জাতীয় জাদুঘর (মূল মিলনায়তন)
‘তান্ত্রিক ড্যান্স’, নেপাল (সকাল ১০টা ৩০ মিনিট), ‘ব্যাক টু লাভ’, চীন (বেলা ১টা), ‘দ্য লাস্ট পোস্টম্যান’ (বেলা ৩টা), ‘দ্য ল্যান্ড হয়ার উইন্ড স্টুড স্টিল’, কাজাখস্তান (৫টা), ‘শরতের জবা’, বাংলাদেশ (সন্ধ্যা ৭টা)।

জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল মিলনায়তন)
‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’, বাংলাদেশ (সকাল ১০টা ৩০ মিনিট), ৪০০ ‘ক্যাসেটার্স’, গ্রিস ও ‘দ্য এলিয়েন’, রাশিয়া (বেলা ৩টা), ‘ইন্দেরা’, মালয়েশিয়া (বিকেল ৫টা), ‘হয়ার দ্য কিডস হ্যাভ নো নেম’, বাংলাদেশ ও নেদারল্যান্ডস (সন্ধ্যা ৭টা)।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি (জাতীয় চিত্রশালা মিলনায়তন)
‘হাই, মম’, চীন (সকাল ১০টা ৩০ মিনিট), ‘মাম্মালিয়া’, জার্মানি, পোল্যান্ড ও রোমানিয়া (বেলা ১টা), ‘গন উইথ দ্য বোট’, চীন (বিকেল ৫টা ৩০ মিনিট)।

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা
‘ডিল অ্যাট দ্য বর্ডার’, কিরগিজস্তান (সকাল ১০টা ৩০ মিনিট), ‘সানডে’, উজবেকিস্তান (বেলা ২টা ৩০ মিনিট), ‘১০০ ইয়ার্ডস’, চীন (বিকেল ৪টা ৩০ মিনিট)।

আরও পড়ুনঢাকা চলচ্চিত্র উৎসবে আজ দেখা যাবে যেসব ছবি১৩ জানুয়ারি ২০২৫

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তন
‘বেলাইন’, ভারত (সকাল ১০টা ৩০ মিনিট), ‘গডস্প্রেড’, চীন (বেলা ১টা), ‘ব্যারেন’, ইরান (বেলা ৩টা), ‘প্ল্যানটাডাস’, যুক্তরাষ্ট্র (বিকেল ৫টা)।

গ্রিন বিশ্ববিদ্যালয় মিলনায়তন
‘বেলাইন’, ভারত (সকাল ১০টা ৩০ মিনিট), ‘গডস্প্রেড’, চীন (বেলা ১টা), ‘পারফরমিং কাওরুস ফিউনারেল’, জাপান (বেলা ৩টা), ‘প্ল্যানটাডাস’, যুক্তরাষ্ট্র (বিকেল ৫টা)

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো জাবির জাতীয় বিতর্ক উৎসব 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে‘চির উন্নত মম শির’ স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৫। গত ২৭ নভেম্বর শুরু হওয়া এই উৎসবে সারা দেশের অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশ নেন। উৎসবের সমাপনী দিনে শুক্রবার (১২ ডিসেম্বর) চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, যুক্তিবাদী ও মননশীল মানুষ গড়ে তোলার লক্ষ্যে এবারের উৎসবটি তিনটি পর্বে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৭ নভেম্বর ১৪তম আন্তঃকলেজ, ২৮ নভেম্বর ২০তম আন্তঃবিশ্ববিদ্যালয় এবং ১১ ডিসেম্বর ১৪তম আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

জাবিতে একাডেমিক নিপীড়ন প্রতিরোধে নতুন প্ল্যাটফর্মের যাত্রা শুরু

জাবির ৪৫তম ব্যাচের রাজা আকাশ, রানি ফারিন

প্রতিযোগিতায় আন্তঃবিশ্ববিদ্যালয় পর্বে চ্যাম্পিয়ন হয়েছে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রানার আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)।

আন্তঃকলেজ পর্বে চ্যাম্পিয়ন হয়েছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ এবং রানার আপ হয়েছে সেন্ট জোসেফ কলেজ। পাশাপাশি আন্তঃস্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং রানার আপ হয়েছে সেন্ট গ্রেগরী স্কুল।

জাতীয় বিতর্ক উৎসব ২০২৫-এর স্কুল পর্যায়ের যুগ্ম আহ্বায়ক ছিলেন জান্নাতুন্নেছা বিনতে জামান এমিলি, কলেজ পর্যায়ে আল লুবান এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাদমান কৌশিক। উৎসবের মূল আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জেইউডিও’র সভাপতি মির্জা সাকি।

ঢাকা/হাবীব/জান্নাত

সম্পর্কিত নিবন্ধ

  • খুলনার সেই গল্প এবার যাচ্ছে ইউরোপে
  • জেদ্দায় ১ কোটি ২২ লাখ টাকা জিতল রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত সেই সিনেমা
  • পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো জাবির জাতীয় বিতর্ক উৎসব 
  • গুলশানে বসেছে গ্রামের পৌষ উৎসব
  • নিজেদের ভাষা বাঁচানোর লড়াই করা ম্রো শিশুরা ঢাকায় আসছে
  • বেরোবিতে বিআরইউডিএফের আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব
  • মেসির দেখা পেতে কলকাতায় আসছেন শাহরুখ
  • ৪৪ নং সনমান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন
  • বিজয় দিবসে উপলক্ষে তিন দিনের নাট্যোৎসব আয়োজন করছে ডাকসু