হোয়াটসঅ্যাপের গ্রুপ কলের সুবিধা কাজে লাগিয়ে বন্ধু বা সহকর্মীদের সঙ্গে নিয়মিত অডিও বা ভিডিও কলে কথা বলেন অনেকেই। তবে ব্যস্ততা বা অফলাইনে থাকার কারণে সবার পক্ষে সব সময় অন্যদের করা অডিও বা ভিডিও কলে অংশ নেওয়া সম্ভব হয় না। এ সমস্যা সমাধানে ‘কল শিডিউল’সহ নতুন তিন সুবিধা যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। নতুন সুবিধাগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।

কল শিডিউল

কল শিডিউল সুবিধা চালুর ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা আগে থেকেই কল করার তারিখ, সময় ও বিষয় নির্দিষ্ট গ্রুপে জানিয়ে দিতে পারবেন। এর ফলে গ্রুপের অন্য সদস্যরা হোয়াটসঅ্যাপে প্রবেশ করলেই কল শিডিউলের বার্তা দেখতে পারবেন। ফলে নির্দিষ্ট সময়ে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে গ্রুপ কলে অংশ নিতে পারবেন। হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণে কলস ট্যাবের ‘+’ বোতামে ক্লিক করে নির্দিষ্ট দিন ও সময় নির্বাচন করা যাবে। নির্ধারিত সময়ের কিছু আগে অংশগ্রহণকারীদের কাছে গ্রুপ কলের নোটিফিকেশন পৌঁছে যাবে, ফলে সহজেই গ্রুপ কলে অংশ নেওয়া যাবে। কলস ট্যাবে একসঙ্গে আসন্ন সব কলের তালিকা ও অংশগ্রহণকারীদের নাম দেখার পাশাপাশি সরাসরি ব্যক্তিগত ক্যালেন্ডারে লিংকও যোগ করা যাবে।

আরও পড়ুনহোয়াটসঅ্যাপে অনাকাঙ্ক্ষিত গ্রুপে যুক্ত হওয়া ঠেকাবেন যেভাবে০৫ নভেম্বর ২০২৪রেইজ হ্যান্ডস ও ইমোজি রিঅ্যাকশন

আলোচনাকে আরও প্রাণবন্ত করতে হোয়াটসঅ্যাপ যুক্ত করা হয়েছে ‘রেইজ হ্যান্ডস’ সুবিধা। সুবিধাটি কাজে লাগিয়ে কোনো আলোচনা চলাকালে অন্যের কথা মাঝপথে কেটে না দিয়ে কথা বলার ইচ্ছা প্রকাশ করা যাবে। অন্যদিকে ইমোজি রিঅ্যাকশন ব্যবহার করে তাৎক্ষণিকভাবে মতামত বা অনুভূতি প্রকাশ করা যাবে।

রিয়েল টাইম ট্র্যাকিং

কল লিংক তৈরি করা ব্যক্তির জন্যও যুক্ত হয়েছে বাড়তি নিয়ন্ত্রণ–সুবিধা। কেউ লিংক ব্যবহার করে কেউ কলে যোগ দিলে সঙ্গে সঙ্গেই গ্রুপের প্রশাসক নোটিফিকেশন পাবেন। ফলে অংশগ্রহণকারীদের উপস্থিতি রিয়েল টাইমে জানা যাবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, গ্রুপ কলের নতুন সুবিধাগুলো এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে তথ্য আদান–প্রদান করে। ফলে অংশগ্রহণকারীদের বাইরে গ্রুপ কলের কোনো তথ্য অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জানতে পারবে না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুনহোয়াটসঅ্যাপে সদস্যদের নাম ছাড়াই গ্রুপ তৈরি করা যাবে০৮ মে ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ য় টসঅ য প গ র প কল র কল শ ড

এছাড়াও পড়ুন:

চাকরির ইন্টারভিউ প্রস্তুতিতে এবার ভিআর প্রযুক্তি

চাকরির সাক্ষাৎকার নিয়ে তরুণ-তরুণীদের বড় চিন্তা থাকে—কীভাবে নিজেকে উপস্থাপন করবেন, কীভাবে প্রশ্নের উত্তর দেবেন, আর সেই চাপ সামলাবেন কেমন করে। এবার সেই প্রস্তুতিতে যোগ হলো ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) প্রযুক্তি।

যুক্তরাজ্যের বার্কশায়ারের স্লাউ শহরে অবস্থিত সলথিল ডিজিটাল নামের একটি প্রতিষ্ঠান তরুণদের জন্য ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে। ১৮ থেকে ২৫ বছর বয়সী ৩৫ জনকে বিনা খরচে এই প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। ভিআর হেডসেটের মাধ্যমে অংশগ্রহণকারীরা মক ইন্টারভিউর অভিজ্ঞতা নিতে পারবেন, যেন তাঁরা বাস্তবেই একটি সাক্ষাৎকার কক্ষে বসে আছেন।

আরও পড়ুনকেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স, নেই বয়সের সীমা২২ ঘণ্টা আগে

সলথিল ডিজিটালের পরিচালক বেন মিচেল বলেন, ‘আমরা চাই তরুণেরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আত্মবিশ্বাসী হোক। কৃত্রিম বুদ্ধিমত্তা আর ভিআর দিয়ে আমরা মক ইন্টারভিউ নেব, কভার লেটার ও সিভি লেখায় সহায়তা করব। এতে যেকোনো তরুণ চাকরির জন্য প্রস্তুত হতে পারবে।’

বাস্তবের মতো অভিজ্ঞতা

প্রশিক্ষণে ৩৬০ ডিগ্রি ক্যামেরায় পুরো মক ইন্টারভিউ ধারণ করা হবে। পরবর্তী সময়ে সেই ভিডিও ভিআর হেডসেটে চালানো হবে। ফলে অংশগ্রহণকারীরা আবারও পুরো প্রক্রিয়া দেখে নিজের ভুলগুলো খুঁজে নিতে পারবেন। মিচেল বলেন, ‘এভাবে যাঁরা অংশ নেবেন, তাঁরা মনে করবেন আসলেই সাক্ষাৎকার দিচ্ছেন। এতে ভয় বা নার্ভাসনেস অনেকটাই কমে যাবে।’

আরও পড়ুনস্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ঝালকাঠিতে নিয়োগ, পদ ৪৫২৯ সেপ্টেম্বর ২০২৫ভিআর হেডসেটের মাধ্যমে ইন্টারভিউ দেওয়ার সুযোগ তৈরি হলে বাড়িতে বসেই দেওয়া যাবে চাকরির পরীক্ষা

সম্পর্কিত নিবন্ধ

  • ‘বিএনপি সরকার গঠন করলে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব দলকে নিয়ে কাজ করবে’
  • চাকরির ইন্টারভিউ প্রস্তুতিতে এবার ভিআর প্রযুক্তি