ঢাকা উৎসবে ‘শরতের জবা’, আরও যেসব সিনেমা দেখতে পারেন
Published: 14th, January 2025 GMT
জাতীয় জাদুঘর (মূল মিলনায়তন)
‘তান্ত্রিক ড্যান্স’, নেপাল (সকাল ১০টা ৩০ মিনিট), ‘ব্যাক টু লাভ’, চীন (বেলা ১টা), ‘দ্য লাস্ট পোস্টম্যান’ (বেলা ৩টা), ‘দ্য ল্যান্ড হয়ার উইন্ড স্টুড স্টিল’, কাজাখস্তান (৫টা), ‘শরতের জবা’, বাংলাদেশ (সন্ধ্যা ৭টা)।
জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল মিলনায়তন)
‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’, বাংলাদেশ (সকাল ১০টা ৩০ মিনিট), ৪০০ ‘ক্যাসেটার্স’, গ্রিস ও ‘দ্য এলিয়েন’, রাশিয়া (বেলা ৩টা), ‘ইন্দেরা’, মালয়েশিয়া (বিকেল ৫টা), ‘হয়ার দ্য কিডস হ্যাভ নো নেম’, বাংলাদেশ ও নেদারল্যান্ডস (সন্ধ্যা ৭টা)।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি (জাতীয় চিত্রশালা মিলনায়তন)
‘হাই, মম’, চীন (সকাল ১০টা ৩০ মিনিট), ‘মাম্মালিয়া’, জার্মানি, পোল্যান্ড ও রোমানিয়া (বেলা ১টা), ‘গন উইথ দ্য বোট’, চীন (বিকেল ৫টা ৩০ মিনিট)।
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা
‘ডিল অ্যাট দ্য বর্ডার’, কিরগিজস্তান (সকাল ১০টা ৩০ মিনিট), ‘সানডে’, উজবেকিস্তান (বেলা ২টা ৩০ মিনিট), ‘১০০ ইয়ার্ডস’, চীন (বিকেল ৪টা ৩০ মিনিট)।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তন
‘বেলাইন’, ভারত (সকাল ১০টা ৩০ মিনিট), ‘গডস্প্রেড’, চীন (বেলা ১টা), ‘ব্যারেন’, ইরান (বেলা ৩টা), ‘প্ল্যানটাডাস’, যুক্তরাষ্ট্র (বিকেল ৫টা)।
গ্রিন বিশ্ববিদ্যালয় মিলনায়তন
‘বেলাইন’, ভারত (সকাল ১০টা ৩০ মিনিট), ‘গডস্প্রেড’, চীন (বেলা ১টা), ‘পারফরমিং কাওরুস ফিউনারেল’, জাপান (বেলা ৩টা), ‘প্ল্যানটাডাস’, যুক্তরাষ্ট্র (বিকেল ৫টা)
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সাতক্ষীরায় হয়ে গেল স্টেম ফেস্ট
নারী শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিভিন্ন কার্যক্রমে আগ্রহী করতে গতকাল বুধবার সাতক্ষীরার তালা উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেল ‘স্টেম ফেস্ট ২০২৫’। স্টেম অ্যান্ড আইসিটি স্কিলস ফর দ্য গার্লস অব কোস্টাল এরিয়া প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই প্রযুক্তি উৎসবে উপজেলার সাতটি বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা তাদের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন করে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্টেম অ্যান্ড আইসিটি স্কিলস ফর দ্য গার্লস অব কোস্টাল এরিয়া প্রকল্প।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে আয়োজিত এ প্রযুক্তি উৎসবে তালা উপজেলার দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। উৎসবে ১৮টি বিজ্ঞানভিত্তিক প্রকল্প, ২২টি পোস্টার প্রেজেন্টেশনসহ প্রোগ্রামিং, কুইজ ও রোবোটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ এবং স্টেম অ্যান্ড আইসিটি স্কিলস ফর দ্য গার্লস অব কোস্টাল এরিয়া প্রকল্পের ব্যবস্থাপক শাখিরা আফরোজ উপস্থিত ছিলেন।