লালমনিরহাটে পুষ্টি ক্যান্টিন কর্মসূচির উদ্বোধন
Published: 17th, January 2025 GMT
লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে পুষ্টিকর ও নিরাপদ খাবারের প্রাপ্যতা নিশ্চিত করতে ‘পুষ্টি ক্যান্টিন’ কর্মসূচির উদ্বোধন হয়েছে।
তারুণ্যের উৎসব ২০২৫ এর অংশ হিসেবে লালমনিরহাট জেলা প্রশাসন, গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রোভড নিউট্রিশন (গেইন) ও স্কেলিং আপ নিউট্রিশন (সান) ইয়ুথ নেটওয়ার্ক বাংলাদেশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মাধ্যমে কিশোর-কিশোরীদের পুষ্টি উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রোভড নিউট্রিশনের প্রকল্প সমন্বয়কারী মেহেদী হাসান বাপ্পী।
আরো পড়ুন:
ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে শিক্ষার্থীদের সংঘর্ষ
সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহতের বিচার দাবিতে মানববন্ধন
তিনি বলেন, “মাধ্যমিক স্কুল পর্যায়ে পুষ্টিকর খাদ্য কর্মসূচি বাস্তবায়নের গুরুত্ব এবং দেশের যুব সমাজকে নেতৃত্বে এগিয়ে এনে স্কুলের কিশোর কিশোরীদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে।”
গেইনের সহায়তায় ফুড সিস্টেমস ইয়ুথ লিডারশিপ কর্মসূচির অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে ইয়ুথ লিডার মিনহাজুল ইসলাম বলেন, “নিজের কমিউনিটিতে বাস্তবায়ন করা কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট কীভাবে মাত্র ১০ টাকায় পুষ্টিকর খিচুড়ি সরবরাহের মাধ্যমে ‘পুষ্টি ক্যান্টিন’ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ও জনপ্রিয়তা অর্জন করেছে। অন্যান্য স্কুলেও এটি বাস্তবায়ন করা সম্ভব হবে।”
লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো.
গেইনের সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট সম্প্রীতা চাকমা কর্মসূচির কৌশলগত কাঠামো তুলে ধরে জানান, এটি গবেষণাভিত্তিক একটি উদ্যোগ, যার লক্ষ্য কর্মসূচির টেকসই বিস্তৃতি নিশ্চিত করা।
আলোচনা সভা শেষে লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান সদরের তিনটি নতুন স্কুল খুনিয়াগাছ এস সি উচ্চ বিদ্যালয়, হরিণচরা উচ্চ বিদ্যালয় এবং কালমাটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে ‘পুষ্টি ক্যান্টিন’ কর্মসূচি উদ্বোধন করেন।
ঢাকা/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প ষ ট কর খ
এছাড়াও পড়ুন:
বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামে এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্ত পিলার ১৫২/৭ এস মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ হস্তান্তর করেন।
শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাতে শান্ত ১০-১২ জন সহযোগী নিয়ে জামালপুর সীমান্ত দিয়ে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের নিউ উদয় বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা গুলি ছুঁড়লে শান্ত গুলিবিদ্ধ হন। পালিয়ে যান সঙ্গে থাকা সদস্যরা। আহতাবস্থায় শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকেলে তার লাশ হস্তান্তর করা হয়।
বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, ‘‘শনিবার সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে শান্তর লাশ হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব