গায়িকা নেহা কাক্করকে গ্রেপ্তারের ছবির সত্যতা কী?
Published: 14th, January 2025 GMT
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কাক্করের পরনে শাড়ি। ভারতীয় পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আর অঝোরে কাঁদছেন এই শিল্পী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েপড়া একাধিক ছবিতে এমন দৃশ্য দেখা যায়; যা এখন রীতিমতো ভাইরাল।
গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে নেহা কাক্করের এই ছবি। ছড়িয়ে পড়া ছবির ক্যাপশনে বলা হয়েছে— “নেহা কাক্করের ক্যারিয়ারের করুণ সমাপ্তি! খবরটি সমস্ত ভারতীয় মানুষের কাছে বড় একটি ধাক্কা।” পাশাপাশি জানানো হয়, একটি ট্রেডিং কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার করা হয়েছে নেহা কাক্করকে।
বিষয়টি নিয়ে চর্চা চলছে অন্তর্জালে। নেটিজেনদের অনেকে এই খবরে হতবাক হয়েছেন। অনেক তার গ্রেপ্তারের খবর ও ছবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কিন্তু ভাইরাল ছবি ও খবরের সত্যতা কী?
আরো পড়ুন:
‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমার রজত জয়ন্তী: স্মৃতির ডায়েরি খুললেন হৃতিক
রাহুল গান্ধীকে ‘গাধা’ বললেন পরেশ রাওয়াল!
দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, নেহা কাক্করের গ্রেপ্তারের খবরটি সত্য নয়। আর যে ছবিটি ভাইরাল হয়েছে তা-ও কৃত্রিমভাবে বানানো। মূলত, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে ছবিটি। আরেকজন নারীকে গ্রেপ্তারের ছবি সম্পাদনা করে নেহার মুখ বসানো হয়েছে।
নেহার গ্রেপ্তারের খবর ও ছবি ছড়িয়ে পড়লেও এখনো নীরবতা ভাঙেননি এই শিল্পী কিংবা তার টিম।
গত বছর ভারতের একঝাঁক তারকার ডিপফেক ভিডিওর শিকার হন। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তারকা অভিনেত্রীদের অশ্লীল ভিডিও বানিয়ে অন্তর্জালে ছেড়ে দেওয়া হয়। এ তালিকায় রয়েছেন— আলিয়া ভাট, রাশ্মিকা মান্দানা, সানি লিওন, আনুশকা শেঠি প্রমুখ।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের বিশ্বকাপ শুরু আজ, বন্ধুত্ব ভুলে মাঠে প্রতিপক্ষ নিগার–সানা
গত এপ্রিলে মহা নাটকের পর দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপে টিকিট পেয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের কাছে হেরে বাছাইপর্ব থেকে প্রায় ছিটকেই পড়েছিল নিগার সুলতানার দল। তবে সেদিনই পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিয়ানরা নেট রান রেটের হিসাব মেলাতে ব্যর্থ হওয়ায় সূক্ষ্মতম ব্যবধানে বিশ্বকাপে উঠে যায় বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচটির খোঁজখবর সেদিন বাংলাদেশের প্রায় সব ক্রিকেট-ভক্তই রাখছিলেন। ম্যাচটির দিকে চোখ রেখেছিলেন বাংলাদেশ নারী দলের খেলোয়াড়েরাও। তবে একজন ছিলেন ব্যতিক্রম—নিগার সুলতানা। পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ বাংলাদেশ দলের অধিনায়ক টেনশনে আর খেলা দেখতে বসেননি, টিম হোটেলের বারান্দায় একাকী পায়চারি করছিলেন।
পায়চারি করতে করতেই বাংলাদেশের বিশ্বকাপের টিকিট পাওয়ার খবরটি পেয়েছিলেন নিগার। তবে সতীর্থদের কারও কাছ থেকে নয়, নিগার খবরটি পেয়েছিলেন যাঁদের কাছে হেরে বিশ্বকাপ অনিশ্চিত হয়ে পড়েছিল, সেই পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানার কাছ থেকে। পাকিস্তান অধিনায়ক ফোন করে নিগারকে জানিয়েছিলেন বাংলাদেশ কোয়ালিফাই করেছে।
নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট খেলতে গিয়েই নিগার ও সানার বন্ধুত্ব। সেই সৌজন্যেই সেদিন বাংলাদেশ অধিনায়ককে অভিনন্দন জানিয়েছিলেন সানা। আইসিসি ডিজিটালে বন্ধুত্বের গল্পটা বলেছেন নিগার।
আরও পড়ুননারী বিশ্বকাপের প্রাইজমানি বাড়ল চার গুণ, কোন দল কত টাকা পাবে০১ সেপ্টেম্বর ২০২৫তবে আজ ‘বন্ধু থেকে শত্রু’ হয়ে যাবেন দুজন। কলম্বোয় মেয়েদের বিশ্বকাপে যে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। এই ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে দুই দল। এমন দুই দল, যাদের চোখে শিরোপা জয়ের কোনো স্বপ্ন নেই, আছে শুধু নিজেদের ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন।
বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে হ্যামিল্টনে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। ৫০ ওভারের বিশ্বকাপ অভিষেকে বাংলাদেশ ওই একটি ম্যাচই জিতেছিল। ওই একটি জয়েই আট দলের বিশ্বকাপে সপ্তম হয়েছিল বাংলাদেশ। পাকিস্তানও জিতেছিল একটি ম্যাচ। তবে নেট রান রেটে এগিয়ে থাকাতেই পাকিস্তানের ওপরে থেকে বিশ্বকাপ শেষ করে বাংলাদেশ।
নেটে মারুফা আক্তারের অনুশীলন। গতকাল কলম্বোয়