আর্সেনাল ১ (৩): (৫) ১ ম্যানচেস্টার ইউনাইটেড

আলতায় বায়িনদির! ম্যানচেস্টার ইউনাইটেডের অবিশ্বাস্য জয়ের নায়কের নাম। বাড়ি তুরস্কে। ২০২৩ সালে ইউনাইটেডে যোগ দেওয়ার পর এ মৌসুমে লিগ কাপে তিনটি ম্যাচ খেলা ছাড়া ম্যানচেস্টারের ক্লাবটির জার্সি গাঁয়ে ওঠেনি তাঁর। সেই বায়িনদির এফএ কাপে প্রথমবার খেলতে নেমেই নায়ক হলেন ইউনাইটেডে। নির্ধারিত সময়ে একটি ও টাইব্রেকারে আরেকটি পেনাল্টি ঠেকিয়ে আর্সেনালের বিপক্ষে ১০ জনের ইউনাইটেডকে জেতালেন বায়িনদির। টাইব্রেকারে ৫-৩ গোলে জিতেছে ইউনাইটেড।

এমিরেটসে রোববারের ম্যাচটি নির্ধারিত সময়ে অমীমাংসিত ছিল ১-১ গোলে। অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে আর্সেনালে কাই হাভার্টজের নেওয়া দ্বিতীয় শটটি বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন বায়িনদির। ইউনাইটেড টাইব্রেকারে পাঁচ শটেই গোল পেয়েছে। ইউশুয়া জির্কজি পঞ্চম শটটি জালে প্রবেশ করতেই নিশ্চিত হয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা উঠে গেছে চতুর্থ রাউন্ডে। আর্সেনালের পঞ্চম শট নেওয়ার আর দরকার পড়েনি।

বায়িনদির নির্ধারিত সময়ে পেনাল্টি ঠেকিয়েছিলেন ৭২ মিনিটে। মার্টিন ওডেগার্ডের নেওয়া শটটিও বাঁয়ে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন। পেনাল্টি বক্সে ফাউলের শিকার হয়েছিলেন কাই হাভার্টজ। পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে হাতাহাতিতে জড়ায় দুই দলের কিছু খেলোয়াড়।

এই পেনাল্টির ১০ মিনিট আগেই ১০ জনের দল হয়ে যায় ইউনাইটেড। মিকেল মেরিনোকে স্লাইডিং ট্যাকল করতে গিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মার্চিং অর্ডার পান দালোত।

১০ মিনিট আগে ব্রুনো ফার্নান্দেজের গোলে এগিয়ে যাওয়া ইউনাইটেড তাতে একটু খেই হারায়। দালোত বিদায় নেওয়ার পরের মিনিটেই সমতা ফেরায় আর্সেনাল। গ্যাব্রিয়েলে মার্তিনেল্লির ক্রসে ভলি করে গোল করেন আরেক গ্যাব্রিয়েল, মাগালাইস।

এরপরের গল্পটা ইউনাইটেডের প্রতিরোধ ও পাল্টা আক্রমণে মাঝেমধ্যে আর্সেনাল ডিফেন্সকে তটস্থ রাখার। আর বায়িনদিরের নায়ক হওয়ার।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার শপথ ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের গেরিলা যোদ্ধাদের

বিজয়ের মাস ঢাকায় এক হলেন একাত্তরে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর যোদ্ধারা; তাঁরা শপথ নিলেন মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার।

আজ শনিবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে গেরিলা যোদ্ধাদের এই মিলনমেলায় এই বাহিনীর জীবিত সদস্যদের পাশাপাশি শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। দিনভর এই আয়োজন করে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী সমন্বয় কমিটি।

একাত্তরে মুক্তিযুদ্ধে আলাদা গেরিলা বাহিনী গঠন করে অংশ নিয়েছিলেন ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের সদস্যরা। কয়েক হাজার গেরিলা যোদ্ধার এই বাহিনীর নেতৃত্বে ছিলেন কমিউনিস্ট পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ। কুমিল্লার চৌদ্দগ্রামের বেতিয়ারার যুদ্ধে এই বাহিনীর সদস্যদের আত্মদান মুক্তিযুদ্ধের ইতিহাসে আলোচিত ঘটনা।

স্বাধীনতার পর এই গেরিলা বাহিনীর সদস্যরা মোহাম্মদ ফরহাদের নেতৃত্বে অস্ত্র সমর্পণ করেছিলেন। দেড় যুগ আগে আওয়ামী লীগ সরকার গঠনের পর মুক্তিযোদ্ধাদের যে তালিকা করেছিল, তাতে এই বাহিনীর সদস্যদের রাখা হয়নি। পরে উচ্চ আদালতের নির্দেশে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর সদস্যদের মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

শহীদ মিনারে মিলনমেলার ঘোষণাপত্র পাঠ করেন কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি এই গেরিলা বাহিনীর সদস্য ছিলেন, স্বাধীনতার পর অনুষ্ঠিত প্রথম ডাকসু নির্বাচনে ভিপি হয়েছিলেন তিনি।

ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শনিবার একাত্তরে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর মিলনমেলায় সিপিবির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম

সম্পর্কিত নিবন্ধ