ফ্যাসিস্টের দোসররা দেশে বিশৃঙ্খলা করছে: সেলিমা রহমান
Published: 18th, January 2025 GMT
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, “বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছেন। তার দোসররা এখনো দেশে বিশৃঙ্খলা করছে। এদের প্রতিহত করে দেশকে মুক্ত করতে হবে। সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।”
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে বরিশাল জেলার হিজলা উপজেলা পরিষদ মাঠে স্থানীয় বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমান ৩১ দফা জনসাধারণের কাছে তুলে ধরতে উপজেলা বিএনপির উদ্যোগে এই সমাবেশ হয়েছে।
সেলিমা রহমান বলেন, “বিএনপি দেশ ও জনগণের অধিকার আদায়ের দল। এই দল দেশের প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। তাই দেশকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে নিতে তারেক রহমান ৩১ দফা উত্থাপন করেছেন। বিএনপির এই দফাগুলো বাস্তবায়ন হলেই দেশের মানুষ তার সব নাগরিক অধিকার ফিরে পাবে।”
আরো পড়ুন:
ঋণ খেলাপিদের মনোনয়ন দেবে না বিএনপি, ফখরুলের অঙ্গীকার
বাসাইলে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৫
হিজলা উপজেলা বিএনপির সভাপতি আবদুল গাফফার তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ। আরো বক্তব্য দেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, এমদাদুল হক চান, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, কেন্দ্রীয় যুবদল নেতা আবুল খায়ের খালেক হাওলাদার। সভা পরিচালনা করেন হিজলা যুবদলের আহ্বায়ক রিমন দেওয়ান ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজল খান।
ঢাকা/পলাশ/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ র স রহম ন
এছাড়াও পড়ুন:
বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামে এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্ত পিলার ১৫২/৭ এস মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ হস্তান্তর করেন।
শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাতে শান্ত ১০-১২ জন সহযোগী নিয়ে জামালপুর সীমান্ত দিয়ে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের নিউ উদয় বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা গুলি ছুঁড়লে শান্ত গুলিবিদ্ধ হন। পালিয়ে যান সঙ্গে থাকা সদস্যরা। আহতাবস্থায় শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকেলে তার লাশ হস্তান্তর করা হয়।
বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, ‘‘শনিবার সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে শান্তর লাশ হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব