জাতীয় জাদুঘর (মূল মিলনায়তন)
‘তান্ত্রিক ড্যান্স’, নেপাল (সকাল ১০টা ৩০ মিনিট), ‘ব্যাক টু লাভ’, চীন (বেলা ১টা), ‘দ্য লাস্ট পোস্টম্যান’ (বেলা ৩টা), ‘দ্য ল্যান্ড হয়ার উইন্ড স্টুড স্টিল’, কাজাখস্তান (৫টা), ‘শরতের জবা’, বাংলাদেশ (সন্ধ্যা ৭টা)।

জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল মিলনায়তন)
‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’, বাংলাদেশ (সকাল ১০টা ৩০ মিনিট), ৪০০ ‘ক্যাসেটার্স’, গ্রিস ও ‘দ্য এলিয়েন’, রাশিয়া (বেলা ৩টা), ‘ইন্দেরা’, মালয়েশিয়া (বিকেল ৫টা), ‘হয়ার দ্য কিডস হ্যাভ নো নেম’, বাংলাদেশ ও নেদারল্যান্ডস (সন্ধ্যা ৭টা)।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি (জাতীয় চিত্রশালা মিলনায়তন)
‘হাই, মম’, চীন (সকাল ১০টা ৩০ মিনিট), ‘মাম্মালিয়া’, জার্মানি, পোল্যান্ড ও রোমানিয়া (বেলা ১টা), ‘গন উইথ দ্য বোট’, চীন (বিকেল ৫টা ৩০ মিনিট)।

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা
‘ডিল অ্যাট দ্য বর্ডার’, কিরগিজস্তান (সকাল ১০টা ৩০ মিনিট), ‘সানডে’, উজবেকিস্তান (বেলা ২টা ৩০ মিনিট), ‘১০০ ইয়ার্ডস’, চীন (বিকেল ৪টা ৩০ মিনিট)।

আরও পড়ুনঢাকা চলচ্চিত্র উৎসবে আজ দেখা যাবে যেসব ছবি১৩ জানুয়ারি ২০২৫

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তন
‘বেলাইন’, ভারত (সকাল ১০টা ৩০ মিনিট), ‘গডস্প্রেড’, চীন (বেলা ১টা), ‘ব্যারেন’, ইরান (বেলা ৩টা), ‘প্ল্যানটাডাস’, যুক্তরাষ্ট্র (বিকেল ৫টা)।

গ্রিন বিশ্ববিদ্যালয় মিলনায়তন
‘বেলাইন’, ভারত (সকাল ১০টা ৩০ মিনিট), ‘গডস্প্রেড’, চীন (বেলা ১টা), ‘পারফরমিং কাওরুস ফিউনারেল’, জাপান (বেলা ৩টা), ‘প্ল্যানটাডাস’, যুক্তরাষ্ট্র (বিকেল ৫টা)

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নবান্নের পিঠায় সুবাসিত রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কৃষি অনুষদ প্রাঙ্গণে লেগেছে নবান্নের হাওয়া। ‘হিম হিম শীতের বাতাস, উষ্ণতায় ছড়ায় পিঠা পুলির সুবাস’- প্রতিপাদ্যে প্রাণবন্ত নবান্ন ও ‘পিঠা উৎসব ১৪৩২’ এর আয়োজন করে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন সমিতি।

রবিবার (১৬ নভেম্বর) দিনের শুরুতে সকাল ৯টায় ধান কেটে উৎসবের উদ্বোধন করা হয়। নতুন ধান ঘরে তুলেই নবান্ন উদযাপনের যে বৈচিত্র্যময় গ্রামীণ ঐতিহ্য, তারই এক দৃষ্টিনন্দন প্রতিফলন দেখা যায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ চত্বরে। এরপরই শুরু হয় পিঠার বর্ণিল আয়োজন, যেখানে জড়ো হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ।

আরো পড়ুন:

রাবিতে শিবিরের নবীনবরণে ডাকসুসহ ৩ ছাত্র সংসদের ভিপি

রাবি ছাত্রলীগের সাবেক নেতা আটক

প্রতি বছরের মতো এবারো উৎসবমুখর পরিবেশে পিঠা খাওয়া, নাচ-গান, আনন্দ-উল্লাসে পুরো অনুষদ প্রাঙ্গণ সরগরম হয়ে ওঠে। অনুষদের সামনে থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উৎসবকে আরো প্রাণবন্ত করে তোলে।

এবারের পিঠা উৎসবে ছিল শিক্ষার্থীদের তৈরি প্রায় দেড় শতাধিক পদের পিঠা। বিভিন্ন স্টলে সাজানো ছিল দুধপুলি, চন্দ্রপুলি, নারকেল পুলি, তেলপিঠা, নকশী পিঠা, দুধচিতই, শামুক পিঠা, জামাই পিঠা, পাটি সাপটা, গোলাপ ফুল, সুজির বড়া, মালাই বিহার, ডাবের পুডিং, রূপালি পিঠা, বুটের বরফি, মোহনভোগ, ডিম সুন্দরী, মাছের পিঠা, গাজরের হালুয়া, খিরপুলি, এভাবে দীর্ঘ তালিকা।

এত বৈচিত্র্যময় পিঠার সমাহার যেন একদিনের জন্য কৃষি অনুষদকে পরিণত করেছিল শীতের গ্রামীণ স্বাদবাজারে।

১০ টাকা থেকে শুরু হওয়া বিভিন্ন দামের এসব পিঠা কিনতে উৎসবে আসা শিক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পিঠার স্বাদ যেমন আনন্দ দিয়েছে, তেমনি শিক্ষার্থীদের সৃজনশীল আয়োজন মুগ্ধ করেছে সবাইকে।

এগ্রোনোমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী জেরিন জেবা বলেন, “নবান্ন উৎসব আমাদের বিভাগের একটি ঐতিহ্য। নতুন ধান উঠলে ঘরে পিঠা তৈরি করার যে সংস্কৃতি, আমরা সেটাকেই ধারণ করি। এই উৎসব আমাদের সাংস্কৃতিক শেকড়ের সঙ্গে যুক্ত রাখে।”

আরেক শিক্ষার্থী ধ্রুব বলেন, “নবান্ন উৎসব আমাদের বিভাগের একটা ঐতিহ্য। ঐতিহ্যকে ধারণ করে আমাদের বিভাগের প্রতি বছর এ আয়োজন করে থাকে। এ আয়োজনের সব থেকে ভালো লাগার জায়গা হলো পিঠা উৎসব। আমরা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করছি, বিক্রি করছি। এর মাধ্যমে নবান্নের উৎসবকে আরো বেশি আমেজময় করে তুলেছে।”

বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, “নবান্ন আমাদের কৃষি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। শিক্ষার্থীদের এমন প্রাণবন্ত অংশগ্রহণ দেখে আমরা উৎসাহ পাই।”

ঢাকা/ফাহিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • নবান্নের যে মেলায় এক দিনে কোটি টাকার মাছ বিক্রি হয়
  • নবান্ন উৎসবে উথলীতে মাছের মেলা
  • শেখ হাসিনার ফাঁসির রায়ে বিশ্ববিদ্যালয়গুলোতে মিষ্টি বিতরণসহ নানা
  • ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল: ট্রফি নিয়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে ফুটবল–উৎসব
  • ইবিতে অভয়ারণ্যের মেহেদি উৎসব
  • জানা গেল রাজামৌলির ছবির নাম, থাকছেন মহেশ বাবু-প্রিয়াঙ্কা
  • দেশের প্রথম নারী এভারেস্টজয়ী নিশাত মজুমদারের জয়ের গল্প আসছে
  • নানা আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আদি নববর্ষ’ উদ্‌যাপন
  • মুগ্ধ করল নবান্ন উৎসবে ধান কাটার প্রতিযোগিতা
  • নবান্নের পিঠায় সুবাসিত রাবি