ছায়াপথে লুকিয়ে থাকা নতুন ৪৪টি তারার খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা
Published: 12th, January 2025 GMT
মহাকাশ বিশাল এক রহস্যের আধার। আর তাই শক্তিশালী টেলিস্কোপে চোখ রেখে সেই রহস্য উন্মোচনের জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন বিজ্ঞানীরা। এরই ধারাবাহিকতায় ড্রাগন আর্ক গ্যালাক্সি বা ছায়াপথে লুকিয়ে থাকা ৪৪টি নতুন তারার খোঁজ পেয়েছেন যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তথ্য বিশ্লেষণ করে নতুন তারাগুলো শনাক্ত করা হয়েছে।
ডারহাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তথ্যমতে, পৃথিবী থেকে প্রায় ৬৫০ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত ড্রাগন আর্ক ছায়াপথে নতুন ৪৪টি তারার সন্ধান পাওয়া গেছে। এসব তারা ছায়াপথের একটি অংশে লুকিয়ে ছিল বলা যায়। ড্রাগন আর্ক অ্যাবেল ৩৭০ নামের ছায়াপথের পেছনে থাকায় এখনো অজানাই রয়ে গেছে।
আরও পড়ুনছায়াপথে রহস্যময় বস্তুর সন্ধান, চিন্তায় বিজ্ঞানীরা২০ জুন ২০২৪নতুন তারাগুলো ‘মহাকর্ষীয় লেন্সিং’ নামে পরিচিত এক বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে শনাক্ত করা হয়েছে। এর আগে মহাকর্ষীয় লেন্সিং পদ্ধতি কাজে লাগিয়ে ড্রাগন আর্ক গ্যালাক্সিরও খোঁজ পেয়েছিলেন বিজ্ঞানীরা। নতুন আবিষ্কারের বিষয়ে বিজ্ঞানী ম্যাথিল্ড জাউজাক জানিয়েছেন, ড্রাগন আর্কে শনাক্ত হওয়া তারাগুলোকে লাল সুপারজায়েন্ট তারা বলা হয়। এ ধরনের তারা পর্যবেক্ষণ করা খুব কঠিন। তারাগুলো মহাবিশ্বের তথ্য জানতে সহায়তা করবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
আরও পড়ুনবামন গ্রহের পর এবার বামন ছায়াপথের খোঁজ০৪ ফেব্রুয়ারি ২০২৪.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামে এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্ত পিলার ১৫২/৭ এস মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ হস্তান্তর করেন।
শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাতে শান্ত ১০-১২ জন সহযোগী নিয়ে জামালপুর সীমান্ত দিয়ে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের নিউ উদয় বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা গুলি ছুঁড়লে শান্ত গুলিবিদ্ধ হন। পালিয়ে যান সঙ্গে থাকা সদস্যরা। আহতাবস্থায় শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকেলে তার লাশ হস্তান্তর করা হয়।
বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, ‘‘শনিবার সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে শান্তর লাশ হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব