টঙ্গী সরকারি কলেজ
বছর পরিক্রমার ক্রান্তিলগ্নে নতুন বছরে নতুন কিছু করতে গাজীপুরের টঙ্গী সরকারি কলেজের একঝাঁক তরুণ-তরুণী একত্র হয়েছিলেন সুহৃদ সমাবেশের ব্যানারে। দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করলেন তারা। সম্প্রতি সরকারি কলেজ মাঠে একত্র হয়ে গঠন করা হয় সুহৃদ সমাবেশ টঙ্গী সরকারি কলেজের নতুন কমিটি। শুরুতে সুহৃদ সমাবেশ কী– লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয়। এরপর পরিচিতি পর্ব শেষে গঠন করা হয় আহবায়ক কমিটি। কমিটিতে সুমাইয়া আক্তার আহ্বায়ক, তুলি ইয়াসমিন দিনা যুগ্ম আহবায়ক ও অজয় বৈদ্য সদস্য সচিব হিসেবে মনোনীত হন। এ ছাড়া অন্য সদস্যরা হলেন– তাহমিনা রেজা মৌসুমী, নুসরাত জাহান, মারজানা আক্তার ইলা, মোসাম্মত বাবলি আক্তার, জুলেখা আক্তার, মোছাম্মত কামরুন নাহার সাথী, নুসরাত জাহান শিফা, কামরুন্নাহার কেয়া, জান্নাত মহসিনা মিথি, জান্নাতুল ফেরদৌসী, নাদিয়া আক্তার প্রমি, সুমাইয়া আক্তার মুমু, মোসাম্মত সামিয়া আক্তার, মুশফিকুর রহমান সিয়াম ও খাদিজা আক্তার ইলা। আহ্বায়ক কমিটির বক্তব্য ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন সদ্য গঠিত কমিটির আহ্বায়ক সুমাইয়া আক্তার। তিনি আশা রাখেন, সুহৃদ সমাবেশের অগ্রযাত্রায় টঙ্গী সরকারি কলেজ ইউনিট উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ
সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো.
আহ্বায়ক সুহৃদ সমাবেশ, টঙ্গী
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামে এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্ত পিলার ১৫২/৭ এস মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ হস্তান্তর করেন।
শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাতে শান্ত ১০-১২ জন সহযোগী নিয়ে জামালপুর সীমান্ত দিয়ে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের নিউ উদয় বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা গুলি ছুঁড়লে শান্ত গুলিবিদ্ধ হন। পালিয়ে যান সঙ্গে থাকা সদস্যরা। আহতাবস্থায় শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকেলে তার লাশ হস্তান্তর করা হয়।
বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, ‘‘শনিবার সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে শান্তর লাশ হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব