Samakal:
2025-08-01@13:58:32 GMT

সড়ক বন্ধের সংস্কৃতি বন্ধ হোক

Published: 12th, January 2025 GMT

সড়ক বন্ধের সংস্কৃতি বন্ধ হোক

রাজনৈতিক নেতাদের নিয়ে মানুষের আবেগ-উচ্ছ্বাস থাকবে। এটি দোষের কিছু নয়। কিন্তু সেই আবেগ প্রদর্শন যদি অসংখ্য মানুষের ভোগান্তির কারণ হয়; তবে সেটি বিবেক দিয়ে ভাবা দরকার। জনস্বার্থবিরোধী যে কোনো আবেগ নিয়ন্ত্রণ করা জরুরি। দেশের রাজনৈতিক সংস্কৃতিতে সড়ক অবরোধ করে প্রটোকল দেওয়া রেওয়াজে পরিণত হয়েছে। 

একজন রাজনীতিবিদ কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তি বিভিন্ন প্রয়োজনে দেশ-বিদেশ সফর করতেই পারেন। কিন্তু সেটিকে কেন্দ্র করে যখন মানুষের ভোগান্তি বাড়ে, তখন তা অত্যন্ত হতাশার। যেমন ৭ জানুয়ারি যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁর এই যাত্রা দেশের রাজনীতিতে যেমন আলোচিত ছিল, তেমনি নেতাকর্মীর মধ্যেও খুব আনন্দের উপলক্ষ। ফলে তাঁকে বিদায় জানাতে এয়ারপোর্ট এলাকায় ছিল নেতাকর্মীর ভিড়। ওইদিন সন্ধ্যার পর থেকেই এয়ারপোর্টমুখী সড়কে যান চলাচলে স্থবিরতা দেখা দেয়। এক পর্যায়ে গাড়ির চাকা থেমে যায়। এতে প্রায় চার ঘণ্টার যানজটে পড়েন যাত্রীরা। এর প্রভাব পড়ে প্রায় পুরো ঢাকার সড়কপথে। দীর্ঘদিন পর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর এবারের বিদেশযাত্রা নানা কারণে গুরুত্বপূর্ণ। কিন্তু ভ্রমণের রাজনৈতিক-কূটনৈতিক গুরুত্ব আলোচনা এই লেখার উদ্দেশ্য নয়। 

এ অবস্থায় কর্মীদের উচিত নেতার সুস্থতা কামনায় দোয়া করা। এর চেয়ে বড় সমর্থন আর কী হতে পারে? কিন্তু দোয়ার পরিবর্তে তারা ঢাকার ব্যস্ততম সড়কগুলোতে অবস্থান নিয়েছে। এতে রাস্তা ঘণ্টার পর ঘণ্টা বন্ধ রাখা হয়েছে। এতে পথচারীদের ভয়াবহ ভোগান্তির শিকার হতে হয়েছে। 

দেশে এ ধরনের ঘটনা নতুন কিছু নয়। কিন্তু আমরা কেন এ ধরনের আচরণ যুগের পর যুগ ধরে রাখব? এমনিতেই ঢাকার ট্রাফিকের চাপ অসহনীয় পর্যায়ে চলে গেছে। এ ধরনের যানজটে বহু মুমূর্ষু রোগী অ্যাম্বুলেন্সে আটকে থাকেন। কতজনের জরুরি মিটিং মিস হয়। আমি নিজেও এ রকম পরিস্থিতিতে একটা অনুষ্ঠানে যেতে পারিনি; মাঝপথ থেকে ফিরে এসেছি। ৩০ মিনিটের রাস্তায় ৩ ঘণ্টা আটকে ছিলাম।
আমরা যারা ঢাকায় বসবাস করি, তাদের প্রতিনিয়ত এই বিড়ম্বনায়  পড়তে হয়। ‘ভিআইপি পাস’-এর নামে ঘণ্টার পর ঘণ্টা সড়কে কাটাতে হয়। নাগরিকদের ভোগান্তি দেওয়ার এই সংস্কৃতি কি পৃথিবীর কোনো দেশে আছে?
লাখ লাখ মানুষকে ভোগান্তিতে ফেলে প্রটোকল দেওয়ার রাজনৈতিক অপসংস্কৃতির পরিবর্তন হতে হবে। আমাদেরও এই অপসংস্কৃতি থেকে বের হতে হবে। সব রাজনৈতিক সংগঠনকে এমন কার্যকলাপ পরিহার করা অত্যন্ত আবশ্যক। 

একটা ঘটনা বলে শেষ করব। ছাত্রজীবনে যখন আমরা হলে থাকতাম, তখন মনে মনে শেখ হাসিনার পতন চাইতাম। কেন জানেন? বড় কোনো কারণে নয়। উচ্চ শব্দে যাতে মাইক বাজানো বন্ধ হয়। দলের কিছু কর্মী ক্যাম্পাসে পুরো মাস মাইক বাজাত। ৭ মার্চের ভাষণ আমরা প্রত্যেকেই পছন্দ করি। কিন্তু তার মানে এই নয় যে, বিরতিহীনভাবে উচ্চ স্বরে আপনি তা শুনতে বাধ্য করবেন। আমাদের ক্যাম্পাস ছিল ১৭৫ একরের ছোট্ট গণ্ডি। সেখানে অন্তত ১০টি মাইক বাজানো হতো। সবই উচ্চ স্বরে। আবাসিক হলগুলোতে কে অসুস্থ কিংবা কার পরীক্ষার প্রস্তুতি চলছে, তা দেখার সময় যেন কারও নেই। 
সবচেয়ে মুশকিলের কথা, এসব নিয়ে আপনি কিছু বলতেও পারবেন না। বললেই বিপদ। মামলার আসামিও হতে পারেন! এমন পরিস্থিতিতে একজন দুর্বল কল্পনাবিলাসীর পক্ষে মনে মনে মহাপ্রতাপশালীর পতন চাওয়া ছাড়া উপায় ছিল না। ‘অ্যান্টি কনসেন্ট’ কত ক্ষুদ্র ভুলের কারণে উৎপাদন হতে পারে– রাজনৈতিক দলগুলোকে সে কথা মনে করিয়ে দিলাম আর কি। আশা করি, তারা এ বিষয়কে গুরুত্ব দেবে। 

অনি আতিকুর রহমান: সহসম্পাদক, সমকাল 
atikbanglaiu@gmail.

com 
 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সব্যসাচী কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ও শিল্পের মেলবন্ধন ঘটিয়েছেন

প্রথিতযশা অধ্যাপক ও পরিসংখ্যানবিদ কাজী মোতাহার হোসেন ছিলেন একজন সব্যসাচী মানুষ। তিনি নিজের কাজের মাধ্যমে বিজ্ঞান ও শিল্পের মেলবন্ধন ঘটিয়েছেন। তাঁর ঐতিহ্য শিক্ষার্থীদের ধারণ করতে হবে।

জ্ঞানতাপস কাজী মোতাহার হোসেনের ১২৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ কথাগুলো বলেন।

অনুষ্ঠানে স্মারক বক্তৃতা, বৃত্তি, পদক, পুরস্কার ও সনদ দেওয়া হয়। অনুষ্ঠানের যৌথ আয়োজক কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট।

অনুষ্ঠানে ‘যুগলের বন্ধন: কাজী নজরুল ইসলাম-কাজী মোতাহার হোসেন’ শীর্ষক স্মারক বক্তৃতা দেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী। তিনি দুই বন্ধুর সম্পর্কের রসায়নের নানা দিক তুলে ধরেন।

প্রধান অতিথি বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, এই অনুষ্ঠানের দুটো প্রাপ্তি আছে। প্রথমত, মানুষের অবদান ও মেধাকে স্বীকার করা হচ্ছে। দ্বিতীয়ত, এই উপমহাদেশের একজন প্রথিতযশা সব্যসাচী মানুষের ঋণ স্বীকার করা হচ্ছে।

কাজী মোতাহার হোসেন যেকোনো বিবেচনায় একজন দার্শনিক বলে উল্লেখ করেন নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ও শিল্পের মধ্যে মেলবন্ধন ঘটিয়েছেন। প্রথম সারির পরিসংখ্যানবিদ, বিভাগের প্রতিষ্ঠাতা ছাড়াও তিনি অনেকগুলো সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, প্রভাব বিস্তার করেছেন। একজন মানুষের ছোট জীবদ্দশায় এত গুণ সন্নিবেশিত করা কঠিন। কিন্তু তিনি তা করে দেখিয়েছেন।

সবাইকে নিয়ে চলা, প্রতিষ্ঠান তৈরি করা, নিজের জগতের বাইরে নানা কিছুতে হাত বাড়িয়ে দেওয়ার মতো ঐতিহ্য কাজী মোতাহার হোসেন করে গেছেন বলে উল্লেখ করেন নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, তাঁর সম্মানে যাঁরা আজ স্বীকৃতি পেলেন, তাঁরা এই ঐতিহ্যকে ধারণ করবেন। এটা (বিশ্ববিদ্যালয়) যে সামাজিক প্রতিষ্ঠান, সে বার্তা দেবেন। যেসব শিক্ষার্থী সম্মাননা পাচ্ছেন, তাঁদের ছোট প্রোফাইল তৈরি করে ওয়েবসাইটে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক আবদুল মাজেদ বলেন, কাজী মোতাহার হোসেন একজন সব্যসাচী মানুষ ছিলেন। বিজ্ঞানের এমন কোনো দিক নেই, যেখানে তাঁর পদচারণা ছিল না। তিনি দাবা খুব পছন্দ করতেন। দাবা খেলার কথা শুনলে তিনি ছুটে যেতেন। কাজী মোতাহার হোসেনকে নিয়ে তাঁর শোনা নানা গল্প তিনি স্মৃতিচারণা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জাফর আহমেদ খান বলেন, কাজী মোতাহার হোসেন পরিসংখ্যান চর্চার পথিকৃৎ ছিলেন। বিজ্ঞান, দাবাচর্চারও পথিকৃৎ ছিলেন। এমন কোনো পুরস্কার নেই যে, তিনি পাননি। তাঁর দেখানো পথে যেন শিক্ষার্থীরা নিজেদের আলোকিত করতে পারেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী রওনাক হোসেন। এই আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বিভিন্ন বর্ষের সেরা শিক্ষার্থীদের বই, নগদ অর্থ ও সনদ তুলে দেওয়া হয়। এ ছাড়া কাজী মোতাহার হোসেনকে নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • গঙ্গাচড়ায় হিন্দুবাড়িতে হামলা ঠেকাতে ‘পর্যাপ্ত’ ব্যবস্থা নেওয়া হয়নি
  • নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতা–কর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে মেজর
  • দেশের চারজনের একজন বহুমাত্রিক দারিদ্র্যের শিকার
  • ফ্যাসিবাদ, উগ্রবাদ যাতে মাথাচাড়া দিতে না পারে
  • ডেঙ্গুতে দুজনের, করোনাভাইরাসে একজনের মৃত্যু
  • জাওয়াইদেহ বেদুইনদের মৌখিক সাহিত্য
  • রাবিতে আ.লীগ ট্যাগ দিয়ে চিকিৎসা কর্মীকে বিবস্ত্র করে মারধর
  • ইরানের সঙ্গে সংঘাত: ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিতে সৌদি সরকারকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র
  • সিরিজের শেষ ম্যাচে নেই স্টোকস, দায়িত্বে পোপ
  • সব্যসাচী কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ও শিল্পের মেলবন্ধন ঘটিয়েছেন