতিবেশী মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কলকাতায় মহাতারকা মেসির আগমন, ভাঙল উচ্ছ্বাসের বাঁধ
কলকাতার মাটিতে পা পড়েছে ফুটবল জাদুকর বিশ্বকাপজয়ী আর্জেন্টােইন ফুটবলার লিওনেল মেসির। তার আগমন ঘিরে কলকাতায় বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেছে।
ভারতীয় সময় শুক্রবার দিবাগত (১৩ ডিসেম্বর) রাত ২টা ২৬ মিনিটে পশ্চিমবঙ্গের কলকাতায় বিশেষ বিমান থেকে অবতরণ করেন লিওনেল মেসি।
আরো পড়ুন:
আবারো ইতিহাস গড়লেন মেসি, দ্বিতীয়বার এমভিপি
মেসি জানালেন, ‘খুব শিগগিরই দেখা হবে ভারত’
নজিরবিহীন নিরাপত্তাবেষ্টনীতে কলকাতা বিমানবন্দরের ১ নম্বর গেট দিয়ে রাত ৩টা ২২ মিনিটে বেরিয়ে আসেন মেসি। ওই রাতে বিমানবন্দরের সামনে অপেক্ষমাণ হাজার হাজার ভক্ত-সমর্থক মেসির নামে স্লোগান দিতে থাকেন। ‘মেসি মেসি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে ভোরের কলকাতা।
রাতের শেষভাগে মেসি যখন কলকাতা বিমানবন্দরে পৌঁছান, সেই দৃশ্য ‘মহানায়ক’ বরণের মতো যথা উপযুক্ত দৃশ্যের অবতারণা করে। রাতের গভীরতা ম্লান করে প্রাণের জাগরণ শোনা যায় কলকাতার পথে পথে।
মেসিকে স্বাগত জানাতে আগে থেকেই বহু সমর্থক কলকাতা বিমানবন্দরের সামনে জড়ো হন। ভারত ও আর্জেন্টিনার পতাকা নিয়ে উচ্ছ্বাসে মাতেন তারা।
শুধু মেসি নন, এদিন রাতে কলকাতায় এসেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। অবশ্য তিনি তার ব্যক্তিগত বিমানে কলকাতায় এসেছেন।
১৪ বছর আগে ভারতে এসেছিলেন ফুটবলের এই জাদুকর। ২০১১ সালের ২ সেপ্টেম্বর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ভেনেজুয়েলার সঙ্গে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন মেসি।
ঢাকা/সুচরিতা/রাসেল