ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দলে শর্তসাপেক্ষে যোগ করা হয়েছে সময়ের অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাহকে। এছাড়া মোহাম্মদ শামিকে রাখা হয়েছে আট দলের এই টুর্নামেন্টের দলে। আছেন হার্ডিক পান্ডিয়াও। 

এই তিন পেসার সর্বশেষ ভারতের হয়ে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন। এরপর ওয়ানডে খেলেননি তারা। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জনের দলে ঢুকেছেন বাঁ-হাতি তরুণ ওপেনার জশস্বী জয়সোয়াল। বেশ কিছু টেস্ট ও টি-২০ খেলে ফেললেও জয়সোয়ালের এখনো ওয়ানডে অভিষেক হয়নি।

ভারতের দলে আছেন তিন জন অলরাউন্ডার। তারা হলেন- হার্ডিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা। মিডল অর্ডারের ব্যাটিং চিন্তায় শ্রেয়াস আয়ারের সঙ্গে আছেন কেএল রাহুল। ঋষভ পান্তের বিকল্প উইকেটরক্ষকও রাহুল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তার ডেপুটি করা হয়েছে শুভমন গিলকে।

অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্টে কোমরের ইনজুরিতে পড়েন বুমরাহ। তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হলেও ইনজুরি থেকে সেরে উঠলেই খেলানো হবে বলে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারত।

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ঋষভ পান্ত, হার্ডিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, অর্শদ্বীপ সিং, জশস্বী জয়সোয়াল। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ