লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে পুষ্টিকর ও নিরাপদ খাবারের প্রাপ্যতা নিশ্চিত করতে ‘পুষ্টি ক্যান্টিন’ কর্মসূচির উদ্বোধন হয়েছে।

তারুণ্যের উৎসব ২০২৫ এর অংশ হিসেবে লালমনিরহাট জেলা প্রশাসন, গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রোভড নিউট্রিশন (গেইন) ও স্কেলিং আপ নিউট্রিশন (সান) ইয়ুথ নেটওয়ার্ক বাংলাদেশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মাধ্যমে কিশোর-কিশোরীদের পুষ্টি উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রোভড নিউট্রিশনের প্রকল্প সমন্বয়কারী মেহেদী হাসান বাপ্পী।

আরো পড়ুন:

ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে শিক্ষার্থীদের সংঘর্ষ

সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহতের বিচার দাবিতে মানববন্ধন

তিনি বলেন, ‍“মাধ্যমিক স্কুল পর্যায়ে পুষ্টিকর খাদ্য কর্মসূচি বাস্তবায়নের গুরুত্ব এবং দেশের যুব সমাজকে নেতৃত্বে এগিয়ে এনে স্কুলের কিশোর কিশোরীদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে।”

গেইনের সহায়তায় ফুড সিস্টেমস ইয়ুথ লিডারশিপ কর্মসূচির অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে ইয়ুথ লিডার মিনহাজুল ইসলাম বলেন, “নিজের কমিউনিটিতে বাস্তবায়ন করা কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট কীভাবে মাত্র ১০ টাকায় পুষ্টিকর খিচুড়ি সরবরাহের মাধ্যমে ‘পুষ্টি ক্যান্টিন’ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ও জনপ্রিয়তা অর্জন করেছে। অন্যান্য স্কুলেও এটি বাস্তবায়ন করা সম্ভব হবে।”

লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো.

মাহবুবুর রহমান বলেন, “পুষ্টি ক্যান্টিন একটি দৃষ্টান্তমূলক উদ্যোগ, যা শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবার সহজলভ্য করে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে। আমি সংশ্লিষ্ট স্কুলগুলোর প্রধান শিক্ষকদের এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে উৎসাহিত করছি এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রসারণ ও বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।”

গেইনের সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট সম্প্রীতা চাকমা কর্মসূচির কৌশলগত কাঠামো তুলে ধরে জানান, এটি গবেষণাভিত্তিক একটি উদ্যোগ, যার লক্ষ্য কর্মসূচির টেকসই বিস্তৃতি নিশ্চিত করা। 

আলোচনা সভা শেষে লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান সদরের তিনটি নতুন স্কুল খুনিয়াগাছ এস সি উচ্চ বিদ্যালয়, হরিণচরা উচ্চ বিদ্যালয় এবং কালমাটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে ‘পুষ্টি ক্যান্টিন’ কর্মসূচি উদ্বোধন করেন।  

ঢাকা/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প ষ ট কর খ

এছাড়াও পড়ুন:

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে। এর আগে পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষে ফলাফল আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুনআরব আমিরাতের সেরা ১০ স্কলারশিপ: এভিয়েশন–মেডিকেলে পড়াশোনা ২ ঘণ্টা আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষে ফলাফল আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও পড়ুনপ্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ১৯ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ