জামালপুরের মেলান্দহে ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে রয়েছে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি। এতে বন্ধ রয়েছে জামালপুর-দেওয়ানগঞ্জ লাইনে ট্রেন চলাচল। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে দুরমুট ফুলতলা এলাকায় ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

পুলিশের অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম জানান, বিকেল ৩টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় তিস্তা এক্সপ্রেস ট্রেনটি। পরে দুরমুট স্টেশন পার হওয়ার পরই ইঞ্জিন বিকল হয়ে যায়। টেকনিশিয়ানরা ইঞ্জিন মেরামতের কাজ করছেন। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। যাত্রীরা স্বাভাবিক রয়েছেন। 

তিনি বলেন, “ট্রেনটি উদ্ধারে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ইঞ্জিন রওনা করেছে। দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে এই পথে।”

ঢাকা/শোভন/এস

.

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

যারা ছোট পর্দায় কাজ করি, সবারই লক্ষ্য থাকে বড় পর্দা: জোভান

ফারহান আহমেদ জোভান

সম্পর্কিত নিবন্ধ