কার্লোর চাকরি বাঁচিয়ে বড় জয় এনে দিলেন এনড্রিক
Published: 17th, January 2025 GMT
স্প্যানিশ সুপার কোপার ফাইনালে বার্সেলোনার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। এরপরই লস ব্লাঙ্কোস কোচ কার্লো আনচেলত্তির চাকরির সুতোয় টান পড়ে। সংবাদ মাধ্যম দাবি করেছিল, কোপা দেল রে’র ফলাফলের ওপর নির্ভর করছে ইতালিয়ান কোচের ভাগ্য।
ওই ভাগ্য পরীক্ষায় কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়রের গোলে ২-০ গোলের লিড নেয় রিয়াল মাদ্রিদ। কিন্তু মৌসুম জুড়ে ভোগানো রক্ষণের ভুলে শেষ দিকে জোড়া গোল খেয়ে ম্যাচ ২-২ সমতা হয়ে যায়। অতিরিক্ত সময়ে বদলি নামা তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার এনড্রিকে জোড়া গোল করে কোপা দেল রে’র শেষ ষোলোয় রিয়ালকে ৫-২ গোলের বড় জয় এনে দিয়েছেন।
বৃহস্পতিবার রাতের ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৩৭ মিনিটে এমবাপ্পের গোলে প্রথম লিড নেয় রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস ৪৮ মিনিটে ব্যবধান ২-০ করেন। ৮৩ মিনিটে জোনাথন বাম্বা ও ৯১ মিনিটে পেনাল্টি থেকে মার্কো অ্যাসেনসিও গোল করে সেল্টা ভিগোকে ২-২ গোলের সমতা এনে দেন।
অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে এমবাপ্পের বদলি হয়ে ৭৯ মিনিটে মাঠে নামেন এনড্রিক। এরপরই দুই গোল খাওয়া রিয়ালকে তিনিই উদ্ধার করেন। ১০৮ মিনিটে এনড্রিকে দলকে লিডে ফেরান। ১১২ মিনিটে গোল আসে রিয়ালের উরুগুইয়ান মিডফিল্ডার ফেদে ভালভার্দের পা থেকে। শেষ বাঁশির এক মিনিট আগে এনড্রিকে রিয়ালের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//