হোয়াটসঅ্যাপের গ্রুপ কলের সুবিধা কাজে লাগিয়ে বন্ধু বা সহকর্মীদের সঙ্গে নিয়মিত অডিও বা ভিডিও কলে কথা বলেন অনেকেই। তবে ব্যস্ততা বা অফলাইনে থাকার কারণে সবার পক্ষে সব সময় অন্যদের করা অডিও বা ভিডিও কলে অংশ নেওয়া সম্ভব হয় না। এ সমস্যা সমাধানে ‘কল শিডিউল’সহ নতুন তিন সুবিধা যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। নতুন সুবিধাগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।

কল শিডিউল

কল শিডিউল সুবিধা চালুর ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা আগে থেকেই কল করার তারিখ, সময় ও বিষয় নির্দিষ্ট গ্রুপে জানিয়ে দিতে পারবেন। এর ফলে গ্রুপের অন্য সদস্যরা হোয়াটসঅ্যাপে প্রবেশ করলেই কল শিডিউলের বার্তা দেখতে পারবেন। ফলে নির্দিষ্ট সময়ে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে গ্রুপ কলে অংশ নিতে পারবেন। হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণে কলস ট্যাবের ‘+’ বোতামে ক্লিক করে নির্দিষ্ট দিন ও সময় নির্বাচন করা যাবে। নির্ধারিত সময়ের কিছু আগে অংশগ্রহণকারীদের কাছে গ্রুপ কলের নোটিফিকেশন পৌঁছে যাবে, ফলে সহজেই গ্রুপ কলে অংশ নেওয়া যাবে। কলস ট্যাবে একসঙ্গে আসন্ন সব কলের তালিকা ও অংশগ্রহণকারীদের নাম দেখার পাশাপাশি সরাসরি ব্যক্তিগত ক্যালেন্ডারে লিংকও যোগ করা যাবে।

আরও পড়ুনহোয়াটসঅ্যাপে অনাকাঙ্ক্ষিত গ্রুপে যুক্ত হওয়া ঠেকাবেন যেভাবে০৫ নভেম্বর ২০২৪রেইজ হ্যান্ডস ও ইমোজি রিঅ্যাকশন

আলোচনাকে আরও প্রাণবন্ত করতে হোয়াটসঅ্যাপ যুক্ত করা হয়েছে ‘রেইজ হ্যান্ডস’ সুবিধা। সুবিধাটি কাজে লাগিয়ে কোনো আলোচনা চলাকালে অন্যের কথা মাঝপথে কেটে না দিয়ে কথা বলার ইচ্ছা প্রকাশ করা যাবে। অন্যদিকে ইমোজি রিঅ্যাকশন ব্যবহার করে তাৎক্ষণিকভাবে মতামত বা অনুভূতি প্রকাশ করা যাবে।

রিয়েল টাইম ট্র্যাকিং

কল লিংক তৈরি করা ব্যক্তির জন্যও যুক্ত হয়েছে বাড়তি নিয়ন্ত্রণ–সুবিধা। কেউ লিংক ব্যবহার করে কেউ কলে যোগ দিলে সঙ্গে সঙ্গেই গ্রুপের প্রশাসক নোটিফিকেশন পাবেন। ফলে অংশগ্রহণকারীদের উপস্থিতি রিয়েল টাইমে জানা যাবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, গ্রুপ কলের নতুন সুবিধাগুলো এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে তথ্য আদান–প্রদান করে। ফলে অংশগ্রহণকারীদের বাইরে গ্রুপ কলের কোনো তথ্য অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জানতে পারবে না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুনহোয়াটসঅ্যাপে সদস্যদের নাম ছাড়াই গ্রুপ তৈরি করা যাবে০৮ মে ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ য় টসঅ য প গ র প কল র কল শ ড

এছাড়াও পড়ুন:

ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা: প্রতিবন্ধী পরীক্ষার্থীরা পাবেন অতিরিক্ত ৩০ মিনিট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ কেন্দ্রে ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে প্রতিবন্ধী (অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি) পরীক্ষার্থী থাকলে নিচের শর্তে ৩০ মিনিট অতিরিক্ত সময় পাবেন। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ২৩ নভেম্বর১৩ নভেম্বর ২০২৫

দরকারি শর্ত জেনে নিন

১. অংশগ্রহণকারী পরীক্ষার্থীকে সমাজসেবা অধিদপ্তরের ‘প্রতিবন্ধী সনদ’ থাকতে হবে।

২. পরীক্ষা শুরুর আগে অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য (প্রবেশপত্রের কপি ও প্রতিবন্ধী সনদের কপি) যাচাই করে পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

৩. অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য (প্রবেশপত্রের কপি ও প্রতিবন্ধী সনদের কপি) পরীক্ষা নিয়ন্ত্রক বা সংশ্লিষ্ট উপপরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাবেন।

আরও পড়ুনহাজী দানেশের ভর্তি বিজ্ঞপ্তি, ১৭৯৫ আসনের আবেদন শুরু ১৬ নভেম্বর১৩ নভেম্বর ২০২৫

৪. প্রতিবন্ধী পরীক্ষার্থীদের উত্তরপত্র আলাদাভাবে সিলগালা করে ‘মো. নজরুল ইসলাম তালুকদার, উপপরীক্ষা নিয়ন্ত্রক, ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর–১৭০৪’ এই ঠিকানায় পাঠাতে হবে।

৫. প্যাকেটের ওপর ‘প্রতিবন্ধী পরীক্ষার্থীর উত্তরপত্র’ লাল কালিতে লিখতে হবে।

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট : www.na.ac.bd

আরও পড়ুনসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালে ভর্তির তথ্য, আবেদন শুরু ২১ নভেম্বর১ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা: প্রতিবন্ধী পরীক্ষার্থীরা পাবেন অতিরিক্ত ৩০ মিনিট
  • ঢাবিতে ‘আর্ট ফর ইক্যুয়ালিট` ওয়ার্কশপ