রান পাচ্ছেন না, রান পাচ্ছেন না। সর্বশেষ সাত ওয়ানডেতে এক অঙ্কের রান। চলমান বিপিএলেও প্রথম চার ম্যাচে রান না পাওয়ার পর বাদ পড়েছিলেন পরের ম্যাচ থেকে। ব্যাটে এই রানখরার কারণে তামিম ইকবাল অবসর ঘোষণা করার পরও তাই চ্যাম্পিয়নস ট্রফির দরজা খোলেনি লিটন দাসের জন্য। আলোচনায় থেকেও শেষ মুহূর্তে কাটা পড়েছে তাঁর নাম।

মিরপুরে আজ দুপুরে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানালেন, তাঁদের চ্যাম্পিয়নস ট্রফির দলে লিটন নেই এবং ঠিক আজ সন্ধ্যায়ই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লিটন যেন আফসোসের সমুদ্রে ছুঁড়ে ফেললেন পুরো নির্বাচক কমিটিকেই। এই লিটন দলে নেই!

৪৩ বলে ৭৩ রান করে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে আগের ম্যাচেই রানে ফেরার বার্তা দিয়েছিলেন। আজ তো দুর্বার রাজশাহীর বিপক্ষে ৪৪ বলেই করে ফেললেন টি–টোয়েন্টি ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি। রাজশাহীর পেসার শফিউল ইসলামের বলে স্ট্রেট ড্রাইভে আসা সেই নিখুঁত বাউন্ডারির পরও লিটনের শরীরী ভঙিতে উদযাপনের কোনো লক্ষণ নেই। শুধু ব্যাটটা একটু তুললেন কি তুললেন না!

রেগে–মেগে সেঞ্চুরি করলে এরকমই হয় কি না, কে জানে! এরকম সময়ে তেড়েফুড়ে উদযাপনের নজিরও আছে অবশ্য। কিন্তু লিটনের চরিত্রটাই বোধহয় এমন যে, প্রতিবাদও জানাবেন ভাষাহীন ভাষায়। তাঁর হয়ে যা বলার ব্যাটই বলবে।

চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা না হওয়ার খবর পাওয়ার দিনেই স্বীকৃত টি–টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরি পেয়ে গেছেন লিটন দাস.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামে এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।

শনিবার (১৩‌ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্ত পিলার ১৫২/৭ এস মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ হস্তান্তর করেন।

শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাতে শান্ত ১০-১২ জন সহযোগী নিয়ে জামালপুর সীমান্ত দিয়ে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের নিউ উদয় বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা গুলি ছুঁড়লে শান্ত গুলিবিদ্ধ হন। পালিয়ে যান সঙ্গে থাকা সদস্যরা। আহতাবস্থায় শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকেলে তার লাশ হস্তান্তর করা হয়।

বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, ‘‘শনিবার সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে শান্তর লাশ হস্তান্তর করা হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ