সেনা কর্মকর্তা তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
Published: 20th, January 2025 GMT
কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় সশস্ত্র ডাকাত প্রতিরোধ অভিযানে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানজিম ছারোয়ার নির্জন (২৩) হত্যার ঘটনায় পুলিশ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে।
রোববার (১৯ জানুয়ারি) চকরিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী এই অভিযোগপত্র দাখিল করেন।
পুলিশ পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো.
সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের হয়েছিল। একটি ডাকাতির প্রস্তুতিসহ হত্যাকাণ্ডে এবং অপরটি অস্ত্র আইনে। সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আবদুল্লাহ আল হারুনুর রশীদ ১৭ জনের নাম উল্লেখ করে ডাকাতির প্রস্তুতিসহ হত্যার মামলা দায়ের করেন। একই ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলমগীর অস্ত্র আইনে আরেকটি মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ ১৭ জনের মধ্যে ৬ জনের বিরুদ্ধে যথাযথ প্রমাণ না পাওয়ায় তাদের নাম বাদ দিয়ে এজাহারভুক্ত নয় এমন ৭ জনের নাম যুক্ত করেছে। ফলে দুই মামলায় অভিযুক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে।
উল্লেখ্য, গত বছরের ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে চকরিয়া উপজেলার ডুলাহাজারার পূর্ব মাইজপাড়ায় মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে সশস্ত্র ডাকাতি প্রতিরোধে যৌথবাহিনীর অভিযানের সময় ডাকাতদের ছুরিকাঘাতে লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন নির্মমভাবে নিহত হন। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
ঢাকা/তারেকুর/টিপু
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর তদন ত চকর য
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন