২০২৫ সালেও বিশ্বজুড়ে থাকবে কর্মী ছাঁটাইয়ের প্রবণতা
Published: 12th, January 2025 GMT
২০২১ সাল থেকে বিশ্বের প্রযুক্তি কোম্পানিগুলোতে যে ছাঁটাই প্রবণতা শুরু হয়েছে, তা ২০২৫ সালেও চলবে। তবে ছাঁটাই আর এখন প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই; মিডিয়া, আর্থিক, উৎপাদন ও খুচরা বিক্রেতা কোম্পানিগুলোতেও ছাঁটাই হবে।
ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ ও দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের মধ্যে এই ছাঁটাই হবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের জগতে দ্রুত পরিবর্তন ঘটছে। অনেক কোম্পানি এখন এআইতে বিনিয়োগ করতে বাধ্য হচ্ছে।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনের সূত্রে ইকোনমিক টাইমস জানিয়েছে, আগামী পাঁচ বছরে বিশ্বের ৪১ শতাংশ কোম্পানি এআই গ্রহণের কারণে কর্মী ছাঁটাই করতে বাধ্য হবে। ২০২৫ সালে যেসব কোম্পানি কর্মী ছাঁটাই করতে পারে, তার তালিকা নিচে দেওয়া হলো—
মাইক্রোসফটপারফরম্যান্স বা কর্মনৈপুণ্য ব্যবস্থাপনা কৌশলের অংশ হিসেবে মাইক্রোসফটে কর্মী ছাঁটাই অব্যাহত আছে। সত্য নাদেলার নেতৃত্বে এই প্রক্রিয়া অব্যাহত আছে তাদের। তথ্যানুসারে মাইক্রোসফট বিভিন্ন বিভাগের যেসব কর্মী কাঙ্ক্ষিত পরিমাণে কাজ করতে পারছেন না, তাঁদের ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। এর মধ্যে তাঁদের নিরাপত্তা বিভাগের কর্মীরাও আছেন। তবে এবার বেশি কর্মী ছাঁটাইয়ের শিকার হবেন না বলে জানা গেছে।
ব্ল্যাকরকবৈশ্বিক বিনিয়োগ ব্যবস্থাপনা করপোরেশন ব্ল্যাকরক চলতি বছর ২০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। মূলত কোম্পানির কৌশলগত পরিকল্পনার সঙ্গে সম্পদের পুনর্বিন্যাসের অংশ হিসেবে এবার কর্মী ছাঁটাই করবে কোম্পানিটি। এদিকে ছাঁটাইয়ের পাশাপাশি নিয়োগ দেওয়ারও পরিকল্পনা আছে তাদের।
ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটসবিশ্বের অন্যতম বৃহৎ হেজ ফান্ড ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটস ইতিমধ্যে ৯০ জন কর্মী ছাঁটাই করেছে। মূলত কোম্পানি ব্যয় নির্বাহ ও পরিচালনাগত দক্ষতা বজায় রাখার স্বার্থে তারা এই ছাঁটাই করেছে।
ওয়াশিংটন পোস্টযুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ পত্রিকা ওয়াশিংটন পোস্ট ৪ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ঘোষণা করেছে। ডিজিটাল মাধ্যমের পাঠক কমে যাওয়ায় পত্রিকাটি যে ক্ষতির সম্মুখীন হয়েছে, তা পোষাতেই তাদের ছাঁটাইয়ের পরিকল্পনা। তবে বার্তাকক্ষে ছাঁটাই হচ্ছে না বলে জানিয়েছে তারা। ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত বিভাগে এই ছাঁটাই হবে।
অ্যালাই ফাইন্যান্সিয়ালআরেক ডিজিটাল আর্থিক সেবা অ্যালাই ফাইন্যান্সিয়াল চলতি বছর ৫০০ কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে। কোম্পানির কর্মী সংখ্যা যথাযথ পর্যায়ে নিয়ে আসার লক্ষ্যে তারা এই ছাঁটাই পরিকল্পনা করেছে।
অ্যামাজনঅ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি বলেছেন, কোম্পানির পরিচালনাগত উন্নয়নের লক্ষ্যে প্রায় ১৪ হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা আছে চলতি বছর। এতে কোম্পানির বার্ষিক প্রায় ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলার বাঁচবে বলে জানিয়েছে তারা।
এ ছাড়া বোয়িংসহ আরও কয়েকটি এয়ারলাইনস বা বিমান পরিষেবা দেওয়া কোম্পানি চলতি বছর কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে।
সারা বিশ্বে কর্মী ছাঁটাইয়ের পেছনে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার বড় ভূমিকা আছে বলে ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে। ড্রপবক্স, গুগল ও আইবিএমের মতো কোম্পানি এআই অধিগ্রহণজনিত ছাঁটাইয়ের পরিকল্পনা ইতিমধ্যে ঘোষণা করেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জরিপে দেখা গেছে, এআই গ্রহণের কারণে আরও অনেক কোম্পানি ভবিষ্যতে কর্মী ছাঁটাই করবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের কাছে আবারো ইলিশের জন্য অনুরোধ করেছে ভারত
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের রূপালি ইলিশ চেয়ে অন্তর্বর্তী সরকারকে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ী সংগঠন। মঙ্গলবার (২৯ জুলাই) সেই চিঠি দেওয়া হয়েছে কলকাতার ফিস ইমপোর্টারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে।
আর মাত্র ২ মাসের কম সময় বাকি দুর্গোৎসবের। আগামী সেপ্টেম্বরের শেষে পশ্চিমবঙ্গে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, এরপর ভারতজুড়ে কালীপূজা, দীপাবলি ইত্যাদি। এই উপলক্ষে গত কয়েক বছর ধরে পূজা মৌসুমে ভারতে ইলিশ মাছ রপ্তানি করে থাকে বাংলাদেশ সরকার। যদিও তা করা হয় ভারতের অনুরোধে। আর এবারও সেই অনুরোধের ব্যতিক্রম হলো না।
গত বছর পূজা মৌসুমে পররাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপের কারণে ইলিশ এসেছিল ভারতে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে কৃতজ্ঞতা প্রকাশ করে ওই চিঠিতে লেখা হয়েছে, “অত্যন্ত বিনীত ও শ্রদ্ধার সঙ্গে আপনাকে জানানো যাচ্ছে যে, গত বছর আপনার হস্তক্ষেপের ফলে, ভারত ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছিল। পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার মৎস প্রেমীদের জন্য একটি সুস্বাদু এবং জনপ্রিয়।”
আরো পড়ুন:
সিরিজের শেষ ম্যাচে নেই স্টোকস, দায়িত্বে পোপ
শেষ ম্যাচের আগে ভারতের শিবিরে ধাক্কা, বিশ্রামে বুমরাহ
এরপরই লেখা হয়েছে, “দুর্গাপূজা-২০২৫ এর কাউন্টডাউন শুরু হওয়ায়, আমরা আপনাকে আসন্ন দুর্গাপূজার জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি। উল্লেখ্য এ বছর দুর্গাপূজা ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে পড়েছে।”
তবে প্রতিবছর অনুমোদিত ইলিশের সম্পূর্ণ কোটা রপ্তানি না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছে সংগঠনটি। চিঠিতে উল্লেখ করা হয়, “গত বছর আপনার অফিস কর্তৃক প্রদত্ত ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ মাছের মধ্যে মাত্র ৫৭৭ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করা সম্ভব হয়েছিল। তার আগের বছর (২০২৩) ৩ হাজার ৯৫০ মেট্রিক টনের মধ্যে মাত্র ৫৮৭ মেট্রিক টন, ২০২২ সালে ২ হাজার ৯০০ মেট্রিক টনের মধ্যে ১ হাজার ৩০০ মেট্রিক টন এবং ২০২১ সালে ৪ হাজার ৬০০ মেট্রিক টনের মধ্যে ১২শ মেট্রিক টন ইলিশ রপ্তানি করেছি।”
এই সমস্যার কারণ হিসেবে রপ্তানির জন্য বেঁধে দেওয়া সময়সীমাকে দায়ী করা হয়েছে। ফিশ ইম্পোর্টারস অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, “প্রায় প্রতি বছরই আমরা অনুমোদিত ইলিশ মাছের সম্পূর্ণ পরিমাণ গ্রহণ করতে ব্যর্থ হই। কারণ রপ্তানি পারমিটগুলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকে। যেমন ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে সম্পূর্ণ পরিমাণ রপ্তানি করতে হয়। এত বিশাল পরিমাণ রপ্তানির জন্য এই সময়সীমা আসলে যথেষ্ট নয়। তাই আপনার কাছে আমাদের অনুরোধ, যে দয়া করে কোনো সময়সীমা ছাড়াই ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার কথা বিবেচনা করা হোক।”
চিঠিতে অন্তর্বর্তী সরকারের এক বছর সফলভাবে সম্পন্ন করার জন্য অভিনন্দন জানিয়েছে পশ্চিমবঙ্গের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন।
বর্তমান সরকারের আমলে ভারতের সঙ্গে আরো শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের প্রত্যাশা ব্যক্ত করেছে ব্যবসায়ীদের এ সংগঠন।
ঢাকা/সুচরিতা/ফিরোজ