২০২১ সাল থেকে বিশ্বের প্রযুক্তি কোম্পানিগুলোতে যে ছাঁটাই প্রবণতা শুরু হয়েছে, তা ২০২৫ সালেও চলবে। তবে ছাঁটাই আর এখন প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই; মিডিয়া, আর্থিক, উৎপাদন ও খুচরা বিক্রেতা কোম্পানিগুলোতেও ছাঁটাই হবে।

ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ ও দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের মধ্যে এই ছাঁটাই হবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের জগতে দ্রুত পরিবর্তন ঘটছে। অনেক কোম্পানি এখন এআইতে বিনিয়োগ করতে বাধ্য হচ্ছে।

বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনের সূত্রে ইকোনমিক টাইমস জানিয়েছে, আগামী পাঁচ বছরে বিশ্বের ৪১ শতাংশ কোম্পানি এআই গ্রহণের কারণে কর্মী ছাঁটাই করতে বাধ্য হবে। ২০২৫ সালে যেসব কোম্পানি কর্মী ছাঁটাই করতে পারে, তার তালিকা নিচে দেওয়া হলো—

মাইক্রোসফট

পারফরম্যান্স বা কর্মনৈপুণ্য ব্যবস্থাপনা কৌশলের অংশ হিসেবে মাইক্রোসফটে কর্মী ছাঁটাই অব্যাহত আছে। সত্য নাদেলার নেতৃত্বে এই প্রক্রিয়া অব্যাহত আছে তাদের। তথ্যানুসারে মাইক্রোসফট বিভিন্ন বিভাগের যেসব কর্মী কাঙ্ক্ষিত পরিমাণে কাজ করতে পারছেন না, তাঁদের ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। এর মধ্যে তাঁদের নিরাপত্তা বিভাগের কর্মীরাও আছেন। তবে এবার বেশি কর্মী ছাঁটাইয়ের শিকার হবেন না বলে জানা গেছে।

ব্ল্যাকরক

বৈশ্বিক বিনিয়োগ ব্যবস্থাপনা করপোরেশন ব্ল্যাকরক চলতি বছর ২০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। মূলত কোম্পানির কৌশলগত পরিকল্পনার সঙ্গে সম্পদের পুনর্বিন্যাসের অংশ হিসেবে এবার কর্মী ছাঁটাই করবে কোম্পানিটি। এদিকে ছাঁটাইয়ের পাশাপাশি নিয়োগ দেওয়ারও পরিকল্পনা আছে তাদের।

ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটস

বিশ্বের অন্যতম বৃহৎ হেজ ফান্ড ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটস ইতিমধ্যে ৯০ জন কর্মী ছাঁটাই করেছে। মূলত কোম্পানি ব্যয় নির্বাহ ও পরিচালনাগত দক্ষতা বজায় রাখার স্বার্থে তারা এই ছাঁটাই করেছে।

ওয়াশিংটন পোস্ট

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ পত্রিকা ওয়াশিংটন পোস্ট ৪ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ঘোষণা করেছে। ডিজিটাল মাধ্যমের পাঠক কমে যাওয়ায় পত্রিকাটি যে ক্ষতির সম্মুখীন হয়েছে, তা পোষাতেই তাদের ছাঁটাইয়ের পরিকল্পনা। তবে বার্তাকক্ষে ছাঁটাই হচ্ছে না বলে জানিয়েছে তারা। ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত বিভাগে এই ছাঁটাই হবে।

অ্যালাই ফাইন্যান্সিয়াল

আরেক ডিজিটাল আর্থিক সেবা অ্যালাই ফাইন্যান্সিয়াল চলতি বছর ৫০০ কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে। কোম্পানির কর্মী সংখ্যা যথাযথ পর্যায়ে নিয়ে আসার লক্ষ্যে তারা এই ছাঁটাই পরিকল্পনা করেছে।

অ্যামাজন

অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি বলেছেন, কোম্পানির পরিচালনাগত উন্নয়নের লক্ষ্যে প্রায় ১৪ হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা আছে চলতি বছর। এতে কোম্পানির বার্ষিক প্রায় ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলার বাঁচবে বলে জানিয়েছে তারা।

এ ছাড়া বোয়িংসহ আরও কয়েকটি এয়ারলাইনস বা বিমান পরিষেবা দেওয়া কোম্পানি চলতি বছর কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে।

সারা বিশ্বে কর্মী ছাঁটাইয়ের পেছনে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার বড় ভূমিকা আছে বলে ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে। ড্রপবক্স, গুগল ও আইবিএমের মতো কোম্পানি এআই অধিগ্রহণজনিত ছাঁটাইয়ের পরিকল্পনা ইতিমধ্যে ঘোষণা করেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জরিপে দেখা গেছে, এআই গ্রহণের কারণে আরও অনেক কোম্পানি ভবিষ্যতে কর্মী ছাঁটাই করবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৩০ এপ্রিল ২০২৫)

আইপিএল, পিএসএল ও চ্যাম্পিয়নস লিগে আছে একটি করে ম্যাচ।চট্টগ্রাম টেস্ট, ৩য় দিন

বাংলাদেশ–জিম্বাবুয়ে
সকাল ১০টা, বিটিভি

আইপিএল

চেন্নাই সুপার কিংস–পাঞ্জাব কিংস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

পিএসএল

লাহোর কালান্দার্স–ইসলামাবাদ ইউনাইটেড
রাত ৯টা, নাগরিক টিভি

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

সেমিফাইনাল ১ম লেগ
বার্সেলোনা–ইন্টার মিলান
রাত ১টা, সনি স্পোর্টস টেন ২

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (১ মে ২০২৫)
  • মহান মে দিবস: শ্রমিকের অধিকার রক্ষায় সংস্কারে জোর সরকারের
  • ইউসেপ বাংলাদেশ নেবে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট, বয়স ৩৫ হলেও আবেদন
  • সিলেট আর্মি আইবিএতে বিবিএ প্রোগ্রাম, আবেদন শেষ ৪ মে
  • কোহিনুর কেমিক্যালের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৮.৪২ শতাংশ
  • ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে ব্যাংকে চাকরি, স্নাতকে জিপিএ–৩ হলে আবেদন
  • রোনালদোর আল নাসর কেন নেই ক্লাব বিশ্বকাপে
  • আজ টিভিতে যা দেখবেন (৩০ এপ্রিল ২০২৫)
  • সাপ্তাহিক পত্রিকা : সোনালি অতীত ও প্রসঙ্গকথা
  • পুঁজিবাজারে ধারাবাহিক পতনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি