মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
Published: 19th, January 2025 GMT
মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর চ্যাম্পিয়ন হয়েছে টিভি চ্যানেল নিউজ ২৪। ১৮ জানুয়ারি গুলশান-২ এর মিডিয়াকমের নিজস্ব প্রাঙ্গনে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ প্রতিদিনকে হারায় চ্যানেলটি।
চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় নুরে আলম এবং ফাইয়াজ-এর হাতে ট্রফি তুলে দেন মিডিয়াকমের ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর সভাপতি অঞ্জন চৌধুরী। এসময় মিডিয়াকম প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অঞ্জন চৌধুরী বলেন, চ্যাম্পিয়ন, রানারআপসহ অংশগ্রহণকারী সকল টিমকেই আন্তরিক অভিনন্দন। সকলে উপভোগ্য সময় পার করেছে। কর্পোরেট জগত ও মিডিয়া ইন্ডাস্ট্রি সবাই মিলে ঐক্যবদ্ধ কমিউনিটি এবং একে- অপরের পাশে আছি, তা প্রমাণিত হয়েছে। সবার একসাথে হওয়ার উপলক্ষ তৈরি করতে পারায় মিডিয়াকম আনন্দিত।
দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের আয়োজনে সংস্থাটির অংশীদার, শুভানুধ্যায়ী কর্পোরেট সংস্থা, সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, অনলাইন সংবাদ মাধ্যম ও রেডিওসহ ৩৩টি প্রতিষ্ঠান থেকে দল টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বীতা করে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ম ড য় কম
এছাড়াও পড়ুন:
অপেক্ষায় সৌমি
শোবিজের পরিচিত মুখ সেমন্তী সৌমি। ২০১২ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সেরা ১০ জনের একজন ছিলেন সেমন্তী সৌমি। এরপর মডেল হন গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে। এর মাধ্যমে দর্শক প্রথম তাঁকে টিভিপর্দায় দেখেন। সিনেমাতেও অভিষেক হয়েছে তাঁর। জুঁতসই সিনেমা না থাকায় আলো ছড়াতে পারেননি। তবে থেমে থাকছেন না তিনি। চেষ্টায় সেরাটা দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন।
সৌমি বলেন, ‘নাটকে অভিনয় করছি নিয়মিত। ওয়েব কনটেন্টেও কাজ করছি। চলচ্চিত্রে সেভাবে নেই। আসলে চলচ্চিত্র তো বড় স্কেলের। সেখানে কাজ করলে তেমন ছবি আর গল্পের হওয়া লাগবে। আমি এখন তেমন গল্পের ছবির অপেক্ষায় আছি। আমার বিশ্বাস, ঠিকই একদিন দারুণ সুযোগ চলে আসবে।’ ভালো গল্পের সিনেমায় অপেক্ষায় থাকা সৌমির ওটিটি সিরিজে অভিনয়ের খবর চাউর হয়েছে। ভিকি জাহেদের একটি ওয়েব সিরিজে কাজ করছেন বলে গুঞ্জন উঠেছে। যেখানে সহশিল্পী হিসেবে থাকছেন আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলা। যদিও কাজটির বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
সিরিজটি সম্পর্কে জানতে চাইলে নীরব থেকেছেন। সৌমিকে প্রথম দেখা যায় ‘অস্তিত্ব’ সিনেমায়। পূর্ণ নায়িকা হিসেবে তাঁকে পাওয়া যায় ‘বয়ফ্রেন্ড’-এ। এতে তাঁর নায়ক ছিলেন তাসকিন রহমান। সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালে।